উদ্ভিদের বংশ বৃদ্ধি। চতুর্থ অধ্যায়। বিজ্ঞান অষ্টম শ্রেণী। বহুনির্বাচনী প্রশ্ন সমাধান। সম্পূর্ণ প্রস্তুতি। poralikha24

 

উদ্ভিদের বংশবৃদ্ধি, উদ্ভিদের বংশবৃদ্ধি অষ্টম শ্রেণি, উদ্ভিদের প্রজনন,অষ্টম শ্রেণি  বিজ্ঞান, চতুর্থ অধ্যায়  উদ্ভিদের বংশবৃদ্ধি, নিষিক্তকরণ ও ফলের উৎপত্তি, উদ্ভিদের বংশবৃদ্ধি বহুনির্বাচনী প্রশ্ন সমাধান, mcs solve reproduction, সৃজনশীল সমাধান


উদ্ভিদের বংশ বৃদ্ধি। চতুর্থ অধ্যায় অষ্টম শ্রেণী। বহুনির্বাচনী প্রশ্ন সমাধান

১. নিচের কোনটি রাইজোম?

            ক. আলু                     খ. আদা

            গ. রসুন                     ঘ. কচু

২. কোনটি রূপান্তরিত কান্ডের সাহায্যে বংশবৃদ্ধি ঘটায়?

            ক. আলু                    খ. পটল

            গ. পেয়ারা                 ঘ. ওলকচু

৩. প্রতিটি চোখ থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয়। সেই উদ্ভিদ নিচের কোনটি?

            ক. আলু                    খ. আদা

            গ. পুদিনা                   ঘ. রসুন

৪. কোন উদ্ভিদে স্বপরাগায়ন ঘটে?

            ক. ধান                      খ. সরিষা

            গ. পেপেঁ                   ঘ. শিমুল       

৫. ফল ও বীজ উৎপাদনের পূর্বশর্ত কী?

            ক. প্রজনন                  খ. পরাগায়ন

            গ. নিষিক্তকরণ            ঘ. অংকুরোদগম

৬. ফুলের সবচেয়ে বাহিরের স্তবককে কি বলে?

            ক. পুংকেশর              খ. গর্ভকেশর

            গ. দল                       ঘ. বৃতি

৭. কোন ফুলের পাপড়িগুলো সংযুক্ত?

            ক. জবা                     খ. ধুতরা

            গ. সরিষা                   ঘ. শিমুল

৮. একটি সম্পূর্ণ ফুলের কয়টি অংশ থাকে?

            ক. ৬ টি                     খ. ৫ টি

            গ. ৩ টি                     ঘ. ৪ টি

৯. পাথরকুচি কিসের মাধ্যমে বংশবিস্তার করে?


            ক. পাতা                   খ. কান্ড

            গ. মূল                       ঘ. শাখা

১০. কোনটির প্রজনন অফসেটের মাধ্যমে হয়?

            ক. টোপাপানা         খ. পুদিনা

            গ. পিঁয়াজ                  ঘ. পেয়ারা

১১. কোনটি স্টোলন?

            ক. আদা                    খ. রসুন

            গ. আলু                     ঘ. পুদিনা

১২. কচুর প্রজনন অঙ্গ কোনটি?

            ক. কন্দ                      খ. স্টোলন

            গ. রাইজোম              ঘ. অফসেট

১৩. রসুনে কোন ধরনের জনন ঘটে?

            ক. টিউবার                 খ. রাইজোম

            গ. কন্দ                      ঘ. স্টোলন

১৪. কোনটি রূপান্তরিত কান্ড?

            ক. মিষ্টি আলু              খ. পাথরকুচি

            গ. পিঁয়াজ                ঘ. গোলাপ গাছ

১৫. কোন উদ্ভিদে পর-পরাগায়ন ঘটে?

            ক. সরিষা                   খ. কুমড়া

            গ. পেপেঁ                 ঘ. ধুতুরা

১৬. পর-পরাগী ফুল কোনটি?

            ক. শিমুল                  খ. সরিষা

            গ. কুমড়া                   ঘ. ধুতুরা

১৭. প্রাণীপরাগী ফুল কোনটি?

            ক. ধান                      খ. শিমুল

            গ. জবা                      ঘ. সরিষা

১৮. নিষিক্তকরণের পর কোনটি ফলে পরিণত হয়?

            ক. ডিম্বক                   খ. গর্ভাশয়

            গ. পরাগরেণু              ঘ. পরাগনালী

১৯. নিচের কোনটি রসাল ফল?

            ক. আতা                    খ. কলা

            গ. আনারস                ঘ. কাঁঠাল

২০. কোনটি গুচ্ছ ফল?

            ক. আকন্দ                 খ. কাঁঠাল

            গ. জাম                     ঘ. কলা

২১. নিচের কোনটি যৌগিক ফল?

            ক. আনারস              খ. সিম

            গ. কলা                     ঘ. আতা

২২. মৃদভেদী অঙ্কুরোদগম দেখা যায় কোনটির মধ্যে?

            ক. ধান                      খ. ছোলা

            গ. কুমড়া                  ঘ. সরিষা

২৩. মৃদগত অঙ্কুরোদগম দেখা যায় কোনটিতে?

            ক. ধান                     খ. কুমড়া

            গ. শিম                      ঘ. তেতুল

২৪. জনন প্রধানত কত প্রকার?

            ক. ৩                         খ.

            গ. ৫                          ঘ. ৪

২৫. কনিডিয়ার মাধ্যমে বংশবিস্তার ঘটে কোনটির?

            ক. Peniciium        খ. Nucor

            গ. Spirogyra            ঘ. Tubor

২৬. বুলবিল এর উদাহরণ নিচের কোনটি?

            ক. পেঁয়াজ                 খ. রসুন

            গ. চুপড়ি আলু          ঘ. ফণিমনসা

তোমাদের কোন মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেনা কিন্তু। আর সবার মাঝে শেয়ার করো পোষ্টটি। তোমাদের শুভকামনায় এখানেই শেষ করছি।


উদ্ভিদের বংশবৃদ্ধি, উদ্ভিদের বংশবৃদ্ধি অষ্টম শ্রেণি, উদ্ভিদের প্রজনন,অষ্টম শ্রেণি বিজ্ঞান, চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি, নিষিক্তকরণ ও ফলের উৎপত্তি, উদ্ভিদের বংশবৃদ্ধি বহুনির্বাচনী প্রশ্ন সমাধান, mcs solve reproduction, সৃজনশীল সমাধান

Post a Comment

Previous Post Next Post