১৪তম শিক্ষক নিবন্ধন ২০১৭ (স্কুল সমপর্যায়-২)| প্রশ্নপত্র সমাধান বাংলা

 

14th NTRCA School Question Solution, ১৪তম শিক্ষক নিবন্ধন বাংলা, ১৪তম নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, নিবন্ধন, ১৪তম তম নিবন্ধন পরীক্ষা,  ১৪তম নিবন্ধন ২০১৭, ntrca, শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান ২০১৭

১৪তম শিক্ষক নিবন্ধন ২০১৭ (স্কুল সমপর্যায়-২)| প্রশ্নপত্র সমাধান বাংলা

14th NTRCA School Question Solution, ১৪তম শিক্ষক নিবন্ধন বাংলা, ১৪তম নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, নিবন্ধন, ১৪তম তম নিবন্ধন পরীক্ষা,  ১৪তম নিবন্ধন ২০১৭, ntrca, শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান ২০১৭


1. ”আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে?”-”রাঘবেকোন কারকে কোন বিভক্তি?

  • কর্তায় ৭মী
  • কর্মে ৭মী
  • করণে ৭মী
  • অপাদানে ৭মী

2. কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে কী বলে?

  • উপপদ তৎপুরুষ
  • উপমান কর্মধারয়
  • উপমিত কর্মধারয়
  • নিত্য সমাস

3. অন্তরীপ সমস্তপদটি কোন বহুব্রীহি সমাসের অন্তর্গত?

  • প্রত্যয়ান্ত বহুব্রীহি
  • সংখ্যাবাচক বহুব্রীহি
  • নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
  • ব্যাধিকরণ বহুব্রীহি

4. প্রত্যয়ের কোন নিয়মটি সঠিক?

  • নীল+মা=নীলিমা
  • নীল+ইমন = নীলিমা
  • নী+ইলিমা = নীলিমা
  • নিলী+মা = নীলিমা

5. প্রাতিপদিক কী?

  • সাধিত শব্দ
  • বিভক্তিযুক্ত শব্দ
  • বিভক্তিহীন নাম শব্দ
  • প্রত্যয়যুক্ত শব্দ

6. “অম্বরশব্দের সমার্থক শব্দ কোনটি?

  • চন্দ্র
  • সূর্য
  • নভ
  • মেঘ

7. “প্রসারণ”- এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • অপ্রসারণ
  • অপসরণ
  • আকিঞ্চন
  • আকুঞ্চন

8. “ইতিহাস বিষয়ে অভিজ্ঞযিনি ”- এক কথায় কী হবে?

  • ইতিহাসসচেতন
  • ঐতিহাসিক
  • ইতিহাসবেত্তা
  • চিন্তাবিদ

9. “ নীপ্রত্যয়যোগে লিঙ্গান্তর হয়েছে কোন শব্দটি?

  • অরণ্যানী
  • চাকরানী
  • ভাগনী
  • মেধাবিনী

10. “ শুকশব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?

  • সারী
  • শারী
  • শুকী
  • সারা

11. মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়?

  • ইঙ্গিতের সাহায্যে
  • ঠোঁটের সাহায্যে
  • কণ্ঠের সাহায্যে
  • বাগযন্ত্রের সাহায্যে

12. কথ্যরীতি সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে কী বলে?

  • সাধুভাষা
  • আদর্শ চলিত ভাষা
  • আঞ্চলিক ভাষা
  • দেশি ভাষা

13. 'সাক্ষী গোপাল' বাগধারাটির অর্থ _

  • একই স্বভাবের
  • নিরেট মূর্খ
  • একগুঁয়ে
  • নিস্ক্রিয় দর্শক

 

14. বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে ?

  • দাঁড়ি
  • কোলন
  • কমা
  • সেমিকোলন

15. কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, কোন যতি চিহ্নটি বসবে?

  • কোলন
  • ড্যাস
  • হাইফেন
  • সেমিকোলন

16. কোন বানানটি সঠিক?

  • সমিচিন
  • সমীচীন
  • সমীচিন
  • সমিচীন

17. Man gets as much as he wants- এর সঠিক বাংলা অনুবাদ কোনটি?

  • মানুষের চাওয়া বেশি, পাওয়া বেশি
  • মানুষ যত পায়, তত চায়
  • মানুষের চাওয়ার শেষ নেই
  • মানুষ যা চায় তা পায় না

18. ' It is a long story ' এর সঠিক বাংলা অনুবাদ --

  • সে এক বিরাট ইতিহাস
  • বড় কাহিনী
  • সে অনেক কথা
  • সে অনেক বড় কাহিনী

19. কোন বাক্যটি শুদ্ধ?

  • অনেক সন্ন্যাসিতে গাজন নষ্ট
  • অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
  • অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট
  • অধিক সন্ন্যাসীতে গান নষ্ট

20. শুদ্ধ কোনটি?

  • ভূবন
  • ভুবন
  • ভুবণ
  • ভূবণ

 

21. সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে কী বলে?

  • সন্ধি
  • প্রত্যয়
  • বচন
  • সমাস

22. নিয়ম অনুসারে সন্ধি হয় না কোনটির ?

  • পাবক
  • শাবক
  • কুলটা
  • গায়ক

23. 'রাজ্ঞী' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • রাজ্ + নী
  • রাগ্ + নী
  • রাজ্ + জ্ঞী
  • রাগ্ + জ্ঞী

24. সমীপ্য অর্থে কোন অধিকরণ হয়?

  • অভিব্যাপক
  • আধারাধিকরণ
  • ঐকদেশিক
  • কালাধিকরণ

25. 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থটি কার রচনা?

  • তাজউদ্দীন আহমেদ
  • শেরে বাংলা . কে. ফজলুল হক
  • ক্যাপ্টেন মনসুর আলী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান


14th NTRCA School Question Solution, ১৪তম শিক্ষক নিবন্ধন বাংলা, ১৪তম নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, নিবন্ধন, ১৪তম তম নিবন্ধন পরীক্ষা,  ১৪তম নিবন্ধন ২০১৭, ntrca, শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান ২০১৭

Post a Comment

Previous Post Next Post