সৃজনশীল প্রশ্ন। সূচক ও লগারিদম। সাধারণ গনিত। নবম দশম শ্রেণী

 

সূচক ও লগারিদম, লগারিদম, সূচক ও লগারিদম উচ্চতর গণিত, সূচক ও লগারিদমের সূত্র, সূচক ও লগারিদম সৃজনশীল প্রশ্ন, সূচক ও লগারিদম ssc, সূচক, লগারিদম


সৃজনশীল প্রশ্ন। সূচক ও লগারিদম। সাধারণ গনিত। নবম দশম শ্রেণী


অনেক বড় বা অনেক ছোট সংখ্যা বা রাশিকে সূচকের সাহায্যে লিখে অতি সহজে প্রকাশ করা যায়। ফলে হিসাব গণনা ও গাণিতিক সমস্যা সমাধান সহজতর হয়। তাছাড়া সূচকের মাধ্যমেই সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ প্রকাশ করা হয়। তাই প্রত্যেক শিক্ষার্থীর সূচকের ধারণা ও এর প্রয়োগ সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।

সূচক থেকেই লগারিদমের সৃষ্টি। লগারিদমের সাহায্যে সংখ্যার বা রাশির গুণ, ভাগ ও সূচক সম্পর্কিত গণনার কাজ সহজ হয়েছে। ক্যালকুলেটর ও কম্পিউটার এর ব্যবহার প্রচলনের পূর্ব পর্যন্ত বৈজ্ঞানিক হিসাব ও গণনায় লগারিদমের ব্যবহার ছিল একমাত্র উপায়। এখনও এগুলোর বিকল্প হিসাবে লগারিদমের ব্যবহার গুরুত্বপূর্ণ।

এ অধ্যায় শেষে শিক্ষার্থীরা
  • মূলদ সূচক ব্যাখ্যা করতে পারবে।
  •  ধনাত্মক পূর্ণ-সাংখ্যিক সূচক, শূন্য ও ঋণাত্মক পূর্ণ-সাংখ্যিক সূচক ব্যাখ্যা ও প্রয়োগ করতে পারবে।
  • সূচকের নিয়মাবলি বর্ণনা ও তা প্রয়োগ করে সমস্যার সমাধান করতে পারবে।
  • n তম মূল ও মূলদ ভগ্নাংশ সূচক ব্যাখ্যা করতে পারবে এবং n তম মূলকে সূচক আকারে প্রকাশ করতে পারবে।
  • লগারিদম ব্যাখ্যা করতে পারবে।
  • লগারিদমের সূত্রাবলি প্রমাণ ও প্রয়োগ করতে পারবে।
  • সাধারণ লগারিদম ও স্বাভাবিক লগারিদম ব্যাখ্যা করতে পারবে।
  • সংখ্যার বৈজ্ঞানিক রূপ ব্যাখ্যা করতে পারবে।
  • সাধারণ লগারিদমের পূর্ণক ও অংশক ব্যাখ্যা করতে পারবে।
  • ক্যালকুলেটরের সাহায্যে সাধারণ ও স্বাভাবিক লগারিদম নির্ণয় করতে পারবে।

সৃজনশীল প্রশ্ন নিচে দেওয়া হলো
 





যদি প্রশ্ন সমাধান করতে না পারো তাহলে কমেন্টে জানাবে। তোমার কমেন্টের ভিত্তিতে প্রশ্ন সমাধানের PDF দেওয়ার চেষ্টা করব। বন্ধুদের মাঝে শেয়ার করো। শুভকামনা তোমাদের জন্য।

Post a Comment

Previous Post Next Post