Primary Full Model Test 1- প্রাইমারি জব প্রস্তুতি। সম্পূর্ণ মডেল টেস্ট ১

 


Primary Analysis Model Test-1

full model test with solution

প্রাইমারির পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ মডেল টেস্ট। পর্যায়ক্রমে ৩০-৪০ টি মডেল টেস্ট আপলোড করা হবে।

সবগুলো পেতে আশা করব আমাদের সাথেই থাকবেন। 

কিছু নমুনা প্রশ্ন দেখে নেওয়া যাক।


Ø  প্রাতরাশ'-এর সন্ধি

  প্রাতঃ+আশ

Ø  যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি। প্রকৃতিগত অবস্থা বুঝায়, তাকে বলা হয়--

ক্রিয়াবিশেষণ

Ø  আমার সন্তান যেন থাকে দুধেভাতে' - প্রার্থনাটি করেছে—

 ঈশ্বরী পাটনী

Ø  হ্ম’-এর বিশিষ্ট রূপ

+

Ø  রামগরুড়ের ছানা' কথাটির অর্থ

গোমড়ামুখো লোক

Ø  Someone who attempts to be united with God! through prayer?

Mystic

Ø  বামেতরশব্দটির অর্থ

ডান

Ø  প্রথম বাংলা থিসরাস' (সমার্থক শব্দ) অভিধান সংকলন করেছেন

অশোক মুখোপাধ্যায়

Ø  ডেকে ডেকে হয়রান হয়েছিএখানে ডেকে ডেকে দ্বিরুক্তিটি কোন অর্থ নির্দেশ করে?

পৌনঃপুনিকতা

Ø  যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়

নিত্য সমাস

Ø  চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?

মনসামঙ্গল

সবগুলো একসাথে পেতে নিচের ফাইলটি ডাউনলোড করে নাও।

Download Here

Download Now



Post a Comment

Previous Post Next Post