পরিমাপ-অষ্টম শ্রেণী। অধ্যায়-৩, সম্পূর্ণ সমাধান। Measurements(PDF)

 

পরিমাপ, পরিমাপ অষ্টম শ্রেণি, পরিমাপ পদ্ধতি, পরিমাপ অংক, পরিমাপ ও একক, পরিমাপের, পরিমাপের একক, Measurement, পরিমাপ অধ্যায় সমাধান, পরিমাপ ৮ম শেণী, সৃজনশীল সমাধান

পরিমাপ-অষ্টম শ্রেণী। অধ্যায়-৩, সম্পূর্ণ সমাধান। 

অষ্টম শ্রেণীর গণিত পরিমাপ অধ্যায় সমাধান হ্যান্ডনোট pdf. অষ্টম শ্রেণীর গণিত নোট | সাধারণ গণিত নোট Pdf-2021. পরিমাপ-অষ্টম শেণী।

শিক্ষার্থীদের যা জানা প্রয়োজন:

মেট্রিক পদ্ধতি

  • ১০ মিলিমিটার = ১ সেন্টিমিটার
  • ১০ সেন্টিমিটার = ১ ডেসিমিটার
  • ১০ ডেসিমিটার = ১ মিটার
  • ১০ মিটার = ১ ডেকামিটার
  • ১০ ডেকামিটার = ১ হেক্টোমিটার
  • ১০ হেক্টোমিটার = ১ কিলোমিটার
ব্রিটিশ পদ্ধতি
  • ১২ ইঞ্চি = ১ ফুট
  • ৩ ফুট = ১ গজ
  • ১৭৬০ গজ = ১ মাইল
  • ৬০৮০ ফুট = ১ নটিকেল মাইল
  • ২২০ গজ = ১ ফার্লয়
  • ৮ ফার্লয় = ১ মাইল

ওজন পরিমাপের মেট্রিক এককাবলি
  • ১০ মিলিগ্রাম = ১ সেন্টিগ্রাম
  • ১০ সেন্টিগ্রাম = ১ ডেসিগ্রাম
  • ১০ ডেসিগ্রাম = ১ গ্রাম
  • ১০ গ্রাম = ১ ডেকাগ্রাম
  • ১০ ডেকাগ্রাম = ১ হেক্টোগ্রাম
  • ১০ হেক্টোগ্রাম = ১ কিলোগ্রাম

ক্ষেত্রফল সংক্রান্ত
  • ১ বর্গহাত = ৩২৪ বর্গইঞ্চি
  • ১ বর্গগজ = ৯ বর্গফুট
  • ১ কাঠা = ৭২০ বর্গফুট
  • ১ বিঘা = ১৬০০ বর্গগজ
  • ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট
  • ১ বর্গমাইল = ১৯৩৬ বিঘা
  • ১ এয়র = ২৩.৯ ছটাক (প্রায়)



অষ্টম শ্রেণির গণিত পরিমাপ


যেসব সমস্যার সমাধান থাকছে-দেখে নেই একনজরে

১০। একটি পুকুরের দৈর্ঘ্য ৬০ মিটার এবং প্রস্থ ৪০ মিটার । পুকুরের পাড়ের বিস্তার ৩ মিটার হলে, পাড়ের ক্ষেত্রফল নির্ণয় কর।

১১। আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল ১০ একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ । ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার ?

১২. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ। এর ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে, পরিসীমা কত ?

১৩। একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি ২৪ মিটার এবং উচ্চতা ১৫ মিটার ৫০ সেন্টিমিটার হলে, এর ক্ষেত্রফল নির্ণয় কর।

১৪।একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৪৮ মিটার এবং প্রস্থ ৩২ মিটার ৮০ সে. মি.। ক্ষেত্রটির বাইরে চারদিকে ৩ মিটার বিস্তৃত একটি রাস্তা আছে । রাস্তাটির ক্ষেত্রফল কত ?

১৫। একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৩০০ মিটার এবং বাইরে চারদিকে ৪ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত ?

১৬। একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২৬৪ বর্গমিটার। এর ভূমি ২২ মিটার হলে, উচ্চতা নির্ণয় কর।

১৭। একটি চৌবাচ্চায় ১৯২০০ লিটার পানি ধরে । এর গভীরতা ২.৫৬ মিটার এবং প্রস্থ ২.৫ মিটার হলে দৈর্ঘ্য কত?
১৮। সূর্ণ পানির তুলনায় ১৯.৩ গুণ ভারী । আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য ৭.৮ সেন্টিমিটার,

প্রস্থ ৬. ৪ সেন্টিমিটার এবং উচ্চতা ২.৫ সেন্টিমিটার । স্বর্ণের বারটির ওজন কত ?

১৯। একটি ছােট বাক্সের দৈর্ঘ্য ১৫ সে. মি. ২.৪ মি. মি., প্রস্থ ৭ সে. মি, ৬.২ মি. মি. এবং উচ্চতা ৫ সে মি, ৮ মি, মি. । বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার ?

২০। একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য ৫.৫ মিটার, প্রস্থ ৪ মিটার এবং উচ্চতা ১ মিটার। উক্ত চৌবাচ্চাটি পানিভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলােগ্রাম হবে ?

২১। আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ১.৫ গুণ । প্রতি বর্গমিটার ১.৯০ টাকা দরে ঘাস লাগাতে ১০২৬০.০০ টাকা ব্যয় হয়। প্রতি মিটার ২.৫০ টাকা দরে ঐ মাঠের চারদিকে বেড়া দিতে মােট কত ব্যয় হবে?

২২। একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মােট ৭২০০ টাকা খরচ হয় । ঘরটির প্রস্থ ৩ মিটার কম হলে ৫৭৬ টাকা কম খরচ হতাে। ঘরটির প্রস্থ কত ?
২৩।  ৮০ মিটার দৈর্ঘ্য ও ৬০ মিটার প্রস্থবিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতর চারদিকে ৪ মিটার প্রশস্ত একটি পথ আছে । প্রতি বর্গমিটার ৭.২৫ টাকা দরে ঐ পথ বাধানাের খরচ কত ?

২৪। ২.৫ মিটার গভীর একটি বর্গাকৃতি খােলা চৌবাচ্চায় ২৮,৯০০ লিটার পানি ধরে। এর ভিতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গমিটার ১২.৫০ টাকা হিসাবে মােট কত খরচ হবে ?

২৫। একটি ঘরের মেঝে ২৬ মি. লম্বা ও ২০ মি. চওড়া । ৪ মি. লম্বা ও ২.৫ মি. চওড়া কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে ? প্রতিটি মাদুরের দাম ২৭.৫০ টাকা হলে, মােট খরচ কত হবে ?

২৬। একটি বইয়ের দৈর্ঘ্য ২৫ সে. মি. ও প্রস্থ ১৮ সে. মি.। বইটির পৃষ্ঠাসংখ্যা ২০০ এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব ০.১ মি. মি. হলে, বইটির আয়তন নির্ণয় কর।
২৭। একটি পুকুরের দৈর্ঘ্য ৩২ মিটার, প্রস্থ ২০ মিটার এবং পুকুরের পানির গভীরতা ৩ মিটার। একটি মেশিন দ্বারা পুকুরটি পানিশূন্য করা হচ্ছে যা প্রতি সেকেন্ডে ০.১ ঘনমিটার পানি সেচতে পারে । পুকুরটি পানিশূন্য করতে কত সময় লাগবে ?
২৮। ৩ মিটার দৈর্ঘ্য, ২ মিটার প্রস্থ ও ১ মিটার উচ্চতাবিশিষ্ট একটি খালি চৌবাচ্চায় ৫০ সে.মি. বাহুবিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক রাখা আছে। চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলে, পানির গভীরতা কত হবে ?




সম্পূর্ণ সমাধান হ্যান্ডনোট আকারে পেতে নিচের বাটনটিতে ক্লিক কর========>


ডাউনলোড করতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের মতামত জানাতে ভুলবেনা কিন্তু। পর্যায়ক্রমে সব অধ্যায়ের হ্যান্ডনোট আমরা দিবো। তোমরা আমাদের সাথেই থেকো আর সবাইকে শেয়ার করে জানিয়ে দিও।
আজ পরিমাপ অধ্যায় এখানেই শেষ করছি।অন্যান্য অধ্যায়গুলো পেতে আমাদের আগের পোস্টগুলো দেখো।
এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন সমাধান শীঘ্রই আসতেছে। গুরুত্বপূর্ণ আপডেটের জন্য ফেজবুক পেজ ফলো করে রাখো।
আমাদের এই প্রচেষ্টা সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জন্য। তোমরা সামান্যটুকু উপকৃত হলেও আমাদের চেষ্টা সার্থক বলে মনে হবে।


Tags: পরিমাপ, পরিমাপ অষ্টম শ্রেণি, পরিমাপ পদ্ধতি, পরিমাপ অংক, পরিমাপ ও একক, পরিমাপের, পরিমাপের একক, Measurement, পরিমাপ অধ্যায় সমাধান, পরিমাপ ৮ম শেণী, সৃজনশীল সমাধান



Post a Comment

Previous Post Next Post