বাক্য সংকোচন-সকল চাকরির পরীক্ষার জন্য (BCS, BANK and other Job)। ১ম অংশ

 


বাক্য সংকোচন-সকল চাকরির পরীক্ষার জন্য (BCS, BANK other Job)


বাক্য সংকোচন নিচে দেওয়া হলো=====>>

অকালে পক্ হয়েছে যা-অকালপক্ব

অকালে যাকে জাগরণ করা হয়- অকালবোধন

অক্ষির সমীপে-সমক্ষ 

অক্ষির সম্মুখে বর্তমান-প্রত্যক্ষ 

অগ্রপশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে-অবিমৃষ্যকারী

অনুকরণ করার ইচ্ছা-অনুচিকীর্ষা

অন্যপুষ্ট-কোকিল পাখি 

 অন্বেষণের ইচ্ছা-অনুসন্ধিৎসা

অপকার করার ইচ্ছা-অপচিকীর্ষা

অব্যক্ত মধুর ধ্বনি-কলতান

অন্য ভাষায় রূপান্তরিত-অনূদিত 

অলঙ্কারের শব্দ-শিঞ্জন 

আকাশে গমন করে যা-বিহগ

আকাশে যে চরে-খেচর 

আকাশ ও পৃথিবীর অন্তরালােকে-ক্রন্দসী

আটমাস মাতৃগর্ভে থেকে যে সন্তান ভূমিষ্ঠ হয়-আটাশে 

আপনাকে পণ্ডিত মনে করে যে -পণ্ডিতম্মন্য 

আপনার রঙ লুকায় যে-বর্ণচোরা 

আবক্ষ জলে নেমে স্নান-অবগাহন। 

আমার তুল্য-মাদৃশ

আয়নায় প্রতিফলিত রূপ -প্রতিবিম্ব

আশি বছরের বেশি বয়স্ক-অশীতিপর

বাক্য সংকোচন,বাক্য,সংকোচন, bcs, bank, psc, job exam, বাক্য সংকোচন,বাক্য সংকোচন কি,bdp বাক্য সংকোচন,বাংলা বাক্য সংকোচন,বাক্য সংক্ষেপণ,এক কথায় প্রকাশ ও বাক্য সংকোচন,বাক্য সংকোচনের নিয়মাবলী,বাংলা ব্যাকরণ ::বাক্য সংকোচন,#এক_কথায়_প্রকাশ_#বাক্য সংকোচন,ব্যতিক্রম ধর্মী কিছু বাক্য সংকোচন,বাক্য সংকোচনের প্রয়োজনীয়তা,খুবই গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন/ এককথায় প্রকাশ


ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি -ইতিহাসবেত্তা

ইতিহাস রচনা করেন যিনি-ঐতিহাসিক 

ইন্দ্রকে জয় করেছে যে-ইন্দ্রজিৎ 

ইন্দ্রিয়কে জয় করিয়াছে যে-জিতেন্দ্রিয় 

ইসলাম কায়েম ও রক্ষার জন্য জীবন দানকারী-শহিদ 

ইহলােকে যা সামান্য নয়-অলােকসামান্য। 

ঈষৎ কম্পিত-আধত 

ঈষৎ পাংশু বর্ণ-কয়রা

উপকারীর অপকার করে যে-কৃতঘ্ন

উপকারীর উপকার স্বীকার করে যে -কৃতজ্ঞ। 

উপকারীর উপকার স্বীকার করে না যে -অকৃতজ্ঞ 

উপকারীর প্রতি উপকার করেন যিনি -প্রত্যুপকারি। 

ঋষির ন্যায়-ঋষিতুল্য 

এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট-একাগ্রচিত্ত 

একবার ফল দিয়ে যে গাছ মারা যায়-ওষধি। 

একই গুরুর শিষ্য-সতীর্থ


একই সময়ে বর্তমান-সমসাময়িক। 

একই সময়ে-যুগপৎ। 

এক হতে আরম্ভ করে-একাদিক্রমে 

কি করিতে হইবে বুঝিতে না পারা-কিংকর্তব্যবিমূঢ় 

কথায় বর্ণনা করা যায় না যা-বর্ণনাতীত 

কোথাও উন্নত কোথাও অবনত-বন্ধুর 

কনুই থেকে কজি পর্যন্ত-রত্নি। 

কোনােভাবেই যা নিবারণ করা যায় না-অনিবার্য। 

কর্মে যার ক্লান্তি নেই-অক্লান্তকর্মী।



কর্ম সম্পাদনে পরিশ্রমী -কর্মঠ

কর্মে অতিশয় তৎপর-তুরিৎ কর্মা

কর দান করে যে-করদ

কুলের সমীপে-উপকূল 

ক্ষমার যােগ্য-ক্ষমার্হ 

খেয়া পার করে যে-পাটনী 

গাছে উঠতে পটু যে-গেছো

গােপন করার ইচ্ছা-জুগুপ্সা 

গবাদি পশুর পাল-বাথান। 

গম্ভীর ধ্বনি-মন্দ্র। 


গৃহের প্রধান প্রবেশদ্বার-দেউরি

ঘােড়ার বা অশ্বের ডাক-হ্রেষা 

চক্রের প্রান্তভাগ-চক্রসীমা 

চক্ষুর সম্মুখে সংঘটিত-চাক্ষুষ 

চক্ষু দ্বারা গৃহীত-চাক্ষুষ 

চেটে খাওয়া যায় যা-লেহ্য 

চৈত্র মাসের ফসল-চৈতালি 

জানবার ইচ্ছা-জিজ্ঞাসা 

জন্মহীন মৃত্যুহীন-অজ 

জয়ের জন্য যে উৎসব-বিজয় উৎসব

জয় সূচনা করে এরূপ তিথি-জয়ন্তী 

জয় করা কঠিন-দুর্জয়। 

জয় করার ইচ্ছা-জিগীষা 

দুই পর্বতের মধ্যবর্তী সমতল ভূমি -উপত্যকা 

দেখবার ইচ্ছা-দিদৃক্ষা 

দিন ও রাত্রির সন্ধিক্ষণ-গোধূলি 

দীপ্তি পাচ্ছে এমন-দীপ্তিমান 

দিবসের শেষ ভাগ-অপরাহ্ন

দুবার জন্মেছে যে-দ্বিজ

দ্বারে থাকে যে-দৌবারিক 

দর্শন করা হয়েছে এমন-প্রেক্ষিত 

ধূলার মত রঙ যার-পাংশুল 

নৌকা চলাচলের যােগ্য-নাব্য। 

নিজের দ্বারা অর্জিত-স্বােপার্জিত 

নিন্দা করার ইচ্ছা-জুগুপ্সা 

নদীর ভাঙ্গনে সর্বস্বান্ত জনগণ-নদী সিকস্তি

নুপুরের ধ্বনি-নিক্বণ

নীর (বারি) দান করে যে -নীরদ

নষ্ট হওয়া স্বভাব যার-নশ্বর। 

নষ্ট হওয়া স্বভাব নয় যার-অবিনশ্বর 

পাওয়ার ইচ্ছা-ঈপ্সা 

পা ধুইবার জল-পাদ্য 

পায়ে হেঁটে গমন করে না যে -পন্নগ

পাখির ডাক-কূজন 

পঙ্কে জন্মে যা-পঙ্কজ 

 পিতার মৃত্যুর পর জন্ম হয়েছে যে সন্তানের- মরণােত্তর জাতক

পথ চলার খরচ-পাথেয়






Tags: বাক্য সংকোচন,বাক্য,সংকোচন, bcs, bank, psc, job exam, বাক্য সংকোচন,বাক্য সংকোচন কি,bdp বাক্য সংকোচন,বাংলা বাক্য সংকোচন,বাক্য সংক্ষেপণ,এক কথায় প্রকাশ ও বাক্য সংকোচন,বাক্য সংকোচনের নিয়মাবলী,বাংলা ব্যাকরণ ::বাক্য সংকোচন,#এক_কথায়_প্রকাশ_#বাক্য সংকোচন,ব্যতিক্রম ধর্মী কিছু বাক্য সংকোচন,বাক্য সংকোচনের প্রয়োজনীয়তা,খুবই গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন/ এককথায় প্রকাশ

Post a Comment

Previous Post Next Post