৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন ২০১০| প্রশ্নপত্র সমাধান বাংলা | nibondhon exam 2010 solution

 

6th NTRCA School Question Solution, ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন,৬ষ্ঠ নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, ৬ষ্ঠ তম নিবন্ধন প্রার্থী,নিবন্ধন,৬ষ্ঠ তম নিবন্ধন পরীক্ষা,৬ষ্ঠ তম নিবন্ধন রেজাল্ট


৬ষ্ঠ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা 2010


১. সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হবে ?

 মালিকের বরাবর

 সাংবাদিকের বরাবর

 প্রকাশকের বরাবর

 সম্পাদকের বরাবর

Ans: সম্পাদকের বরাবর

২. আঞ্চলিক ভাষার অপর নাম কী ?

 কথ্যভাষা

 উপভাষা

 সাধুভাষা

 চলিত ভাষা

Ans: উপভাষা

৩. পত্র শব্দটির আভিধানিক ও ব্যবহারিক অর্থ কী ?

 যোগাযোগ

 বিনিময়

 চিহ্ন বা স্মারক

 সংযোগ

Ans: যোগাযোগ

৪. নিচের কোন বানানটি শুদ্ধ ?

 ক্ষুৎপীড়িত

 ক্ষুৎপিড়িত

 ক্ষুতপীড়িত

 ক্ষুৎপিড়ীত

Ans: ক্ষুৎপীড়িত

৫. সারাংশে প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কী করতে হবে ?

 গ্রহণ করতে হবে

 পরিবর্তন করতে হবে

 অবিকল লিখতে হবে

 বর্জন করতে হবে

Ans: বর্জন করতে হবে

৬. বাংলা ভাষা ও সাহ্যিতের প্রাচীন নিদর্শন কোনটি ?

 বৈষ্ণবপদাবলী

 শ্রীকৃষ্ণকীর্তন

 চর্যাপদ

 রামায়ণ

Ans: চর্যাপদ

৭. ব্যাসবাক্যের অপর নাম কী ?

 বিগ্রহ বাক্য

 উত্তরপদ

 পূর্বপদ

 সমস্ত পদ

Ans: বিগ্রহ বাক্য

৮. যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি আশুগৃহে তার দেখিবে না আর নিশিথে ভাতি- এই অংশের সম্প্রসারণে কোন ভাষাটি সঠিক ?

 দিনের বেলায় আলোর উৎস সূর্য

 দিনের বেলায় প্রদীপ জ্বালানো আবশ্যক

 দিনের বেলায় প্রদীপ জ্বালানো অপচয়ের নামান্তর

 অপব্যয়ের পরিণাম অত্যন্ত দুঃখজনক

Ans: অপব্যয়ের পরিণাম অত্যন্ত দুঃখজনক

৯. বাক্যে সেমিকোলন (;) থাকলে কতক্ষণ থামতে হয় ?

 ১ বলার যে সময় লাগে

 এক সেকেন্ডে

 ১ বলার দ্বিগুণ সময়

 থামার প্রয়োজন নাই

Ans: ১ বলার দ্বিগুণ সময়


১০. হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে ?

 বিস্ময়

 দাঁড়ি

 কমা

 হাইফেন

Ans: বিস্ময়

১১. ‘মহাকীর্তি’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?

 মহতী যে কীর্তি

 মহা যে কীর্তি

 মহান যে কীর্তি

 মহান কীর্তি যার

Ans: মহতী যে কীর্তি

১২. সারাংশের মূল উদ্দেশ্য কী ?

 অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা

 ভাবের অংশ প্রকাশ করা

 বাইরের ভাব বিশ্লেষণ করা

 অন্যভাবে ফুটিয়ে তোলা

Ans: অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা

১৩. নিচের কোনটি তৎসম শব্দ ?

 চাঁদ

 ভবন

 বাল্তি

 হরতাল

Ans: ভবন

১৪. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট ?

 চলতি ভাষা

 কথ্যভাষা

 লেখ্যভাষা

সাধুভাষা

Ans: সাধুভাষা

 

১৫. অনিষ্ট করতে গিয়ে ভাল করা কে কী বলে ?

 ভিজে বিড়াল

 শাপে বর

 কপাল ফেরা

 অদৃষ্টের পরিহাস

Ans: শাপে বর

১৬. নিচের কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ ?

 নির্জন

 পঞ্চবটী

 দেশান্তর

 অনুতাপ

Ans: অনুতাপ

১৭. কোন জোড়াটি ভিন্নার্থক ?

 বকধার্মিক- বিড়াল তপস্বী

 মনিকাঞ্চন যোগ- সোনায় সোহাগা

 ব্যাঙের আধুলি- ব্যাঙের সর্দি

 অন্ধের যষ্টি- অক্কা পাওয়া

Ans: অন্ধের যষ্টি- অক্কা পাওয়া

১৮. ‘দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়’- মূলত কোন বিষয়ে আলোচিত হয় ?

 সারমর্ম

 প্রবন্ধ

 ভাব-সম্প্রসারণ

 আবেদনপত্রে

Ans: ভাব-সম্প্রসারণ

১৯. ‘পকেটমার’ কোন সমাসের উদাহরণ ?

 পঞ্চমী তৎপুরুষ

 উপপদ তৎপুরুষ

 প্রাদি সমাস

 বহুব্রীহি সমাস

Ans: উপপদ তৎপুরুষ

২০. নিচের কোনটি সাধুরীতির উদারহরণ ?

 তখন গভীর ছায়া নেমে আসে সর্বত্র

 তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে

 তখন গভীর ছায়া নামিয়া আসে সর্বত্র

 তখন গভীর ছায়ায় সর্বত্র ঢেকে গিয়েছে

Ans: তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে

২১. কোনটি শুদ্ধ বাক্য ?

 বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে

 তোমার সঙ্গে গোপন পরামর্শ আছে

 মেয়েটি দারুণ সবুদ্ধিমতী

 আজকাল বিদ্বান মহিলার অভাব নেই

Ans: বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে

২২. পূর্বপদ বিশেষণ ও পরপর বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয় ?

 সমানাধিকরণ

 প্রত্যয়ান্ত

 ব্যাধিকরণ

 ব্যতিহার

Ans: সমানাধিকরণ

২৩. সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম-

 আবেদনপত্র

 চুক্তিপত্র

 মানপত্র

 স্মারকলিপি

Ans: আবেদনপত্র

২৪. কোনটি দেশী শব্দ ?

 গিন্নি

 কৃপণ

 টোপর

 মাথা

Ans: টোপর

২৫. বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন-

 প্রমথ চৌধুরী

 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

 রবীন্দ্রনাথ ঠাকুর

 মাইকেল মধুসূদন দত্ত

Ans: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

6th NTRCA School Question Solution, ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন,৬ষ্ঠ নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, ৬ষ্ঠ তম নিবন্ধন প্রার্থী,নিবন্ধন,৬ষ্ঠ তম নিবন্ধন পরীক্ষা,৬ষ্ঠ তম নিবন্ধন রেজাল্ট

Post a Comment

Previous Post Next Post