বীজগাণিতিক রাশি-নবম দশম শ্রেণী-সম্পূর্ণ সমাধান-অধ্যায় ৩.৫+সৃজনশীল

 

বীজগাণিতিক রাশি,বীজগাণিতিক রাশি সৃজনশীল,বীজগাণিতিক রাশি ssc, অধ্যায় ৩.৫, algebraic expression, ৩য় অধ্যায় । বীজগাণিতিক রাশি, ৩.৫, 3.5, সৃজনশীল ৩৩,৩৪,৩৫

বীজগাণিতিক রাশি-নবম দশম শ্রেণী-সম্পূর্ণ সমাধান

সমস্যা সমাধানের পদ্ধতিঃ
  • প্রথমে সতর্কতার সাথে সমস্যাটি পর্যবেক্ষণ করে এবং মনোযোগ সহকারে পড়ে কোনগুলো অজ্ঞাত এবং কি নির্ণয় করতে হবে তা চিহ্নিত করতে হবে।
  • অজ্ঞাত রাশিগুলোর একটিকে যেকোন চলক দ্বারা সূচিত করতে হবে।
  • সমস্যাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে বীজগাণিতিক রাশি দ্বারা প্রকাশ করতে হবে।
  • প্রদত্ত শর্ত ব্যবহার করে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে একত্রে একটি সমীকরণে প্রকাশ করতে হবে।
  • সমীকরণটি সমাধান করে অজ্ঞাত রাশির মান বের করতে হবে।

অধ্যায়-৩.৫-সম্পূর্ণ সমাধান নিচে













বীজগাণিতিক রাশি



সম্পূর্ণ সমাধান হ্যান্ডনোট আকারে পেতে নিচের বাটনটিতে ক্লিক কর========>


ডাউনলোড করতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের মতামত জানাতে ভুলবেনা কিন্তু। পর্যায়ক্রমে সব অধ্যায়ের হ্যান্ডনোট আমরা দিবো। তোমরা আমাদের সাথেই থেকো আর সবাইকে শেয়ার করে জানিয়ে দিও।
আজ বীজগাণিতিক রাশির পঞ্চম অধ্যায় এখানেই শেষ করছি।অন্যান্য অধ্যায়গুলো পেতে আমাদের আগের পোস্টগুলো দেখো।

আমাদের এই প্রচেষ্টা সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জন্য। তোমরা সামান্যটুকু উপকৃত হলেও আমাদের চেষ্টা সার্থক বলে মনে হবে।

Post a Comment

Previous Post Next Post