দেশ সেরা গান ও গীতিকার। চাকরি পরীক্ষার জন্য। For B.C.S, Primary and other Job.

 

দেশাত্ববোধক গান, দেশের গান, সেরা দেশাত্ববোধক গান, স্বাধীনতার গান, মুক্তিযুদ্ধের গান, ভাষা আন্দোলনের গান, গোবিন্দ হালদার, মাজহারুল আনোয়ার, আব্দুল লতিফ, লালন শাহ, হাসন রাজা, আব্দুল করিম

বাংলাদেশের জনপ্রিয় গান ও গীতিকার। সব একসাথে


আজকে আলোচনা করব, বাংলাদেশের উল্লেখযোগ্য গানগুলোর, কে কোন গানগুলোর গীতিকার উনাদের নিয়ে। তো চলুন শুরু করা যাক।

 

 গোবিন্দ হালদার

১. এক সাগর রক্তের বিনিময়ে------

২. মোরা একটি ফুলকে বাঁচাবো বলে-------

৩. পূর্ব দিগন্তে সূর্য উঠেছে-------


নজরুল ইসলাম বাবু

সব কটা জানালা খুলে দাও না---------


গাজী মাজহারুল আনোয়ার

১. জয় বাংলা বাংলার জয়-----

২. একবার যেতে দে না আমার------

কাজী নজরুল ইসলাম

১. কারার ঐ লৌহকপাট-------

২. রমজানের ওই রোজার শেষে এল খুশির ইদ


আব্দুল লতিফ

১. ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চাই-----

২. সোনা সোনা সোনা লোকে বলে সোনা ------


গৌরীপ্রসন্ন মজুমদার

শোন একটি মুজিবের থেকে --------


হাসান মতিউর রহমান

যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই--------


আবু জাফর

এই পদ্মা এই মেঘনা-------


সিকান্দার আবু জাফর

জনতার সংগ্রাম চলবেই------


লালন শাহ

১. খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়----

২. সময় গেলে সাধন হবেনা----

৩. আমার ঘরখানায় কে বিরাজ করে-----

৪. পারে লইয়া যাও আমায়------

৫. কেই মালা কেউ তসবি গলায় ------

৬. মিলন হবে কত দিনে-----

৭. আমার ঘরের চাবি পরের হাতে-----

৮. তিন পাগলে হলো মেলা----

৯. ধন্য ধন্য বলি তারে------


হাসন রাজা

১. লোকে বলে, বলেরে ঘরবাড়ী ভালা নাই আমার-----

২. সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইলো-----

৩. মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়ারে------

৪. আখি মুঞ্জিয়া দেখ রূপরে-----


পাগলা কানাই

১. কর এই আকবরের কাম------

২. গেলো দিন শুন মুসলমান মুমিন----

৩. সালাম সালাম রাখি দেশের পায়-------


শাহ আব্দুল করিম

১. গাড়ী চলে না চলে না রে-----

২. আগে কি সুন্দর দনি কাটাইতাম----

৩. কোন মিস্ত্রি নাও বানাইছে------

৪. তোমরা কুঞ্জ সাজাও গো------

৫. আমি কুলহারা কলঙ্কিনি----



রবীন্দ্রনাথ ঠাকুর

১. আমার সোনার বাংলা------

২. বাংলার মাটি বাংলার জল-----

৩. পড়বেনা মোর পায়ের চিহ্ন এই বাটে------


শেখ ওয়াহিদ

প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে------


মাহদুজ্জামান বাবু

১. আমি বাংলায় গান গাই----


আব্দুল আলীম

১. এই যে দুনিয়া কসেরও লাগিয়া------

২. সর্বনাশা পদ্মা নদী তোর কাছে------

৩. হলুদিয়া পাখি, সোনার ও বরন----

৪. নাইয়ারে নায়ের বাদাম তুইলা-----


কবির সুমন

একুশে ফেব্রুয়ারি--------


আহমেদ ইমতিয়াজ বুলবুল

একাত্তরের মা জননী--------


আজ এ পর্যন্তই। পোস্টটি অবশ্যই শেয়ার করবেন। সাথে আপনাদের সুন্দর মতামত জানাতে ভুলবেননা। কি বিষয়ে জানার আছে তা আমাদের জানাতে পারেন।

Post a Comment

Previous Post Next Post