১০ম শিক্ষক নিবন্ধন ২০১৪ (স্কুল সমপর্যায়-২)| প্রশ্নপত্র সমাধান বাংলা | NTRCA exam 2014 question solution

 

10th NTRCA School Question Solution, ১০ম শিক্ষক নিবন্ধন english, ১০ম নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, ১০ম নিবন্ধন প্রার্থী, নিবন্ধন, ১০ম তম নিবন্ধন পরীক্ষা,  ১০ম নিবন্ধন ২০১৪, ntrca, শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান ২০১৪




১০ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (30-05-2014) বাংলা

10th NTRCA School Question Solution, ১০ম শিক্ষক নিবন্ধন english, ১০ম নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, ১০ম নিবন্ধন প্রার্থী, নিবন্ধন, ১০ম তম নিবন্ধন পরীক্ষা,  ১০ম নিবন্ধন ২০১৪, ntrca, শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান ২০১৪


1. 'ষড়ঋতু' শব্দের সন্ধি বিচ্ছেদ ____

  •  ষড় + ঋতু
  •  ষড়্ + ঋতু
  •  ষট + ঋতু
  •  ষট্ + ঋতু

2. বাক্যে কোন যতি চিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই ?

  •  হাইফেন
  •  ড্যাস
  •  সেমিকোলন
  •  কোলন

3. This collar is too limp _এর অর্থ ___

  •  এই কলারটি বড্ড শক্ত
  •  এই কলারটি বড্ড খসখসে
  •  এই কলারটি বড্ড নরম
  •  এই কলারটি বড্ড দৃঢ়

 

4. 'বক্তব্য ' এর প্রকৃতি প্রত্যয় কোনটি?

 বক + তব্য

 বক + অব্য

 বক্ত + ব্য

 বচ + তব্য

 

5. ' উপভাষা ' কোন সমাসের উদাহরণ?

  •  তৎপুরুষ সমাস
  •  কর্মধারয় সমাস
  •  অব্যয়ীভাব সমাস
  •  বহুব্রীহি সমাস

 

6. বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক কে ?

  •  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  •  প্রমথ চৌধুরী
  •  প্যারিচাঁদ মিত্র
  •  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

 

7. 'পৃথিবী' - এর সমার্থক শব্দ নয় কোনটি ?

  •  ভূধর
  •  অবণী
  •  ধরিত্রী
  •  ধরনী

 

8. কোন বাক্যটি শুদ্ধ ?

  •  দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা
  •  দরিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা
  •  দারিদ্র্যতা বাংলাদেশের প্রধান সমস্যা
  •  দরিদ্র্যতা বাংলাদেশের প্রধান সমস্যা

 

9. শকুনি মামা- এর অর্থ_____

  •  কুৎসিত মামা
  •  সৎ মামা
  •  কুচক্রী লোক
  •  পাতানো মামা

 

10. To err is human_____

  •  মানুষ মাত্রই ভুল করে
  •  মানুষ মরণশীল
  •  মানুষ মাত্রই মানবিক গুণসম্পন্ন
  •  কোনটিই নয়

 

11. তার বয়স বেড়েছে , কিন্তু বুদ্ধি বাড়েনি_____

  •  যৌগিক বাক্য
  •  মিশ্র বাক্য
  •  সরল বাক্য
  •  সাধারণ বাক্য

 

12. জল পড়ে , পাতা নড়ে___ ‘জলশব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

  •  কর্তায় শূন্য
  •  অপাদানে শূন্য
  •  কর্মে শূন্য
  •  করণে শূন্য

 

13. ‘যা বলা হয়নি'____এক কথায় প্রকাশ কী হবে ?

  •  অকথ্য
  •  অনুক্ত
  •  নির্বাক
  •  মুক

 

14.‘অন্ধজনে দেহ আলো।’___ বাক্যেঅন্ধজনেকোন কারকে কোন বিভক্তি ?

  •  কর্মে ৭মী
  •  কর্মে ২য়া
  •  সম্প্রদানে ৭মী
  •  সম্প্রদানে ৪র্থী

 

15. `A to Z' কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?

  •  সম্পূর্ণভাবে
  •  সারাক্ষণ
  •  শেষ পর্যন্ত
  •  মৃত্যু অবধি

 

16. অনুবাদ কোন প্রকারের হবে তা কীসের ওপর নির্ভর করে ?

  •  বিষয়ের উপর
  •  ভাবের উপর
  •  বিন্যাসের উপর
  •  ভাষার উপর

 

17. সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে তাকে বলে____

  •  বাগ্বিধি
  •  সমার্থক শব্দ
  •  ভিন্নর্থক শব্দ
  •  বিপরীত শব্দ

 

18.‘উৎকর্ষশব্দের বিপরীত শব্দ কোনটি ?

  •  উৎকৃষ্ট
  •  অপকৃষ্ট
  •  নিকৃষ্ট
  •  অপকর্ষ

 

19. কোন শব্দটিসাগরশব্দের সমার্থক নয় ?

  •  জলধি
  •  পাথর
  •  অর্ণব
  •  ভূপতি

 

20. কোন বানানটি সঠিক ?

  •  উসা
  •  কিংবদন্তি
  •  আমীন
  •  বিদেশী

 

21. বাংলায় যতি বা ছেদ চিহ্ন কয়টি ?

  •  ১০টি
  •  ১১টি
  •  ১২টি
  •  ১৩টি

 

22. কোন শব্দটির কোন স্ত্রীবাচক শব্দ হয় না ?

  •  অজ
  •  নর
  •  কবিরাজ
  •  কবি

 

23.‘মতৈক্যশব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি ?

  •  মতঃ + এক
  •  মতঃ + ঐক্য
  •  মত + এক
  •  মত + ঐক্য

 

24.‘রাজপথ’ __এর ব্যাসবাক্য কোনটি হবে ?

  •  পথের রাজা
  •  রাজার পথ
  •  রাজা নির্মিত পথ
  •  রাজাদের পথ

 

25. চলতি রীতির শব্দ কোনটি ?

  •  শুষ্ক
  •  শুকনা
  •  তুলা
  •  তুলো

 

26. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পান কোন সালে ?

  •  ১৯১৩
  •  ১৯১২
  •  ১৯১১
  •  ১৯৩১


10th NTRCA School Question Solution, ১০ম শিক্ষক নিবন্ধন english, ১০ম নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, ১০ম নিবন্ধন প্রার্থী, নিবন্ধন, ১০ম তম নিবন্ধন পরীক্ষা,  ১০ম নিবন্ধন ২০১৪, ntrca, শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান ২০১৪

Post a Comment

Previous Post Next Post