প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -২০১৯ (Preli Primary)। কোড : ৫১২৪ । 28 June 2019

 

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান, primary job preparation, primary teacher exam preparation, primary job, primary question bank, primary question solved



প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -২০১৯

কোড : ৫১২৪




প্রশ্ন-১. a+(1/a)=4 হয়, তাহলে a^2+(1/a^2)= কত ?

  • 9
  • 12
  • 14
  • 16

14

প্রশ্ন- ২. What is the plural form of ‘this’? ?

  • they
  • these
  • those
  • its

these, ব্যাখ্যা: This এর plural form হলো- these আবার, that এর plural form হলো those, It এর plural form হলো its.

প্রশ্ন-৩. কোনটি বহুব্রীহি সমাসে নিষ্পন্ন? ?

  • বীনাপাণি
  • চুলাচুলি
  • সিংহাসন
  • চৌরাস্তা

বীনাপাণি, ব্যাখ্যা: সে সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো অর্থ প্রাধান্য পায়, তাকে বহুব্রীহি সমাস বলে । যেমন– বীনাপাণি, চুলাচুলি, আশীবিষ, নীলকণ্ঠ প্রভৃতি।

প্রশ্ন- ৪. একটি রম্বসের একটি কর্ণ 10 মিটার এবং ক্ষেত্রফল 120 বর্গমিটার হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত মিটার? ?

  • 24 মিটার
  • 26 মিটার
  • 20 মিটার
  • 22 মিটার

24 মিটার


প্রশ্ন-৫. (x^2)^(1/2) ?

  • ±x
  • x^2
  • x
  • -x

±x

ব্যাখ্যা:

প্রশ্ন-৬. বক্তার প্রত্যক্ষ উক্তিকে অন্তর্ভুক্ত করার জন্য কোন বিরামচিহ্ন বসে?

  • হাইফেন
  • সেমিকোলন
  • কোলন
  • উদ্ধরণ চিহ্ন

উদ্ধরণ চিহ্ন

ব্যাখ্যা: বক্তার প্রত্যক্ষ উক্তিকে উদ্ধরণ চিহ্নের (“ ”) মাধ্যমে অন্তর্ভুক্ত করতে হয়। যেমন- শিক্ষক বললেন, “গতকাল তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে”।



প্রশ্ন-৭. বিশ্বের প্রথম কম্পিউটারের নাম হলো- ?

  • IBM
  • MICROSOFT
  • ENIAC
  • MACINTOSH

ENIAC

ব্যাখ্যা: বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার হলো ENIAC-যার পূর্ণরূপ হল Electronic Numerical Integrator and Computer. ENIAC কম্পিউটারে ১৮০০ ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হয়েছে। এটি ২০ × ৪০ ফুট মাপের জায়গা জুড়ে স্থাপন করা হয়েছিল। এ কম্পিউটারটি প্রতি সেকেন্ডে ৫০০০ যোগ ও ৩০০ গুণের কাজ করতে পারতো।

প্রশ্ন-৮. তিনটি ঘণ্টা একত্রে বাজার পর তারা ২ ঘণ্টা, ৩ ঘণ্টা ও ৪ ঘণ্টা পরপর বাজতে থাকল। ১ দিনে তারা কতবার একত্রে বাজবে ?

ব্যাখ্যা:

প্রশ্ন-৯. ধ্বনি উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কী বলে ?

  • বাগযন্ত্র
  • স্বরযন্ত্র
  • শ্বাসনালি
  • গলনালি

বাগযন্ত্র

ব্যাখ্যা: ধ্বনি উচ্চারণের জন্য মানব শরীরের যে প্রত্যঙ্গ-গুলো ব্যবহৃত হয়: ঠোঁট, দাঁতের পাটি, দন্তমূল, অগ্র দন্তমূল, অগ্রতালু, শক্ত তালু, পশ্চাৎতালু, নরম তালু, মূর্ধা, আলজিভ, জিহবাগ্র, সম্মুখ জিহবা, পশ্চাদজিহবা, জিহবামূল, নাসা-গহবর, স্বর-পল্লব, স্বরতন্ত্রী, ফুসফুস।

প্রশ্ন-১০. কোন বানানটি শুদ্ধ ?

  • Decentry
  • Dysentery
  • Disentery
  • Dysentry

Dysentery

ব্যাখ্যা: Dysentery বানানটি শুদ্ধ যার অর্থ আমাশয় রোগ।

প্রশ্ন-১১. ‘ঝিনুক থেকে মুক্তা মেলে’– এখানে ‘ঝিনুক’ কোন কারক ?

  • অপাদান কারক
  • অধিকরণ কারক
  • সম্প্রদান কারক
  • কর্ম কারক

অপাদান কারক

ব্যাখ্যা: যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দুরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।

প্রশ্ন-১২. {a^3}-21a-20 রাশিটির একটি উৎপাদক হবে নিচের কোনটি?

  • a+1
  • a-1
  • a+2
  • a-2

a+1

ব্যাখ্যা:

প্রশ্ন-১৩. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ১৮ কি.মি. ও ৬ কি.মি। নদীপথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে – ?

  • ৬ ঘণ্টা
  • ৬ ঘণ্টা
  • ১০ ঘণ্টা
  • ৫ ঘণ্টা

৬ ঘণ্টা

ব্যাখ্যা:

প্রশ্ন-১৪. The ministers arrived –– a decision last night.

  • in
  • to
  • on
  • at

at

ব্যাখ্যা: Arrive at – কোন সীদ্ধান্তে উপনীত হওয়া। Arrive in – কোন স্থানে উপনীত হওয়া। Arrive to – কোন কাজে উপস্থিত হওয়া। Arrive on – কোন দৃশ্যে উপনীত হওয়া।

প্রশ্ন-১৫. একটি সংখ্যা ৭৪২ থেকে যত বড়ো, ৮৩০ থেকে তত ছোট, সংখ্যাটি কত ?

  • ৭৮৬
  • ৭৮৫
  • ৭৮৮
  • ৭৮৭

৭৮৬

ব্যাখ্যা:

প্রশ্ন-১৬. কোন দেশের অধিবাসীরা ডাচ নামে পরিচিত ?

  • স্পেন
  • নেদারল্যান্ডস
  • হাঙ্গেরি
  • পর্তুগাল

নেদারল্যান্ডস

ব্যাখ্যা:

প্রশ্ন- ১৭. CONSTITUTION: PREAMBLE ?

  • Legislation : Assembly
  • Book : Preface
  • Prelude : Overture
  • Opera : Musuce

Book : Preface

ব্যাখ্যা: Constitution বা সংবিধানে Preamble অর্থাৎ প্রস্তাবনা থাকে। আর Book-এ preface (ভূমিকা/মুখবন্ধ) থাকে।

প্রশ্ন-১৮. ‘Obese’ means: ?

  • Tardy
  • Obnoxious
  • Very fat
  • Ugly

Very fat

ব্যাখ্যা: Obese অর্থ মোটা, স্থূলকায়, মাংসল যার English meaning হলো overweight, corpulent, fleshy, stout প্রভৃতি।

প্রশ্ন-১৯. Choose the correct sentence: ?

  • We were discussing totally about the matter
  • We were discussing about the matter.
  • We were discussing about the whole matter.
  • We were discussing the matter.

We were discussing the matter.

ব্যাখ্যা: Discuss, emphasise, meet, resemble, enter, lack প্রভৃতি verb -এর পর সাধারণত preposition ছাড়াই সরাসরি object বসে।

প্রশ্ন-১৯. একই হার মুনাফায় কোন আসল ৬ বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে, কত বছরে তা মুনাফা-আসলে তিনগুণ হবে? ?

  • ১৩ বছর
  • ১৪ বছর
  • ১০ বছর
  • ১২ বছর

১২ বছর

ব্যাখ্যা:

প্রশ্ন-২১. একটি সরলরেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে? ?

  • ৯০
  • ১২০
  • ১১৬
  • ১৮০

১৮০

ব্যাখ্যা:

প্রশ্ন-২২. What kind of noun is ‘Girl’ ?

  • Proper
  • Common
  • Collective
  • Material

ব্যাখ্যা:

প্রশ্ন-২৩. “আবার আসিব ফিরে” কবিতাটি জীবনানন্দ দাশ এর কোন কাব্যগ্রন্হ থেকে নেওয়া হয়েছে ?

  • ধূসর পাণ্ডলিপি
  • রূপসী বাংলা
  • ঝরা পালক
  • বনলতা সেন

রূপসী বাংলা

ব্যাখ্যা: ‘আবার আসিব ফিরে’ বিখ্যাত কবিতাটি জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলা’ কাব্যভুক্ত। ‘নির্জন স্বাক্ষর’ নামে একটি বিখ্যাত কবিতা ধূসর পাণ্ডলিপি কাব্যগ্রন্থের অন্তর্গত।

প্রশ্ন-২৪. কোনটি Collective noun??

  • Books
  • Library
  • Month
  • Boy

Library

ব্যাখ্যা: Collective Noun: যে Noun একজাতীয় কতকগুলো ব্যক্তি বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বুঝায়, তাকে Collective Noun বলে। যেমন : Army, Team, Library ইত্যাদি

প্রশ্ন-২৫.He has done no wrong. The underlined word is a/an– ?

  • pronoun
  • adverb
  • adjective
  • noun

noun

ব্যাখ্যা: He has done no wrong (সে অন্যায় করেনি)। এই বাক্যে wrong অর্থ ভুল, যা noun রূপে ব্যবহৃত হয়েছে।

প্রশ্ন-২৬. এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ৬০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। ২য় বছর শেষে ঐ ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন ?

  • ৭২৭
  • ৭৩০
  • ৭২৫
  • ৭২৬

৭২৬

ব্যাখ্যা:


প্রশ্ন-২৭. We need to buy some new – ?

  • furniture
  • furnisher
  • furnitures
  • furnishers

furniture

ব্যাখ্যা:

প্রশ্ন-২৮. উইন্ডমিলের সাহয্যে কী উৎপাদন করা হয় ?

  • তেল
  • প্রাকৃতিক গ্যাস
  • বায়ু
  • বিদ্যুৎ

বিদ্যুৎ

ব্যাখ্যা:

প্রশ্ন-২৯. I wish you – the problem. ?

  • have solved
  • shall solved
  • could solve
  • can solve

could solve

ব্যাখ্যা:

প্রশ্ন-৩০. ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন ?

  • নবাব হাফিজুর রহমান
  • নবাব আব্দুল গণি
  • নবাব আব্দুল লতিফ
  • নবাব কুতুব উদ্দিন

নবাব আব্দুল গণি

ব্যাখ্যা:

প্রশ্ন-৩১. কোন বানানটি শুদ্ধ ?

  • মরীচীকা
  • মরিচিকা
  • মরিচীকা
  • মরিচীকা

মরিচীকা

ব্যাখ্যা: কতিপয় গুরুত্বপূর্ণ বানান: মন্বন্তর, মোহ্যমান, মুহূর্ত, মুমূর্ষু, ম্রিয়মাণ, মুহুর্মুহু, মহত্ত্ব, মাহাত্ম্য, মূষিক।

প্রশ্ন-৩২. কোন বানানটি শুদ্ধ ?

  • Personnel
  • Personale
  • Parsonnel
  • Personel

Personnel

ব্যাখ্যা:

প্রশ্ন-৩৩. The word ‘Stagflation’ means– ?

  • a disintegrating government
  • cultural dullness
  • controlled prices
  • economic slow down

economic slow down

ব্যাখ্যা: Stagflation অর্থ অর্থনৈতিক মন্দা। এর synonym হলো financial depression, recession প্রভৃতি।

প্রশ্ন-৩৪. কোনটি ‘মেঘ’ শব্দের প্রতিশব্দ নয় ?

  • জীমূত
  • অন্তরীক্ষ
  • বারিদ
  • জলদ

অন্তরীক্ষ

ব্যাখ্যা: ‘মেঘ’ শব্দের প্রতিশব্দ: জীমূত, বারিদ, জলদ। অপরদিকে ‘অন্তরীক্ষ’ শব্দের প্রতিশব্দ: আকাশ, গগন, আসমান।



প্রশ্ন-৩৫. ‘লোকটি যদিও ধনী, তবুও সে কৃপণ’ কোন ধরনের বাক্য? ?

  • যৌগিক
  • সরল
  • জটিল
  • খণ্ড

জটিল

ব্যাখ্যা:

প্রশ্ন-৩৬. কোনটি শুদ্ধ বাক্য ?

  • চন্দ্র সূর্যগ্রহণ অপেক্ষা বিস্ময়কর ঘটনা
  • চন্দ্র ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা
  • চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা
  • চন্দ্র অপেক্ষা সূর্যগ্রহণ বিস্ময়কর ঘটনা

চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা

ব্যাখ্যা:

প্রশ্ন-৩৭. বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে– ?

  • ২০০১ সালে
  • ২০০২ সালে
  • ১৯৯৯ সালে
  • ২০০০ সালে

২০০০ সালে

ব্যাখ্যা: ২০০০ সালের ২৬ জুন ১০ম দেশ হিসেবে টেস্ট মর্যাদা লাভ করে।

প্রশ্ন-৩৮. তার হাতের লেখা খুব ভালো- এখানে ‘খুব’ কী পদ? ?

  • বিশেষ্য
  • অব্যয়
  • বিশেষণ
  • ক্রিয়া

বিশেষণ

ব্যাখ্যা:

প্রশ্ন-৩৯. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? ?

  • ৩ : ৬
  • ৬ : ৫
  • ৪ : ৩
  • ৫ : ৩

৫ : ৩

ব্যাখ্যা:

প্রশ্ন-৪০. ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম– ?

  • ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ
  • সাঁওতাল বিদ্রোহ
  • নীল বিদ্রোহ
  • সিপাহি বিদ্রোহ

ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ

ব্যাখ্যা: ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ, যা শুরু হয়েছিল আঠারো শতকের শেষার্ধে (১৭৬০)।

প্রশ্ন-৪১. প্রচলিত শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত? ?

  • ই প্রত্যয়
  • ত প্রত্যয়
  • ঈয় প্রত্যয়
  • ইত প্রত্যয়

ইত প্রত্যয়

ব্যাখ্যা:

প্রশ্ন-৪২. কার্তিক ও অগ্রহায়ণ দুই মাস কী কাল? ?

  • শরৎকাল
  • শীতকাল
  • হেমন্তকাল
  • বসন্তকাল

হেমন্তকাল

ব্যাখ্যা:

প্রশ্ন-৪৩. কোন বাক্যটি শুদ্ধ? ?

  • Mr. Jamal is not in the committee.
  • Mr. Jamal is not in committee.
  • Mr. Jamal is not at the committee.
  • Mr. Jamal is not on the committee.

Mr. Jamal is not on the committee.

ব্যাখ্যা:

প্রশ্ন-৪৪. বাংলাদেশের কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়? ?

  • প্রথম ৪ চরণ
  • প্রথম ১০ চরণ
  • প্রথম ১৯ চরণ
  • প্রথম ১০ চরণ

প্রথম ৪ চরণ

ব্যাখ্যা: বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের প্রথম ৪ চরণ যন্ত্রসংগীত হিসেবে বাজানো হয়

প্রশ্ন-৪৫. অপটিক্যাল ফাইবার হলো- ?

  • কাচের গুঁড়া যা দিয়ে চশমা বানানো হয়।
  • প্লাস্টিকের সুতা যা দিয়ে লেন্স বানানো হয়।
  • সরু কাচতন্তু যা আলোক রশ্মি বহনের কাজে ব্যবহার হয়।
  • প্লাস্টিকের সুতা যা দিয়ে কম্পিউটার বানানো হয়

সরু কাচতন্তু যা আলোক রশ্মি বহনের কাজে ব্যবহার হয়।

ব্যাখ্যা:

প্রশ্ন-৪৬. ‘মেধাবী ছেলেকে তামার বিষে ধরায় সে এবার পরীক্ষায় ফেল করেছে’- এ বাক্যে ‘তামার বিষ’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?

  • খারাপ অভ্যাস
  • অহংকার
  • অর্থের কু-প্রভাব
  • অসৎ সঙ্গ

অর্থের কু-প্রভাব

ব্যাখ্যা:

প্রশ্ন-৪৭. ‘মৃন্ময়’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি ?

  • মৃৎ + ময়
  • মৃত + ময়
  • মৃন + ময়
  • ম্রত + ময়

মৃৎ + ময়

ব্যাখ্যা:

প্রশ্ন-৪৮. একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2 হলে সংখ্যাটি কত ?

  • 1
  • 2
  • 3
  • 4

1

ব্যাখ্যা:

প্রশ্ন-৪৯. দুটি সংখ্যার যোগফল ৮। যদি সংখ্যাগুলো ৩ : ১ অনুপাতে থাকে তবে সংখ্যাগুলোর গুণফল হবে- ?

  • ১৮
  • ১০
  • ১২
  • ১৫

১২

ব্যাখ্যা:

প্রশ্ন-৫০. Fifty kg –––– really a heavy weight to carry ?

  • is
  • were
  • are
  • was

is

ব্যাখ্যা:

প্রশ্ন-৫১. ‘দন্ত্য বর্ণ’ কোনগুলো? ?

  • ক, খ, গ, ঘ
  • প, অ, ব, ভ
  • ট, ঠ, ড, ঢ
  • ত, থ, দ,ধ

ত, থ, দ,ধ

ব্যাখ্যা:

প্রশ্ন-৫২. কোনটি অর্ধতৎসম শব্দ? ?

  • হস্তী
  • গেঞ্জী
  • গিন্নি
  • লুঙ্গি

গিন্নি

ব্যাখ্যা: গৃহিনী > গিন্নী, শ্রাদ্ধ > ছেরাদ্দ, জ্যোৎস্না > জ্যোছনা বৈষ্ণব > বোষ্টম, বিষ্ণু > বিষ্টু

প্রশ্ন-৫৩. এসিডের একটি ধর্ম হলো – ?

  • এরা নীল লিটমাসকে লাল করে
  • এরা নীল লিটমাসকে সাদা করে
  • এরা নীল লিটমাসকে হলুদ করে
  • এরা নীল লিটমাসকে নীল করে

এরা নীল লিটমাসকে লাল করে

ব্যাখ্যা: এসিডের একটি ধর্ম হলো এটি নীল লিটমাসকে লাল করে। ক্ষারের একটি ধর্ম হলো এটি লাল লিটমাসকে নীল করে।

প্রশ্ন-৫৪. কোনটি ধনুষ্টংকার রোগ সৃষ্টি করে ?

  • কমা
  • স্পাইরাল
  • কক্কাস
  • ব্যাসিলাস

ব্যাসিলাস

ব্যাখ্যা:

প্রশ্ন-৫৫. a, a^2, a(a+b) এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি ?

  • a(a+b)
  • a^2(a+b)
  • a
  • a^2

a^2(a+b)

ব্যাখ্যা:

প্রশ্ন-৫৬. শামীমের আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে, তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ ?

  • ৩০%
  • ২০%
  • ১৫%
  • ২৫%

২৫%

ব্যাখ্যা:

প্রশ্ন-৫৭. a-b=7 এবং ab=60 হলে, a^2+b^2=কত ?

  • 180
  • 168
  • 169
  • 170

169

ব্যাখ্যা:

প্রশ্ন-৫৮. I spent –– with the patient ?

  • sometime
  • some time
  • some times
  • sometimes

some time

ব্যাখ্যা: some time অর্থ কিছু সময় sometimes অর্থ কখনো কখনো।

প্রশ্ন-৫৯. I have no pen to write –––. ?

  • well
  • with
  • in
  • smooth

with

ব্যাখ্যা: এখানে pen হলো লেখার (writing) একটি উপকরণ (tool)। সুতরাং এক্ষেত্রে appropriate preposition হবে with.




প্রশ্ন-৬০. নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনগুলো ?

  • গ্যাস, কয়লা, তেল
  • তেল, গ্যাস, পানি
  • বায়ু, পানি, সূর্যের আলো
  • বায়ু, গ্যাস, কয়লা

বায়ু, পানি, সূর্যের আলো

ব্যাখ্যা: যে শক্তি বারবার ব্যবহার করা যায়, ব্যবহারের ফলে যা নিঃশেষ হয়ে যায় না তাকে নবায়নযোগ্য জ্বালানি বলে। যেমন: সৌরশক্তি, বায়ুশক্তি, সমুদ্রস্রোত, পরমাণুশক্তি, সূর্যরশ্মি

প্রশ্ন-৬১. ‘কার্ডিওলজি’ কোন রোগের সাথে সর্ম্পৃক্ত ?

  • চোখ
  • কিডনি
  • ফুসফুস
  • হার্ট

হার্ট

ব্যাখ্যা:

প্রশ্ন-৬২. (-1)*(-1)*(-1)+(-1)*(-1) ?

  • 2
  • 1
  • -2
  • 0

0

ব্যাখ্যা:

প্রশ্ন-৬৩. ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা সর্বমোট ?

  • ২০
  • ২২
  • ২৩
  • ২৫

২৫

ব্যাখ্যা: ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার সহজ উপায়- ৪৪ ২২ ৩২২ ৩২১। ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো- ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭ = ২৫টি।

প্রশ্ন-৬৪. Synonym for ‘Mouth watering’ ?

  • Delicious
  • Hot
  • Wet
  • Sour

Delicious

ব্যাখ্যা: Mouth watering অর্থ তৃপ্তিকর, সুস্বাদু (tasty, delicious, appetizing, luscious, succulent, yummy প্রভৃতি।

প্রশ্ন-৬৫. কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে ?

  • আভাস
  • গরমিল
  • অজানা
  • বেমালুম

অজানা

ব্যাখ্যা:

প্রশ্ন-৬৬. log5x=3 হলে x=কত ?

  • 225
  • 375
  • 120
  • 125

125

ব্যাখ্যা:

প্রশ্ন-৬৭. “The Captain ordered the soldiers to march on” বাক্যটির direct speech: ?

  • The Captain said, “Solders, I ask you to march on”
  • The Captain said to the Soldiers, “March on”
  • The Captain asked, “Soldiers, march on”
  • The Captain said, to the solders. “Please March on”

The Captain said to the Soldiers, “March on”

ব্যাখ্যা:

প্রশ্ন-৬৮. বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি ?

  • থানা
  • জেলা
  • উপজেলা
  • ইউনিয়ন

ইউনিয়ন

ব্যাখ্যা: বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর হলো- ইউনিয়ন পরিষদ। মূলত দেশের স্থানীয় সরকারের প্রশাসনিক কাঠামো পাঁচটি ভাগে বিভক্ত। শহরে রয়েছে দুই স্তরবিশিষ্ট পৌরসভা ও সিটি কর্পোরেশন। অন্যদিকে গ্রামাঞ্চলে আছে তিনটি স্তর জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ।

প্রশ্ন-৬৯. কোনটি সঠিক বানান ?

  • সতস্ফুর্ত
  • স্বতঃস্ফূর্ত
  • স্বতঃস্ফুর্ত
  • স্বতস্ফূর্ত

স্বতঃস্ফূর্ত

ব্যাখ্যা:

প্রশ্ন-৭০. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয় ?

  • নভেম্বর ৪, ১৯৭২
  • জানুয়ারি ০১, ১৯৭২
  • ডিসেম্বর ১৬, ১৯৭১
  • ডিসেম্বর ১৬, ১৯৭২

ডিসেম্বর ১৬, ১৯৭২

ব্যাখ্যা: বাংলাদেশের ‘সংবিধান’ গণপরিষদে গৃহীত হয় ৪ নভেম্বর ১৯৭২ সালে এবং কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২। বাংলাদেশের সংবিধান দিবস ৪ নভেম্বর।

প্রশ্ন-৭১. শতকরা বার্ষিক ৪ টাকা হার সুদে কত টাকার ৫ বছরের সুদ ৪ টাকা হবে ?

  • ২৫
  • ৩০
  • ১৫
  • ২০

২০

ব্যাখ্যা:

প্রশ্ন-৭২. ‘বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি’ - এ বাক্যে ‘গিয়ে’ কোন ক্রিয়া ?

  • প্রযোজক
  • অসমাপিকা
  • সমাপিকা
  • দ্বিকর্মক

অসমাপিকা

ব্যাখ্যা: যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না, ব্ক্তার কথা অসম্পূর্ণ থেকে যায়, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। সাধারণত ইয়া, ইলে, ইতে, এ, লে, তে বিভক্তিযুক্ত ক্রিয়াপদ অসমাপিকা ক্রিয়া

প্রশ্ন-৭৩. ‘গবাদি পশুর পাল’ এর সংক্ষেপ হলো- ?

  • বাথান
  • গোশালা
  • কস্তা
  • পশুপাল

বাথান

ব্যাখ্যা: গবাদি পশুর পাল – বাথান, গরু রাখার স্থান – গোশালা, টকটকে লাল – কস্তা।

প্রশ্ন-৭৪. ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে ?

  • বাংলা ১০৭৬ সালে
  • বাংলা ১১৭৬ সালে
  • বাংলা ১৩৭৬ সালে
  • বাংলা ১২৭৬ সালে

বাংলা ১১৭৬ সালে

ব্যাখ্যা:

প্রশ্ন-৭৫. ১৯৭১ এর মুক্তিযুদ্ধকালে ‘ANNIHILATE THESE DEMONS’ শিরোনামের পোস্টারটি কে এঁকেছিলেন ?

  • পাবলো পিকাসো
  • কামরুল হাসান
  • শিল্পাচার্য জয়নুল আবেদিন
  • ভিনসেন্ট ভ্যানগ্যা

কামরুল হাসান

ব্যাখ্যা: কামরুল হাসান স্বাধীনতা যুদ্ধকালীন জেনারেল ইয়াহিয়ার মুখের ছবি দিয়ে আকাঁ ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’ নামক ইংরেজিতে ‘ANNIHILATE THESE DEMONS’ পোস্টারটি এঁকেছিলেন।

প্রশ্ন-৭৬. IMF এর পূর্ণরূপ কী ?

  • International Maritime Federation
  • International Monetary Fund
  • International Marketing Forum
  • International Management Federation

International Monetary Fund

ব্যাখ্যা:

প্রশ্ন-৭৭. Which of the following sentences is correct ?

  • One of my brother is a doctor.
  • One of my brother are a doctor.
  • One of my brothers is a doctor.
  • One of my brothers is doctor.

One of my brothers is a doctor.

ব্যাখ্যা:

প্রশ্ন-৭৮. কমপক্ষে কতগুলো ক্রমিক পূর্ণসংখ্যা নিলে তার গুণফল অবশ্যই ৫০৪০ দ্বারা বিভাজ্য হবে ?

  • ৮টি
  • ৭টি
  • ৬টি
  • ৯টি

৬টি

ব্যাখ্যা:

প্রশ্ন-৭৯. নিচের কোনটি সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে ?

  • জেনারেটর
  • গ্যাসের চুলা
  • সূর্যের আলো
  • সৌর প্যানেল

সৌর প্যানেল

ব্যাখ্যা: সূর্য থেকে আগত রশ্মির মাধ্যমে সৌর শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, যাকে সৌর বিদ্যুৎ বলা হয়।

প্রশ্ন-৮০. কোন বানানটি শুদ্ধ ?

  • জঞ্জাট
  • জঞ্ঝাট
  • ঝঞ্ঝাট
  • ঝঞ্জাট

ঝঞ্ঝাট

ব্যাখ্যা:

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান, primary job preparation, primary teacher exam preparation, primary job, primary question bank, primary question solved, primary job preparation,primary job,primary job preparation english,primary teacher exam preparation,primary job preparation math,job preparation,primary job preparation 2021,primary exam preparation,primary bangla preparation,primary english preparation,primary teacher job exam preparation,primary exam update,primary job exam date,primary math preparation,primary job preparation 2020,primay bangla preparation,primary school job preparation

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান

Post a Comment

Previous Post Next Post