ব্যাকরণ। ১৯ টি গুরুত্ত্বপূর্ণ প্রশ্ন। সকল পরীক্ষার জন্য। একনজরে দেখে নিন। poralikha24

 

বাংলা ব্যাকরন, ব্যাকরণ, ব্যাকরণ প্রশ্ন, সুনীতি কুমার, মোহাম্মদ শহীদুল্লাহ, bcs, job preparation


ব্যাকরণ। ১৯ টি গুরুত্ত্বর্ণ প্রশ্ন। সকল পরীক্ষার জন্য।



১. ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তি কোনটি?

     বি+আ+rootকৃ+অন

২. ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কি?

      বিশেষভাবে বিশ্লেষণ

৩. ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে?

     ভাষাকে বর্ণনা করে।

৪. পাণিনি কে ছিলেন?

      বৈয়াকরণিক

৫. বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে?

      মনোএল দ্য আসসুম্পসাঁও

৬. কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ?

      A Grammar of the Bengali Language

৭. বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?

     এন. বি. হ্যালহেড

৮. কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?

      হ্যালহেড

৯. রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি?

     গৌড়ীয় ব্যাকরণ

১০. প্রথম কোন বাঙ্গালী বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন?

     রাজা রামমোহন রায়

১১. ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন?

      সুনীতিকুমার চট্টোপাধ্যায়

১২. The Origin and Development of the Bengali Language রচনা করেছেন?

      সুনীতিকুমার চট্টোপাধ্যায়

১৩. ব্যাকরণ মঞ্জরী কার লেখা?

      ড. মুহাম্মদ এনামুল হক

১৪. প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন...

       মুহাম্মদ হাবিবুর রহমান


ব্যাকরণ। ১৯ টি গুরুত্ত্বর্ণ প্রশ্ন

১৫. বাংলা একাডেমী সংক্ষিপ্ত বাংলা অভিধান ্র সম্পাদক কে?

      আহমদ শরীফ

১৬. বাংলা একাডেমী ইংরেজী-বাংলা অভিধানের প্রধান সম্পাদক কে?

       জিল্লুর রহমান সিদ্দিকী

১৭. বঙ্গীয় শব্দকোষ এর প্রণেতা কে?

       হরিচরণ বন্দোপাধ্যায়

১৮. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি>?

       ব্যাকরণ কৌমুদী

১৯. বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন কে?

      রামচন্দ্র বিদ্যাবাগশী


ব্যাকরণ।

Post a Comment

Previous Post Next Post