১১ তম শিক্ষক নিবন্ধন ২০১৪| প্রশ্নপত্র সমাধান বাংলা | NTRCA exam 2014 question solution

 

11th NTRCA School Question Solution, ১১তম শিক্ষক নিবন্ধন english, ১১তম নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, ১১তম নিবন্ধন প্রার্থী, নিবন্ধন, ১১তম তম নিবন্ধন পরীক্ষা,  ১১তম নিবন্ধন ২০১৪, ntrca, শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান ২০১৪


১১ তম শিক্ষক নিবন্ধন ২০১৪| প্রশ্নপত্র সমাধান বাংলা। (12-12-2014) || 2014

11th NTRCA School Question Solution, ১১তম শিক্ষক নিবন্ধন english, ১১তম নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, ১১তম নিবন্ধন প্রার্থী, নিবন্ধন, ১১তম তম নিবন্ধন পরীক্ষা,  ১১তম নিবন্ধন ২০১৪, ntrca, শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান ২০১৪


1. পাণিনি কে ছিলেন ?

  •  ভাষাবিদ
  •  ঋগ্বেদবিদ
  •  বৈয়াকরণবিদ
  •  আখ্যানবিদ

 

2. ক্ষীয়মান- এর বিপরীত শব্দ কি ?

  •  বৃহৎ
  •  বর্ধিষ্ণু
  •  বর্তমান
  •  বৃদ্ধিপ্রাপ্ত

 

3.‘আমিশব্দটি কোন লিঙ্গ ?

  •  পুংলিঙ্গ
  •  স্ত্রীলিঙ্গ
  •  ক্লীব লিঙ্গ
  •  উভয় লিঙ্গ

 

4. বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না ?

  •  বিশেষণ
  •  অব্যয়
  •  সর্বনাম
  •  বিশেষ্য

 

5.‘পেয়ারাকোন ভাষা থেকে আগত শব্দ ?

  •  হিন্দি
  •  উর্দু
  •  পর্তুগিজ
  •  গ্রীক

 

6. নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে____

  •  কল্যাণীয়েষু
  •  সুচরিতেষু
  •  শ্রদ্ধাস্পদাসু
  •  প্রীতিভাজনেসু

 

7. নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি ?

  •  ডিসেম্বর ১৬, ১৯৭১
  •  ২৬ মার্চ, ১৯৯১
  •  ঢাকা, ২১ ফেব্রুয়ারী ১৯৫২
  •  পয়লা বৈশাখ, চৌদ্দশো একুশ

 

8. `Superstitions' শব্দের অর্থ____

  •  যাদুবিদ্যা
  •  সেতুবন্ধন
  •  কুসংস্কারাচ্ছন্ন
  •  উপাসনা

 

9. নিচের কোনটি নিত্য সমাস ?

  •  পঞ্চনদ
  •  বেয়াদব
  •  দেশান্তর
  •  ভালমন্দ

 

10. Blue print- এর পারিভাষিক শব্দ কোনটি ?

  •  চলচ্চিত্র
  •  জীবনবৃত্তান্ত
  •  প্রতিচিত্র
  •  পটভূমি

 

11. গিন্নি, কেষ্ট শব্দ দুটি কোন ধরনের শব্দ ?

  •  তৎসম
  •  অর্থ-তৎসম
  •  দেশী
  •  বিদেশী

 

12.‘হাত ধুয়ে বসাবাগধারার অর্থ কী ?

  •  খেতে বসা
  •  শুরু করা
  •  ভন্ডামী করা
  •  নিশ্চিন্ত বোধ করা

 

13.‘শ্রবণশব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটি ?

  •  শ্রবণ +
  •  শ্রী + অন
  •  শ্রু + অন
  •  শ্রব + অন

 

14. শুদ্ধ বানান কোনটি ?

  •  শিরোচ্ছেদ
  •  শিরচ্ছেদ
  •  শিরশ্ছেদ
  •  শিরোঃচ্ছেদ

 

15.‘মনস্তাপ’ - এর সন্ধি-বিচ্ছেদ____

  •  মন +তাপ
  •  মনস + তাপ
  •  মনো + তাপ
  •  মনঃ + তাপ

 

16. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত ?

  •  আরবী
  •  ফারসি
  •  সংস্কৃত
  •  ইংরেজি

 

17. নিচের কোনটি অর্ধ-তৎসম শব্দ ?

  •  গিন্নি
  •  হস্ত
  •  গঞ্জ
  •  তসবি

 

18. শিরোনামের প্রধান অংশ কোনটি ?

  •  ডাক টিকিট
  •  পোস্টাল কোড
  •  প্রেরকের ঠিকানা
  •  প্রাপকের ঠিকানা

 

19. বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত ?

  •  দ্রাবিড়
  •  ইউরালীয়
  •  ইন্দো-ইউরোপীয়
  •  সেমেটিক

 

20. কোনটি শুদ্ধ বানান ?

  •  আলস্যতা
  •  অলস্য
  •  আলস্য
  •  আলসতা

 

21.‘আগুনএর সমার্থক শব্দ কোনটি ?

  •  সুবর্ণ
  •  অনল
  •  মার্তণ্ড
  •  কর

 

22.‘চলচিত্রশব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি ?

  •  চলৎ + চিত্র
  •  চল + চিত্র
  •  চলচ + চিত্র
  •  চলিচ + চিত্র

 

23. পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে ?

  •  উপসর্গ
  •  অনুসর্গ
  •  সমাস
  •  সন্ধি

 

24. বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি ?

  •  ৯টি
  •  ১০টি
  •  ১১টি
  •  ১২টি

 

25.’মুক্তশব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?

  • মু+ক্ত
  • মহ+ক্ত
  • মুচ+ক্ত
  • মৃচ+ক্ত


11th NTRCA School Question Solution, ১১তম শিক্ষক নিবন্ধন english, ১১তম নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, ১১তম নিবন্ধন প্রার্থী, নিবন্ধন, ১১তম তম নিবন্ধন পরীক্ষা,  ১১তম নিবন্ধন ২০১৪, ntrca, শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান ২০১৪

Post a Comment

Previous Post Next Post