কারক ও বিভক্তি। ৬৭ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান। সকল পরীক্ষার জন্য। karok

 

কারক ও বিভক্তি, কারক, কারক ও বিভক্তি মনে রাখার কৌশল, বিভক্তি, কারক ও বিভক্তি নির্ণয়ের সহজ কৌশল, কারক ও বিভক্তি classroom, বাংলা ব্যাকরণ কারক ও বিভক্তি, কারক বিভক্তি চেনার সহজ উপায়, karok, কারক ও বিভক্তি bcs


কারক ও বিভক্তি নির্ণয়ের সহজ কৌশল


প্রশ্ন-১. 'স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয় না'- বাক্যে 'পালিয়ে' কোন কারকে কোন বিভক্তি ?

  • অধিকরণে শূন্য
  • অপাদানে ৭মী
  • করণে ৩য়া
  • কর্মে ৬ষ্ঠী

অপাদানে ৭মী

প্রশ্ন-২. 'কাল মেঘে বৃষ্টি হয়' - এখানে 'মেঘে' শব্দটি কোন কারক ?

  • অপাদান
  • সম্প্রদান
  • কর্ম
  • কর্তৃ

অপাদান

প্রশ্ন-৩. ‘জিজ্ঞাসিব জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি ?

  • কর্মকারকে ৭মী বিভক্তি
  • অপাদান কারকে ৫মী বিভক্তি
  • সম্প্রদান কারকে ৪র্থী বিভক্তি
  • কর্তৃকারকে ৭মী বিভক্তি

কর্মকারকে ৭মী বিভক্তি


প্রশ্ন-৪. 'তার হাসিতে মুক্তো ঝরে'- এবাক্যে 'হাসিতে' শব্দটি কোন কারকে ৭মী বিভক্তি ?

  • সম্প্রদান
  • করণ
  • কর্ম
  • অপাদান

অপাদান

প্রশ্ন-৫. অধিকরণ কারক কয় প্রকার ?

  • ৩ প্রকার
  • ৪ প্রকার
  • ৫ প্রকার
  • ৬ প্রকার

৩ প্রকার

প্রশ্ন-৬. 'গুণহীনে ত্যাগ কর'- বাক্যে "গুণহীনে" শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

  • অপাদানে ৭মী
  • সম্প্রদানে ৭মী
  • অধিকরণে ৭মী
  • কর্মে ৭মী

কর্মে ৭মী

প্রশ্ন-৭. 'আমি বই পড়ি'- বাক্যে 'বই' শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

  • অপাদানে ৫মী
  • কর্মে ১মা
  • অধিকরণে ২য়া
  • কর্তায় শূন্য

কর্মে ১মা

প্রশ্ন-৮. ‘আয়ু যেন পদ্মা পাতায় নীড়।’ এই বাক্যে ‘পদ্মা পাতায়’- ?

  • কর্মকারক
  • করণ কারক
  • অপাদান কারক
  • অধিকরণ কারক

অধিকরণ কারক

প্রশ্ন-৯. 'টাকায় টাকা হয়'- বাক্যে 'টাকায়' শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

  • অধিকরণে ৭মী
  • অপাদানে ৭মী
  • করণে ৭মী
  • কর্তায় ৭মী

অপাদানে ৭মী


প্রশ্ন-১০. ‘আলোয় আঁধার কাটে’- এই বাক্যে ‘আলোয়’ কোন কারকে কোন বিভক্তি ?

  • কর্তায় সপ্তমী
  • করণে সপ্তমী
  • অপাদানে সপ্তমী
  • অধিকরণে সপ্তমী

অধিকরণে সপ্তমী



প্রশ্ন-১১. “বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা” বাক্যে ‘বিপদে’ কোন কারকে কোন বিভক্তি ?

  • কারণে সপ্তমী
  • কর্তায় সপ্তমী
  • অপাদানে সপ্তমী
  • অধিকরণে সপ্তমী

অপাদানে সপ্তমী

প্রশ্ন-১২. 'সম্প্রদান কারক' কোন কারকের অন্তর্গত ?

  • অধিকরণ
  • অপাদান
  • করণ
  • কর্ম

কর্ম

প্রশ্ন-১৩. নিচের কোন বাক্যটি অপাদান কারক নির্দেশ করে ?

  • ট্রেন স্টেশন ছেড়েছে
  • বনে বাঘ আছে
  • গৃহহীনে গৃহ দাও
  • জিজ্ঞাসিব জনে জনে

ট্রেন স্টেশন ছেড়েছে

প্রশ্ন-১৪. ‘কলসটি কানায় কানায় পূর্ণ’ -কোন কারকে কোন বিভক্তি ?

  • আধারাধিকরণে সপ্তমী
  • স্থানাধিকরণে সপ্তমী
  • ভাবধিকরণে সপ্তমী
  • কালাধিকরণে সপ্তমী

আধারাধিকরণে সপ্তমী

প্রশ্ন-১৫. 'রেখো মা দাসেরে মনে।' বাক্যে 'দাসেরে' কোন কারকে কোন বিভক্তি ?

  • অধিকরণে ২য়া
  • অপাদানে ৩য়া
  • কর্মে ২য়া
  • করণে ২য়া

কর্মে ২য়া


প্রশ্ন-১৬. ‘দশে মিলে করি কাজ’ বাক্যে নির্দেশিত কারক ?

  • কর্তৃকারক
  • কর্মকারক
  • সম্প্রদান কারক
  • করণ কারক

কর্তৃকারক

প্রশ্ন-১৭. তিলে তৈল হয়- তিলে শব্দটি কোন কারক ?

  • কর্তৃকারক
  • কর্মকারক
  • সম্প্রদান কারক
  • করণ কারক

কর্তৃকারক

প্রশ্ন-১৮. কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি ?

  • ডাক্তার ডাক
  • আরেফ বই পড়ে
  • টাকায় টাকা আনে
  • ছাগলে কিনা খায়

আরেফ বই পড়ে

প্রশ্ন-১৯. “সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা” এই বাক্যে ‘ঔষধ’ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ ?

  • কর্মকারকে শুণ্য
  • সম্প্রদানে সপ্তমী
  • অধিকরণে শুণ্য
  • কর্তৃকারকে শুণ্য

কর্মকারকে শুণ্য

প্রশ্ন-২০. অন্ধজনে দয়া কর- "অন্ধজনে" কোন কারকে কোন বিভক্তি ?

  • সম্প্রদানে সপ্তমী
  • কর্মে শূন্য
  • কর্তায় সপ্তমী
  • কর্মে সপ্তমী

সম্প্রদানে সপ্তমী

প্রশ্ন-২১. গুরুজনে কর ভক্তি - এ বাক্যে 'গুরুজনে' কোন কারক ?

  • কর্তৃকারক
  • অপাদান কারক
  • সম্প্রদান কারক
  • অধিকরণ কারক

সম্প্রদান কারক

প্রশ্ন-২২. "সূর্যোদয়ে" অন্ধকার দূরীভূত হয়? কোন কারকে কোন বিভক্তি ?

  • অধিকরণে ৭মী
  • অধিকরণে তৃতীয়া
  • অপাদানে তৃতীয়া
  • কর্তায় সপ্তমী

অধিকরণে ৭মী

প্রশ্ন-২৩. ‘কালির দাগ দাও’- বাক্যে কালির শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

  • কর্মে ২য়া
  • করণে ৬ষ্ঠী
  • অপাদানের ৬ষ্ঠী
  • অধিকরণে ৬ষ্ঠী

করণে ৬ষ্ঠী

প্রশ্ন-২৪. ‘দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে।’ -এ বাক্যে ‘দেবতার’ শব্দটি কোন কারক ও কোন বিভক্তি ?

  • সম্বন্ধে ৬ষ্ঠী বিভক্তি
  • কর্তৃকারকে ৬ষ্ঠী বিভক্তি
  • অধিকরণে ৭মী বিভক্তি
  • অপাদানে ৬ষ্ঠী বিভক্তি

সম্বন্ধে ৬ষ্ঠী বিভক্তি


প্রশ্ন-২৫. ‘এ সাবানে কাপড় কাচা চলবে না’- এখানে ‘সাবানে’ কোন কারকে কোন বিভক্তি ?

  • কর্তায় প্রথমা
  • করণে প্রথমা
  • কর্মে সপ্তমী
  • করণে সপ্তমী

করণে সপ্তমী



প্রশ্ন-২৬. 'কাননে কুসুম কলি সকলি ফুটিল'- এই বাক্যে 'কাননে' কোন কারক কোন বিভক্তি ?

  • কর্মে সপ্তমী
  • অপাদানে সপ্তমী
  • অধিকরণে সপ্তমী
  • করণে শূণ্য

অধিকরণে সপ্তমী

প্রশ্ন-২৭. নীল আকাশের নিচে আমি (রাস্তা) চলেছি একা। চিহ্নিত শব্দটির কারক ও বিভক্তি কোনটি ?

  • কর্মে শূন্য
  • করণে শূন্য
  • অপাদানে শূন্য
  • সম্প্রদানে শূন্য

করণে শূন্য

প্রশ্ন-২৮. 'পাগলে কিনা বলে।' বাক্যে 'পাগলে' কোন কারকে কোন বিভক্তি ?

  • কর্তায় শূন্য
  • কর্তায় ৭মী
  • করণে ৩য়া
  • কর্তায় ৬ষ্ঠী

কর্তায় ৭মী

প্রশ্ন-২৯. কর্তৃকারকে ৬ষ্ঠী বিভক্তির উদাহরণ কোনটি ?

  • 'পথের' দেখা পেলাম
  • 'আমার' খাওয়া হবে না
  • 'তার' দেখা পেয়েছি
  • 'গরিবের' সেবা কর

'আমার' খাওয়া হবে না

প্রশ্ন-৩০. পড়াশোনায় মন দাও বাক্যে পড়াশোনায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

  • কর্তায় সপ্তমী
  • কর্মে ৭মী
  • অপাদানে শূন্য
  • অধিকরণে সপ্তমী

কর্মে ৭মী

প্রশ্ন-৩১. 'কর্তায় শূন্য' কারকের উদাহরণ ?

  • আমি ঢাকা যাব
  • এমন মেয়ে আর দেখিনি
  • গাড়ী স্টেশন ছেড়েছে
  • মাঠে ঘাটে চড়ে গরু

মাঠে ঘাটে চড়ে গরু

প্রশ্ন-৩২. কর্তায় শূন্য কারকের উদাহরণ ?

  • তিনি 'বাড়ি' গেলেন
  • ছেলেরা 'লাঠি' খেলে
  • সে 'রুটি' খায়
  • 'নদী' বয়ে যায়

'নদী' বয়ে যায়

প্রশ্ন-৩৩. ডাক্তার ডাক বাক্যে ডাক্তার শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

  • কর্তৃকারকে শূন্য
  • কর্তৃকারকে ২য়া
  • কর্মকারকে শূন্য
  • কর্মকারকে সপ্তমী

কর্মকারকে শূন্য

প্রশ্ন-৩৪. ‘অহঙ্কার পতনের মূল’ -বাক্যে অহঙ্কার শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

  • কর্মে শূন্য
  • করণে শূন্য
  • অপাদানে শূন্য
  • অধিকরণে শূন্য

করণে শূন্য

প্রশ্ন-৩৫. কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয় ?

  • কারক
  • সমাস
  • সন্ধি
  • প্রকৃতি

কারক

প্রশ্ন-৩৬. ‘বাড়ি থেকে নদী দেখা যায়’ -বাক্যে বাড়ি শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

  • কর্তায় সপ্তমী
  • অধিকরণে পঞ্চমী
  • কর্মে দ্বিতীয়া
  • অপাদানে শূন্য

অধিকরণে পঞ্চমী

প্রশ্ন-৩৭. ভাইয়ে ভাইয়ে বেশ মিল-বাক্যে ভাইয়ে ভাইয়ে কোন কারকে কোন বিভক্তি ?

  • কর্তায় ১মা
  • কর্তায় ২য়া
  • কর্মে ২য়া
  • কর্তায় ৭মী

কর্তায় ৭মী

প্রশ্ন-৩৮. অল্প শোকে কাতর--- বাক্যে শোকে কোন কারকে কোন বিভক্তি ?

  • কর্তৃকারকে ২য়া
  • করণ কারকে সপ্তমী
  • অপাদান কারকে সপ্তমী
  • অধিকরণ কারকে সপ্তমী

করণ কারকে সপ্তমী

প্রশ্ন-৩৯. 'কপোল ভাসিয়া গেল নয়নের জলে'- বাক্যের 'কপোল' শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

  • কর্মে ৭মী
  • কর্মে শূন্য
  • করণে শূন্য
  • কর্তায় শূন্য

কর্মে শূন্য

প্রশ্ন-৪০. ধৈর্য্য ধর 'বাধ' বুক - কোন কারকে কোন বিভক্তি ?

  • কর্মে ৭মী
  • কর্তায় ৭মী
  • কর্মে শূন্য
  • কর্তায় শূন্য

কর্মে শূন্য

প্রশ্ন-৪১. ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয় ?

  • ধ্বনিতত্ত্বে
  • অর্থতত্ত্বে
  • বাক্যতত্ত্বে
  • রূপতত্বে

রূপতত্বে

প্রশ্ন-৪২. অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি ?

  • পরাজয়ে ডরে না বীর
  • সৎপাত্রে কন্যা দান কর
  • গোয়ালে গরু আছে
  • বুলবুলিতে ধান খেয়েছে

গোয়ালে গরু আছে

প্রশ্ন-৪৩. স্কুল পালাইও না।- 'স্কুল' কোন কারকে কোন বিভক্তি ?

  • অপাদানে শূন্য
  • করণে শূন্য
  • কর্মে শূন্য
  • কর্তৃকারকে শূন্য

অপাদানে শূন্য

প্রশ্ন-৪৪. ‘আষাঢ়ে বৃষ্টি নামে’ -বাক্যে আষাঢ়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

  • কর্তায় ৭মী
  • কর্মে ৭মী
  • অপাদানে ৭মী
  • অধিকরণে ৭মী

অধিকরণে ৭মী

প্রশ্ন-৪৫. 'এতক্ষণে অরিন্দম কহিলা বিষদে'। -এখানে 'বিষাদে' কোন কারকে কোন বিভক্তি ?

  • অপাদানে ৭মী
  • অধিকরণে ৭মী
  • করণে ৭মী
  • কর্তায় ৭মী

করণে ৭মী


প্রশ্ন-৪৬. ‘সব ঝিনুকে মুক্ত পাওয়া যায় না’-বাক্যে ঝিনুকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

  • কর্তায় ২য়া
  • কর্মে ২য়া
  • অপাদানে ৭মী
  • অধিকরণে ৭মী

অপাদানে ৭মী

প্রশ্ন-৪৭. 'ভূতকে আবার কিসের ভয়'- বাক্যে 'ভূতকে' কোন কারকে কোন বিভক্তি ?

  • কর্মে ২য়া
  • অপাদানে ২য়া
  • ভাবাধিকরণে ২য়া
  • কালাধিকরণে ২য়া

অপাদানে ২য়া

প্রশ্ন-৪৮. ছাদে বৃষ্টি পড়ে। এ বাক্যে 'ছাদে' কোন কারকে কোন বিভক্তি ?

  • অধিকরণে শূন্য
  • করণে ৭মী
  • অধিকরণে ৭মী
  • অপাদানে ৭মী

অধিকরণে ৭মী

প্রশ্ন-৪৯. ‘তিনি চোখে দেখেন না’ -‘চোখে কোন কারক ?

  • অধিকরণ কারক
  • অপাদান কারক
  • করণ কারক
  • সম্প্রদান কারক

করণ কারক

প্রশ্ন-৫০. ‘মাঠে ধান ফলেছে।’ বাক্যে ‘মাঠে’ কোন কারক ?

  • স্থানধিকরণ
  • কালাধিকরণ
  • বিষয়াধিকরণ
  • ভাবাধিকরণ

স্থানধিকরণ

প্রশ্ন-৫১. ‘শুক্রবার স্কুল বন্ধ’ -বাক্যে স্কুল শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

  • কর্তায় শূন্য
  • কর্মে শূন্য
  • অপাদানে শূন্য
  • অধিকরণে শূন্য

কর্মে শূন্য

প্রশ্ন-৫২. ‘আকাশে তো আমি রাখিনাই মোর উড়িবার ইতিহাস’- এই বাক্যে ‘আকাশে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ ?

  • কর্তৃকারকে সপ্তমী
  • কর্মকারকে সপ্তমী
  • অপাদান কারকে তৃতীয়া
  • অধিকরণে কারকে সপ্তমী

অধিকরণে কারকে সপ্তমী

প্রশ্ন-৫৩. 'পুলিশে খবর দাও' এখানে "পুলিশে" কোন কারকে কোন বিভক্তির উদাহরণ ?

  • কর্মে শূন্য
  • কর্তায় ৭মী
  • কর্তায় ২য়া
  • কর্তায় শূন্য

কর্মে শূন্য

প্রশ্ন-৫৪. "নিঃস্বে" দয়া কর। কোন কারকে কোন বিভক্তি ?

  • অপাদানে ১মা
  • অপাদানে ৭মী
  • সম্প্রদানে ১মা
  • সম্প্রদানে ৭মী

সম্প্রদানে ৭মী

প্রশ্ন-৫৫. আমার গানের মালা আমি করব (কারে) দান। নিম্ন রেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি ?

  • করণে ৭মী
  • কর্মে ৭মী
  • কর্তায় ৭মী
  • অপাদানে ৭মী

কর্মে ৭মী

প্রশ্ন-৫৬. আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?- বাক্যে "রাঘবে" শব্দটি কোন কারকে কোন ভিভক্তি ?

  • অপাদানে ৫মী
  • করণে ৭মী
  • অপাদানে ৭মী
  • কর্মে ২য়া

অপাদানে ৭মী

প্রশ্ন-৫৭. ‘আমাদের একটি গল্প বলুন’ বাক্যে আমাদের শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

  • অপাদানে ৫মী
  • করণে ৭মী
  • অপাদানে ৭মী
  • কর্মে ২য়া

অপাদানে ৭মী

প্রশ্ন-৫৮. ‘আমাদের একটি গল্প বলুন’ বাক্যে আমাদের শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

  • কর্মে ষষ্ঠী
  • কর্মে ২য়া
  • অপাদানে ৫মী
  • সম্প্রদানে ষষ্ঠী

কর্মে ষষ্ঠী

প্রশ্ন-৫৯. ‘পাতায় পাতায় পড়ে নিশির শিশির’ -‘পাতায় পাতায়’ কোন কারকে কোন বিভক্তি ?

  • অপদানে সপ্তমী
  • করণে শূন্য
  • অধিকরণে সপ্তমী
  • সম্বন্ধ পদ

অধিকরণে সপ্তমী

প্রশ্ন-৬০. খালেদ বই পড়ে- বাক্যে "বই" শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

  • অপাদানে শূন্য
  • কর্মে শূন্য
  • অধিকরণে শূন্য
  • করণে শূন্য

কর্মে শূন্য

প্রশ্ন-৬১. ‘পরের দিন উৎসব’ বাক্যে মাঝের শব্দটি কোন কারকের উদাহরণ ?

  • কর্তৃকারক
  • কর্মকারক
  • অপাদান কারক
  • অধিকরণ কারক

অধিকরণ কারক


প্রশ্ন-৬২. ‘আজকে নগদ কালকে ধার’ -বাক্যে আজকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

  • অপাদানে ২য়া
  • অধিকরণে ২য়া
  • কর্মে শূন্য
  • করণে ২য়া

অধিকরণে ২য়া

প্রশ্ন-৬৩. 'লাঠি দ্বারা সাপ মার' এখানে "লাঠি দ্বারা" কোন কারকে কোন বিভক্তি ?

  • করণে ৭মী
  • কর্মে ৩য়া
  • কর্তায় ৩য়া
  • করণে ৩য়া

করণে ৩য়া

প্রশ্ন-৬৪. ‘গাড়ি স্টেশন ছাড়ল’- বাক্যে স্টেশন শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

  • কর্তৃকরকে শূন্য
  • কর্মকারকে শূন্য
  • করণ কারকে শূন্য
  • অপাদান কারকে শূন্য

অপাদান কারকে শূন্য

প্রশ্ন-৬৫. "শাক দিয়ে মাছ ঢাকা যায় না" এখানে 'শাক' কোন কারকে কোন বিভক্তি ?

  • অধিকরণে ৩য়া
  • কর্মে ৩য়া
  • করণে ৩য়া
  • কর্তায় ৩য়া

করণে ৩য়া

প্রশ্ন-৬৬. বিভক্তিহীন নাম শব্দকে কি বলে ?

  • নামপদ
  • উপপদ
  • প্রাতিপদিক
  • উপমিত

প্রাতিপদিক

প্রশ্ন-৬৭. 'তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি'- বাক্যে 'তোমার' শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

  • অপাদানে ৬ষ্ঠী
  • সম্প্রদানে ৭মী
  • কর্মে ৭মী
  • সম্প্রদানে ৬ষ্ঠী

সম্প্রদানে ৬ষ্ঠী

কারক ও বিভক্তি। ৬৭ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান

কারক ও বিভক্তি,কারক,কারক ও বিভক্তি মনে রাখার কৌশল,বিভক্তি,কারক ও বিভক্তি নির্ণয়ের সহজ কৌশল,কারক ও বিভক্তি classroom,বাংলা ব্যাকরণ কারক ও বিভক্তি,কারক বিভক্তি চেনার সহজ উপায়,অপাদান কারক,অধিকরণ কারক,বাংলা কারক ও বিভক্তি,কারক ও বিভক্তি নির্ণয়,কারক ও বিভক্তি প্রশ্ন,কারক ও বিভক্তি বিসিএস,কারক ও বিভক্তি নির্ণয়,কারক ও বিভক্তি class 10,ব্যাকরণ কারক ও বিভক্তি,কারক ও বিভক্তি নির্নয়,সহজ নিয়মে কারক ও বিভক্তি,সহজে শিখা কারক ও বিভক্তি, কারক ও বিভক্তি, কারক, কারক ও বিভক্তি মনে রাখার কৌশল, বিভক্তি, কারক ও বিভক্তি নির্ণয়ের সহজ কৌশল, কারক ও বিভক্তি classroom, বাংলা ব্যাকরণ কারক ও বিভক্তি, কারক বিভক্তি চেনার সহজ উপায়, karok, কারক ও বিভক্তি bcs

Post a Comment

Previous Post Next Post