দক্ষিণ-পূর্ব এশিয়া-সাধারণ জ্ঞান-আন্তর্জাতিক বিষয়াবলী।এক নজরে সব।

 

দক্ষিণ-পূর্ব এশিয়া,দক্ষিণ এশিয়া,দক্ষিণ-পূর্ব এশিয়া,এশিয়া,দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিচিতি,দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহ,এশিয়া মহাদেশ,দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহের মানচিত্র

দক্ষিণ-পূর্ব এশিয়া-সাধারণ জ্ঞান-আন্তর্জাতিক বিষয়াবলী।এক নজরে সব।


  • ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল?
            মিয়ানমার

  • পূর্ব তিমুর এর বর্তমান মর্যাদা কি?
            একটি স্বাধীন দেশ
  • কোন দেশটি অতীতে কখনো অন্য দেশের উপনিবেশে পরিনত হয়নি?
            থাইল্যান্ড
  • ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্য দ্বন্দ নিরসনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো?
            প্যারিস শান্তি চুক্তি
  • বান্দা আচেহ কোথায় অবস্থিত?
             ইন্দোনেশিয়া
  • প্রেসিডেন্ট সুকর্ণ অন্য যে নামে পরিচিত ছিলেন?
            বাংকর্ণ
  • স্বাধীনতার পূর্বে  পূর্ব তিমুর কোন দেশের অধীন ছিলো?
            ইন্দোনেশিয়া
  • মাহাথির মোহাম্মদ কোন সনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন?
             ১৯৮১
  • কম্বোডিয়ার রাজতন্ত্র বিলোপ করেন কে?
             প্রিন্স নরোদম সিহানুক



        

  • উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম কত সালে একত্রিত হয়?
            ১৯৭৬ সালে
  • হো চি মিন কে ছিলেন?
            ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি নেতা
  • বৃটেনের নিকট মালয়েশিয়া কত সালে স্বাধীনতা পায়?
           ১৯৫৭ সালেৎ
  • জানানা গুসামাও কোন দেশের রাষ্ট্রপতি?
            পূর্ব তিমুর
  • মাহাথির মোহাম্মদ প্রথম মেয়াদে কত বছর ক্ষমতায় ছিলেন?
            ২২ বছর
  • থাইল্যান্ড শব্দের অর্থ কি?
             মুক্তভূমি
  • ভিয়েতনাম যুদ্ধর স্থায়িত্ব ছিলো কত বছর?
             ২০ বছর
  • সুবিক বে কোথায় অবস্থিত?
          ফিলিপাইন




Tags: দক্ষিণ-পূর্ব এশিয়া,দক্ষিণ এশিয়া,দক্ষিণ-পূর্ব এশিয়া,এশিয়া,দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিচিতি,দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহ,এশিয়া মহাদেশ,দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহের মানচিত্র,দক্ষিণ-পূর্ব এশিয়া ও বিশ্ব পরিস্থিতি | ১৪ জুন ২০২১,দক্ষিণ পূর্ব এশিয়া,দক্ষিণ এশিয়ার মানচিত্র,দক্ষিণ-পূর্ব,পূর্ব এশিয়া,দক্ষিণ-পূর্ব এশিয়ার 11 টি দেশ,দক্ষিন এশিয়া,দক্ষিণ পূর্ব এশিয়া ও চিনের সামরিক গতিবিধি,দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্রসমূহ মনে রাখার টেকনিক,দক্ষিণ এশিয়া,এশিয়া মহাদেশ কয়টি দেশ,এশিয়ায় দেশগুলোর নাম

Post a Comment

Previous Post Next Post