বাংলা ভাষারীতি ও বিরাম বা যতি চিহ্ন। ৫০ টি গুরুত্ত্বপূর্ণ প্রশ্ন সমাধান। Bangla vasha riti। poralikha24

 

বাংলা ভাষারীতি,ভাষারীতি: বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ,বাংলা ব্যাকরণ,বাংলা ভাষার রীতি ও বিভাজন,ভাষারীতি, বিরাম চিহ্ন,যতি চিহ্ন,বিরাম চিহ্ন মনে রাখার কৌশল,বিরাম চিহ্নের ব্যবহার,যতি চিহ্নের ব্যবহার


বাংলা ভাষারীতি ও বিরাম বা যতি চিহ্ন

বাংলা ভাষারীতি ও বিরাম বা যতি চিহ্ন। ৫০ টি গুরুত্ত্বপূর্ণ প্রশ্ন সমাধান

প্রশ্ন-১. যতি বা ছেদ চিহ্ন কয়টি ?

  • ১১টি
  • ১০টি
  • ১৩টি
  • ৮টি

১১টি

প্রশ্ন-২. পাণিনি কে ছিলেন ?

  • ভাষাবিদ
  • ঋগ্বেদবিদ
  • বৈয়াকরণিক
  • ঔপন্যাসিক

বৈয়াকরণিক

প্রশ্ন-৩. ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল--- ?

  • বিশেষ ভাবে সাধু ও চলিত রীতির বিশ্লেষণ
  • শব্দতত্ত্ব ও বাক্যতত্ত্বের বিশ্লেষণ
  • কয়েকটি সূত্রের বিশ্লেষণ
  • বিশেষভাবে বিশ্লেষণ

বিশেষভাবে বিশ্লেষণ

প্রশ্ন-৪. পর্তুগিজ 'আনানস' বাংলায় হয়েছে 'আনারস'। এটি কোন ধরনের পরিবর্তন ?

  • ধ্বনিতাত্ত্বিক
  • অর্থগত
  • বৈসাদৃশ্য
  • সাদৃশ্যগত

ধ্বনিতাত্ত্বিক

প্রশ্ন-৫. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে ?

  • মাগধী প্রাকৃত
  • অর্ধ মাগধী প্রাকৃত
  • মহারাষ্ট্রীয় প্রাকৃত
  • গৌড়ীয় প্রাকৃত

গৌড়ীয় প্রাকৃত


প্রশ্ন-৬. প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি ?

  • কমা
  • ড্যাশ
  • সেমিকোলন
  • প্রশ্নচিহ্ন

প্রশ্নচিহ্ন

প্রশ্ন-৭. বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয় ?

  • ১৭৩৪ সালে
  • ১৭৪২ সালে
  • ১৭৪৩ সালে
  • ১৭৫০ সালে

১৭৪৩ সালে

প্রশ্ন-৮. উইলিয়াম কেরি রচিত ব্যাকরণের নাম কি ?

  • A Grammar of the Bengal Language
  • A Grammar of the English Language
  • A Grammar of the Bengal Language
  • A Grammar of the Bengal and English Language

A Grammar of the Bengal Language

প্রশ্ন-৯. ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয় না-- ?

  • কথার বিস্তারে
  • নাটকের সংলাপের আগে
  • সম্বোধন বোঝাতে
  • অসম্পূর্ণ বাক্যের শেষে

সম্বোধন বোঝাতে

প্রশ্ন-১০. "বঙ্গ-কামরূপী" থেকে সৃষ্ট একটি ভাষা বাংলা, অপর ভাষা কোনটি ?

  • ব্রজবুলি
  • উড়িয়া
  • অসমিয়া
  • হিন্দি

অসমিয়া

প্রশ্ন-১১. কোনগুলো দেশী শব্দ ?

  • হস্ত, মস্তক
  • খোকা, চাঁপা
  • গিন্নী, গতর
  • চাঁদ ভাত

খোকা, চাঁপা


প্রশ্ন-১২. বাংলা ভাষায় শব্দের শ্রেণীবিভাগ কয় প্রকার ?

  • ২ প্রকার
  • ৩ প্রকার
  • ৪ প্রকার
  • ৫ প্রকার

৩ প্রকার

প্রশ্ন-১৩. দাড়ি (পূর্ণচ্ছেদ) এ কত সময় থামতে হয় ?

  • এক মিনিট
  • এক উচ্চারণে যে সময় লাগে
  • থামার প্রয়োজন নেই
  • এক সেকেন্ড

এক সেকেন্ড

প্রশ্ন-১৪. নিচের কোনটি যৌগরূঢ় শব্দ ?

  • পঙ্কজ
  • সন্দেশ
  • প্রবীণ
  • কোনটিই নয়

পঙ্কজ

প্রশ্ন-১৫. দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসবে ?

  • কমা
  • হাইফেন
  • কোলন
  • সেমিকোলন

সেমিকোলন



প্রশ্ন-১৬. সর্বস্তরে বাংলা ভাষা চালু করার লক্ষ্যে 'বাংলা ভাষা প্রচলন আইন' জারি হয়-- ?

  • ১৯৯০ সালে
  • ১৯৮৭ সালে
  • ১৯৮৫ সালে
  • ১৯৭৫ সালে

১৯৮৭ সালে

প্রশ্ন-১৭. বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি ?

  • শব্দ
  • বর্ণ
  • ধ্বনি
  • চিহ্ন

শব্দ


প্রশ্ন-১৮. সমার্থক ও বিপরীতার্থক শব্দের মধ্যে কোন চিহ্ন বসে ?

  • হাইফেন
  • কোলন
  • কোলন ড্যাশ
  • ড্যাশ

কোলন

প্রশ্ন-১৯. গঠন অনুসারে শব্দ কয় প্রকার ?

  • ৫ প্রকার
  • ৪ প্রকার
  • ৩ প্রকার
  • ২ প্রকার

২ প্রকার

প্রশ্ন-২০. বাংলা ভাষায় অর্ধ-তৎসম শব্দগুলো এসেছে কোন ভাষার শব্দযোগে গঠিত ?

  • ল্যাটিন
  • পর্তুগিজ
  • ফারসি
  • সংস্কৃত

সংস্কৃত

প্রশ্ন-২১. রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কী ?

  • মাগধীয় ব্যাকরণ
  • গৌড়ীয় ব্যাকরণ
  • মাতৃভাষা ব্যাকরণ
  • ভাষা ও ব্যাকরণ

গৌড়ীয় ব্যাকরণ

প্রশ্ন-২২. কোন যতিচিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয় ?

  • উদ্ধরণ
  • দাঁড়ি
  • সেমিকোলন
  • কমা

দাঁড়ি

প্রশ্ন-২৩. চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য ?

  • তৎসম শব্দবহুল
  • পরিবর্তনশীল
  • কৃতিম
  • গুরুগম্ভীর

পরিবর্তনশীল

প্রশ্ন-২৪. ভাষার কোন রীতি কৃত্রিমতা বর্জিত ?

  • চলিত রীতি
  • সাধু রীতি
  • কথ্যরীতি
  • কোনটাই নয়

চলিত রীতি

প্রশ্ন-২৫. ‘কাঁচি’ কোন ধরনের শব্দ ?

  • আরবি
  • ফারসি
  • হিন্দি
  • তুর্কি

তুর্কি

প্রশ্ন-২৬. এক কথার সাথে অন্য কথার, এক বাক্যের সাথে অন্য বাক্যের অবিচ্ছেদ্য সম্পর্ক থাকলে যে চিহ্ন হয়, তার নাম কি ?

  • সেমিকোলন
  • কোলন
  • ড্যাশ
  • হাইফেন

ড্যাশ

প্রশ্ন-২৭. ‘দারোগা’ কোন ধরনের শব্দ ?

  • পর্তুগীজ
  • ফারসি
  • ইংরেজি
  • তুর্কি

তুর্কি

প্রশ্ন-২৮. নিচের কোনটি মিশ্র শব্দ ?

  • শাকসবজি
  • হেড-মাস্টার
  • হাট-বাজার
  • বেতার

হাট-বাজার

প্রশ্ন-২৯. 'জান্নাত ও বেহেশত' শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে ?

  • ফারসি
  • জাপানি
  • ওলন্দাজ
  • পর্তুগিজ

ফারসি

প্রশ্ন-৩০. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম ?

  • বঙ্গকামরূপী
  • সংস্কৃতি
  • হিন্দি
  • উড়িয়া

বঙ্গকামরূপী

প্রশ্ন-৩১. কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় ?

  • কথ্য ভাষায়
  • সাধু ভাষায়
  • আঞ্চলিক ভাষায়
  • চলিত ভাষায়

সাধু ভাষায়

প্রশ্ন-৩২. কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয় ?

  • রূপতত্ত্ব
  • ধ্বনিতত্ত্ব
  • ভাষাতত্ত্ব
  • বাক্যতত্ত্ব

ভাষাতত্ত্ব

প্রশ্ন-৩৩. বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে ?

  • গঙ্গাকিশোর ভট্টাচার্য
  • পঞ্চানন কর্মকার
  • চার্লস উইলকন্স
  • গৌর দাস

চার্লস উইলকন্স

প্রশ্ন-৩৪. ইন্দো-ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি ?

  • বাংলা
  • ইংরেজি
  • ফরাসি
  • উর্দু

বাংলা

প্রশ্ন-৩৫. ‘খ্রিস্টাব্দ’ হচ্ছে- ?

  • তৎসম শব্দ
  • মিশ্র শব্দ
  • অর্ধ-তৎসম শব্দ
  • বিদেশি শব্দ

মিশ্র শব্দ


প্রশ্ন-৩৬. লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে ?

  • সাংস্কৃতিকচিহ্ন
  • বিভাজনচিহ্ন
  • বিরামচিহ্ন
  • বিশ্রামচিহ্ন

বিরামচিহ্ন

প্রশ্ন-৩৭. প্রথম বন্ধনী সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয় ?

  • বর্ণনামূলক অর্থে
  • প্রশ্নবোধক অর্থে
  • বিরতি অর্থে
  • ব্যাখ্যামূলক অর্থে

ব্যাখ্যামূলক অর্থে

প্রশ্ন-৩৮. সন্ধি ব্যকরণের কোন অংশে আলোচিত হয় ?

  • ধ্বনিতত্ত্বে
  • শব্দতত্ত্বে
  • রূপাতত্ত্ব
  • অর্থতত্ত্বে

ধ্বনিতত্ত্বে

প্রশ্ন-৩৯. ‘কুলি’ শব্দটি কোন ভাষা থেকে আগত ?

  • বাংলা
  • আরবী
  • ফার্সী
  • তুর্কি

তুর্কি


প্রশ্ন-৪০. কোন প্রখ্যাত ইংরেজ পন্ডিত ইংরেজিতে বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন ?

  • পি আচার্য
  • ব্রাসি হালহেড
  • পি জে হার্টজ
  • ডব্লিউ গ্রেস

.ব্রাসি হালহেড

প্রশ্ন-৪১. কোনটি মিশ্র শব্দ ?

  • চা-চিনি
  • চৌহদ্দি
  • নামাজ-রোজা
  • স্কুল-কলেজ

চৌহদ্দি

প্রশ্ন-৪২. দেশী ও তৎসম শব্দের মিশ্রণকে কি বলে ?

  • বাহুল্য দোষ
  • গুরুচণ্ডালী দোষ
  • দুর্বোধ্যতা
  • উপমার ভুল প্রয়োগ

গুরুচণ্ডালী দোষ

প্রশ্ন-৪৩. এক বা একাধিক বর্ণ মিলে কোন অর্থ প্রকাশ করলে তাকে কি বলে ?

  • পদ
  • শব্দ
  • ধাতু
  • প্রকৃতি

শব্দ

প্রশ্ন-৪৪. বাক্যে দৃষ্টান্ত প্রয়োগের জন্য কোন চিহ্ন বসে ?

  • কোলন
  • হাইফেন
  • কমা
  • অর্ধচ্ছেদ

কোলন

প্রশ্ন-৪৫. কোন দুটি শব্দ যৌগিক শব্দ ?

  • ঢাকা, গোলাপ
  • রাজপুত, সহযাত্রা
  • গায়ক, বাবুয়ানা
  • হস্তী, বাঁশি

গায়ক, বাবুয়ানা

প্রশ্ন-৪৬. হেডমৌলভী' কোন কোন ভাষার শব্দযোগে গঠিত ?

  • ইংরেজি + পর্তুগিজ
  • তুর্কি + আরবি
  • ইংরেজি + আরবি
  • ইংরেজি + ফার্সি

ইংরেজি + ফার্সি

প্রশ্ন-৪৭. বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে ?

  • মিশ্রভাষা
  • উপভাষা
  • সাধু ভাষা
  • চলিত ভাষা

উপভাষা

প্রশ্ন-৪৮. কোন ধরনের শব্দে কখনোই মূর্ধন্য-ণ হবে না ?

  • তৎসম
  • বিদেশী
  • তদ্ভব
  • আঞ্চলিক

বিদেশী

প্রশ্ন-৪৯. 'আলমারি' 'চাবি' শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে ?

  • আরবি
  • ফারসি
  • পর্তুগিজ
  • গুজরাটি

পর্তুগিজ

প্রশ্ন-৫০. একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে ?

  • হাইফেন
  • সেমিকোলন
  • ড্যাশ
  • কমা

সেমিকোলন

বাংলা ভাষারীতি ও বিরাম বা যতি চিহ্ন



বিরাম চিহ্ন,যতি চিহ্ন,বিরাম চিহ্ন মনে রাখার কৌশল,বিরাম চিহ্নের ব্যবহার,যতি চিহ্নের ব্যবহার,বিরাম চিহ্ন কাকে বলে,যতি বা ছেদ চিহ্নের ব্যবহার,বিরাম চিহ্ন কী,বিরাম চিহ্ন কি,বিরতি চিহ্ন,ছেদ চিহ্ন,বিরাম চিহ্ন ব্যবহার,বিরাম,বিৰাম চিহ্ন,বিরাম চিহ্ন ব্যবহারের নিয়ম,বিরাম চিহ্ন : মনে রাখার টেকনিক,ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার,যতি বা ছেদ চিহ্ন,বিরাম চিহ্নের প্রয়োজনীয়তা,বাংলা যতি চিহ্ন,| বিরাম চিহ্ন,আরবি যতি চিহ্ন,যতি চিহ্ন কী,বিরাম চিহ্ন কয়টি,যতি, বাংলা ভাষারীতি,ভাষারীতি: বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ,বাংলা ব্যাকরণ,বাংলা ভাষার রীতি ও বিভাজন,ভাষারীতি, বিরাম চিহ্ন,যতি চিহ্ন,বিরাম চিহ্ন মনে রাখার কৌশল,বিরাম চিহ্নের ব্যবহার,যতি চিহ্নের ব্যবহার

Post a Comment

Previous Post Next Post