বাংলা সাহিত্য ও ব্যাকরণ। সম্পূর্ণ প্রস্তুতি। Job Preparation| ১০০ % কমন পাবেন। পর্ব-২

 


বাংলা সাহিত্য ও ব্যাকরণ

টপিকঃ ভাষা, বাংলা ব্যাকরণ ও আলোচ্য বিষয়, ধ্বনিতত্ত্ব, চর্যাপদ


Bangla language and literature

1. বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন 'চর্যাপদ' --এর আবিষ্কারক----
·         ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ
·         ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
·         হরপ্রসাদ শাস্ত্রী
·         ডক্টর সুকুমার সেন
2. বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
·         ২০০৭
·         ১৯০৭
·         ১৯০৯
·         ১৯১৬
3. চর্যাপদ কোন ছন্দে লেখা ?
·         অক্ষরবৃত্ত
·         মাত্রাবৃত্ত
·         স্বরবৃত্ত
·         অমিত্রাক্ষর ছন্দ
4. সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
·         লুইপা
·         শবরপা
·         ভুসুকুপা
·         কাহ্নপা
5. ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?
·         Buddhist Mystic Songs
·         চর্যাগীতিকা
·         চর্যাগীতিকোষ
·         হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা
6. চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে ?
·         খ্রিস্টধর্ম
·         প্যাগনিজম
·         জৈনধর্ম
·         বৌদ্ধধর্ম
7. বাংলা সাহিত্যের যুগ কে কয় ভাগে ভাগ করা হয়েছে
·         2
·         3
·         4
·         6


বাংলা সাহিত্য প্রশ্ন

8. বাংলা সাহিত্যের পঠন-পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে ---বাংলা সাহিত্যের প্রাচীন যুগ।
·         ৪৫০-৬৫০
·         ৬৫০-৮৫০
·         ৬৫০-১২০০
·         ৬৫০-১২৫০
9. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব ---
·         সংস্কৃত থেকে
·         গৌড়ীয় প্রাকৃত থেকে
·         মাগধী প্রাকৃত থেকে
·         মৈথিলী থেকে
10. ”সন্ধ্যাভাষা” কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত?
·         চর্যাপদ
·         পদাবলি
·         মঙ্গলকাব্য
·         রোমান্সকাব্য
11. ভাষার মৌলিক অংশ কয়টি
·         4
·         5
·         6
·         2
12. ভাষার মূল উপকরণ কী?
·         শব্দ
·         বাক্য
·         ধ্বনি
·         বর্ণ
13. ভাষার মৌলিক অংশ নয় কোনটি?
·         ধ্বনি
·         শব্দ
·         ছন্দ
·         বাক্য
14. ভাষার মৌলিক রীতি কোনটি?
·         কথা বলার রীতি
·         লেখার রীতি
·         বলার ও লেখার রীতি
·         আঞ্চলিক রীতি

বাংলা সাহিত্য ও ব্যাকরণ। সম্পূর্ণ প্রস্তুতি। Job Preparation

15. চলতি রীতির শব্দ কোনটি ?
·         শুষ্ক
·         শুকনা
·         তুলা
·         তুলো
16. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ------
·         তৎসম ও অতৎসম শব্দের ব্যবহারে
·         ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
·         শব্দের কথা ও লেখা রূপে
·         বাক্যের সরলতা ও জটিলতায়
17. সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
·         কবিতার পংক্তিতে
·         গানের কলিতে
·         গল্পের কলিতে
·         নাটকের সংলাপে
18. সাধু ও চলিত রীতিতে অভিন্নরুপে ব্যবহৃত হয়--
·         অব্যয়
·         সম্বোধন পদ
·         সর্বনাম
·         ক্রিয়া
19. 'ভাঙ্গাইত' এই সাধু ক্রিয়াপদের চলিত রুপ কী?
·         ভাঙ্গত
·         ভাঙতো
·         ভাঙ্গাতো
·         ভাঙ্গিত
20. " যে কথা একবার জমিয়ে বলা গিয়াছে, তাহার তার ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না।" চলতি ভাষায় এ বাক্যে ভুলের সংখ্যা কয়টি?
·        
·        
·        
·        
21. 'তিনি হাঁটিতে হাঁটিতে ভাবিতেছিলেন, শুধুমাত্র মণিষী -বাক্যই তো জীবম্সৃত যুবসমাজের কল্যাণ বহিয়া আনিতে যথেষ্ট নহে। ' - চলিত রীতিতে লেখা বাক্যটিতে ভুলের সংখ্যা -
·         সাত
·         নয়
·         আট
·         দশ

বাংলা সাহিত্য ও ব্যাকরণ। সম্পূর্ণ প্রস্তুতি। Job Preparation| ১০০ % কমন পাবেন। পর্ব-২


22. 'ব্যাকরণ' কোন ভাষায় শব্দ?
·         বাংলা
·         হিন্দি
·         সংস্কৃত
·         ফারসি
23. ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তি কোনটি?
·         বি+আ+কৃ+অন
·         ব্যা+ক+রন
·         বৃ+কৃ+অন
·         ব্য+আ+কৃ+অন
24. ' The Origin and Development of Bengali Language' গ্রন্থটি রচনা করেছেন ------
·         ড. মুহম্মদ শহীদুল্লাহ
·         ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
·         হরপ্রসাদ শাস্ত্রী
·         স্যার জর্জ গ্রিয়ারসন
25. ' সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
·         রূপতত্ত্ব
·         ধ্বনিতত্ত্ব
·         পদক্রম
·         বাক্য প্রকরণ
26. বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কয়টি
·         ৩৯
·         ৩৭
·         ৪২
·         ৪৩
27. বর্ণ কিসের প্রতীক ?
·         স্বরবর্ণ
·         অক্ষর
·         শব্দ
·         ধ্বনি
28. কোনটি নিলীন বর্ন
·        
·        
·        
·        
29. কোন দুটি অঘোষ ধ্বনি?
·         চ ছ
·         ড ঢ
·         ব ভ
·         দ ধ
30. কুজ্ঝটিকা - শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
·         কুজ + ঝটিকা
·         কুণ + ঝটিকা
·         কু + ঝটিকা
·         কুৎ + ঝটিকা
বাংলা সাহিত্য,বিসিএস বাংলা সাহিত্য,বাংলা সাহিত্যের ইতিহাস,বাংলা সাহিত্যের মধ্যযুগ,বাংলা সাহিত্য বিসিএস,বাংলা ভাষা ও সাহিত্য,বাংলা,মধ্যযুগের বাংলা সাহিত্য,বিসিএস বাংলা সাহিত্য প্রস্তুতি,বাংলা সাহিত্যের যুগবিভাগ,বিসিএস সাহিত্য,বাংলা সাহিত্যের প্রাচীন যুগ,বাংলা ব্যকরণ,# বাংলা সাহিত্য,সাহিত্যের ইতিহাস,বাংলা সাহিত্য ২০২১

Post a Comment

Previous Post Next Post