১২ তম শিক্ষক নিবন্ধন ২০১৫| প্রশ্নপত্র সমাধান বাংলা | NTRCA exam 2015 question solution

 

12th NTRCA School Question Solution, ১২তম শিক্ষক নিবন্ধন english, ১২তম নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, ১২তম নিবন্ধন প্রার্থী, নিবন্ধন, ১২তম তম নিবন্ধন পরীক্ষা,  ১২তম নিবন্ধন ২০১৫, ntrca, শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান ২০১৫


১২ তম শিক্ষক নিবন্ধন ২০১৫| প্রশ্নপত্র সমাধান বাংলা 

12th NTRCA School Question Solution, ১২তম শিক্ষক নিবন্ধন english, ১২তম নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, ১২তম নিবন্ধন প্রার্থী, নিবন্ধন, ১২তম তম নিবন্ধন পরীক্ষা,  ১২তম নিবন্ধন ২০১৫, ntrca, শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান ২০১৫


1. সাধু চলিত রীতি বাংলা ভাষার কোনরূপে বিদ্যমান ?

  •  আঞ্চলিক
  •  উপভাষা
  •  লেখ্য
  •  কথ্য

 

2. ভাষার মৌলিক অংশ কয়টি ?

  •  তিনটি
  •  চারটি
  •  পাঁচটি
  •  ছয়টি

 

3. একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহার করতে হবে ?

  •  হাইফেন
  •  ড্যাস
  •  কোলন ড্যাস
  •  কোলন

 

4. কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে ?

  •  তুণসী বনের বাঘ
  •  বিড়াল তপস্বী
  •  ভিজা বিড়াল
  •  বকধার্মীক

 

5.‘চক্ষুদানকরা বাগধারার অর্থ কী ?

  •  চুরি করা
  •  সেবা করা
  •  অপরাধ করা
  •  নষ্ট করা

 

6. নিচের কোন বানানটি শুদ্ধ ?

  •  অত্যাধিক
  •  অদ্যাপি
  •  আদ্যাক্ষর
  •  আবিস্কার

 

7. নিচের কোন বানানটি শুদ্ধ ?

  •  কেবল মাত্র তুমি যাবে
  •  এতে আশ্চর্য হলাম
  •  বিবিধ জিনিস কিনলাম
  •   সংবাদে সন্তোষ হলাম

 

8. অনুবাদে পারদর্শিতা মূলত কিসের ওপর নির্ভরশীল ?

  •  অভ্যাসের
  •  পড়াশুনার
  •  ভাষান্তরের
  •  নির্ধারণের

 

9. He is out of luck- এর অর্থ কী ?

  •  সে ভাগ্য হারিয়েছে
  •  সে ভাগ্যহারা
  •  তার পোড়া কপাল
  •  সে ভাগ্যের বাইরে

 

10.‘বনস্পতিশব্দের সন্ধি- বিচ্ছেদ কোনটি ?

  •  বনঃ+ পতি
  •  বন্+পতি
  •  বনস+ পতি
  •  বন+পতি

 

11. কোনটি স্বরসন্ধির উদাহরণ ?

  •  হিমালয়
  •  অহরহ
  •  সংসার
  •  বনস্পতি

 

12.‘আকাশে চাদ উঠেছে’ - এখানেআকাশেকোন প্রকারের অধিকরণ ?

  •  ভাবাধিকরণ
  •  ঐকদেশিক অধিকরণ
  •  কালাধিকরণ
  •  বৈষয়িক

 

13.‘জিজ্ঞাসিব জনে জনে’- এখানেজনে জনেকোন কারকে কোন বিভক্তি ?

  •  করণে ৭মী
  •  কর্মে ৭মী
  •  অপাদানে ৭মী
  •  অধিকরণে ৭মী

 

14. পূর্বপদ প্রধান সমাস কোনটি ?

  •  দ্বন্দ্ব
  •  অব্যয়ীভাব
  •  তৎপুরুষ
  •  বহুব্রীহি

 

15. কোনটি নিত্য সমাস ?

  •  কলেছাঁটা
  •  ভবনদী
  •  জয়ধ্বনি
  •  জলমাত্র

 

16. নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ ?

  •  জেলেনী
  •  সভানেত্রী
  •  বাঁদী
  •  পেত্নী

 

17.‘শৈশবএর প্রকৃতি- প্রত্যয় কোনটি ?

  •  শিশু+ ষ্ণ
  •  শিশু+ষ্ণ্য
  •  শিশু+শব
  •  শৈ+শব

 

18. নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ ?

  •  ডাইনী
  •  সম্রাজ্ঞী
  •  মানুষ
  •  সভানেত্রী

 

19.‘মরদ’ -এর বিপরীত লিঙ্গ কোনটি ?

  •  মর্দ
  •  জেনানা
  •  জেনানী
  •  মরদী

 

20.‘খাতক’ - এর বিপরীত শব্দ কোনটি ?

  •  ঘাতক
  •  স্বজন
  •  মহাজন
  •  কুজন

 

21.‘হাতিএর সমার্থক শব্দ কোনটি ?

  •  করী
  •  ফণী
  •  তনু
  •  কর

 

22. নষ্ট হওয়া সভাব যার- এক কথায় কি বলে ?

  •  নশ্বর
  •  অবিনশ্বর
  •  নষ্ট স্বভাব
  •  বিনষ্ট

 

23.‘সাপের খোলস’- বাক্য সংকোচন কি হবে ?

  •  প্লাবক
  •  উরগ
  •  নির্মোক
  •  কৃত্তি

 

24.‘কমাকোথায় বসে ?

  •  বাক্যের মাঝে কোন পদ ব্যাখ্যা করার জন্য
  •  প্রশ্ন বোঝানোর জন্য
  •  সম্বোধন পদের জন্য
  •  কোন অপূর্ণ বাক্যের জন্য

 

25. কোন প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্যহয় না ?

  •  সাৎ
  •  সা
  •  ষ্ণে
  •  ষ্ণিক


12th NTRCA School Question Solution, ১২তম শিক্ষক নিবন্ধন english, ১২তম নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, ১২তম নিবন্ধন প্রার্থী, নিবন্ধন, ১২তম তম নিবন্ধন পরীক্ষা,  ১২তম নিবন্ধন ২০১৫, ntrca, শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান ২০১৫

Post a Comment

Previous Post Next Post