১১ম শিক্ষক নিবন্ধন ২০১৪ (স্কুল সমপর্যায়-২)| প্রশ্নপত্র সমাধান বাংলা | NTRCA exam 2014 question solution

 

11th NTRCA School Question Solution, ১১তম শিক্ষক নিবন্ধন english, ১১তম নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, ১১তম নিবন্ধন প্রার্থী, নিবন্ধন, ১১তম তম নিবন্ধন পরীক্ষা,  ১১তম নিবন্ধন ২০১৪, ntrca, শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান ২০১৪


১১ম শিক্ষক নিবন্ধন ২০১৪ (স্কুল সমপর্যায়-২)| প্রশ্নপত্র সমাধান বাংলা 

11th NTRCA School Question Solution, ১১তম শিক্ষক নিবন্ধন english, ১১তম নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, ১১তম নিবন্ধন প্রার্থী, নিবন্ধন, ১১তম তম নিবন্ধন পরীক্ষা,  ১১তম নিবন্ধন ২০১৪, ntrca, শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান ২০১৪


1. চলিতরীতির শব্দ নয় কোনটি?

  •  করবার
  •  করার
  •  করিবার
  •  করে

 

2. 'ভৃশণ্ডির কাক' বাগধারাটির সঠিক অর্থ কোনটি?

  •  একই স্বভাবের
  •  মূর্খ
  •  কপট ব্যাক্তি
  •  দীর্ঘজীবী

 

3. কোন বানানটি সঠিক?

  •  সমীচীন
  •  সমিচিন
  •  সমীচিন
  •  সমিচীন

 

4. বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে ?

  •  হাইফেন
  •  কমা
  •  দাঁড়ি
  •  লোপ চিহ্ন

 

5. ভাষার কোন রীতি তদ্ভব শব্দ বহুল ?

  •  সাধুরীতি
  •  চলিতরীতি
  •  কথ্যরীতি
  •  বানানরীতি

 

6. `For good' এর সঠিক অর্থ কোনটি ?

  •  ভালো হওয়া
  •  গড়িমসি
  •  ক্ষণতরে
  •  চিরতরে

 

7. অনুবাদ কোনটির সহায়ক ?

  •  ভাষার উন্নতি
  •  জ্ঞান চর্চার
  •  ভাষার শৃঙ্খলার
  •  কাব্য রচনার

 

8. What not, want not এর সঠিক অনুবাদ কোনটি ?

  •  অপচয় করলে অভাবে পড়তে হয়
  •  অপচয় অভাবের মূল কারণ
  •  অপচয় করোনা অভাবও হবেনা
  •  অভাব থেকে বাঁচার জন্য অপচয় রোধ জরুরী

 

9.‘লবণ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি ?

  •  লো+অন
  •  লো+বন
  •  +বন
  •  লৈ+বন

 

10. নিপাতনে সিদ্ধ সন্ধির উদারণ কোনটি ?

  •  নিষ্কর
  •  পরস্পর
  •  সন্তাপ
  •  ষষ্ঠ

 

11.‘চৌচালাকোন সমাসের উদাহরণ ?

  •  বহুব্রীহি
  •  দ্বিগু
  •  তৎপুরুষ
  •  কর্মধারয়

 

12. আমার যাওয়া হয়নি- ‘আমারকোন কারকে কারকে কোন বিভক্তি ?

  •  কর্মে শূন্য
  •  কর্তায় শূন্য
  •  কর্তায় ষষ্ঠী
  •  কর্মে ষষ্ঠী

 

13. সমাসের রীতি কোন ভাষা হতে বাংলায় এসেছে ?

  •  হিন্দি
  •  সংস্কৃত
  •  প্রাকৃত
  •  ইংরেজী

 

14. ব্যতিহার কর্তার উদাহরণ কোনটি ?

  •  ছেলেরা ফুটবল খেলছে
  •  মুষলধারে বৃষ্টি পড়ছে
  •  বাঘে-মহিষে এক ঘাটে জল খায়
  •  শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন

 

15. নিম্নের কোনটিতে বৃত্তি অর্থেপ্রত্যয় যুক্ত হয়েছে ?

  •  জমিদারী
  •  পোদ্দারী
  •  উমেদারী
  •  সরকারী

 

16. একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন বসে ?

  •  কোলন
  •  সেমিকোলন
  •  ড্যাস
  •  কমা

 

17.‘চাঁদএর সমার্থক শব্দ কোনটি ?

  •  সবিতা
  •  তপন
  •  আদিত্য
  •  বিধু

 

18. খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি ?

  •  মহাজন
  •  পরতন্ত্র
  •  তিরোভাব
  •  শাঁস

 

19.‘পর্বতএর সর্মাথক শব্দ নয় কোনটি ?

  •  শৈল
  •  অদ্রি
  •  মেদিনী
  •  অচল

 

20.‘দীপ্তি পাচ্ছে এমন’-এক কথায় কী হবে ?

  •  দ্বীপ্যমান
  •  দীপ্তমান
  •  দীপ্যমান
  •  দেদীপ্যমান

 

21. কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ ?

  •  বিদ্বান
  •  গায়ক
  •  কোকিল
  •  দাদা

 

22. কোনটির শুধু মাত্র স্ত্রীবাচক হয় ?

  •  সন্তান
  •  সৎমা
  •  ঢাকী
  •  ঘোষজা

 

23. অনূঢ়া কোনটির বাক্য সংকোচন ?

  •  যে নারীর কোন সন্তান হয় না
  •  যে নারী বীর সন্তান প্রসব করে
  •  যে নারীর সন্তান বাঁচে না
  •  যে মেয়ের বিয়ে হয়নি

 

24.‘হরতালকোন ভাষার শব্দ ?

  •  গুজরাটি
  •  তুর্কি
  •  পর্তুগীজ
  •  বার্মিজ

 

25. উক্তি- এর প্রকৃতি প্রত্যয় কোনটি ?

  •  বচ্ + ক্ত
  •  বচ্+ উক্তি
  •  বচ্+ ক্তি
  •  বচ্+ তি


11th NTRCA School Question Solution, ১১তম শিক্ষক নিবন্ধন english, ১১তম নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, ১১তম নিবন্ধন প্রার্থী, নিবন্ধন, ১১তম তম নিবন্ধন পরীক্ষা,  ১১তম নিবন্ধন ২০১৪, ntrca, শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান ২০১৪

Post a Comment

Previous Post Next Post