১৬ তম শিক্ষক নিবন্ধন ২০১৯| প্রশ্নপত্র সমাধান বাংলা | NTRCA exam 2019 question solution

 

16th NTRCA School Question Solution, ১৬তম শিক্ষক নিবন্ধন English, ১৬তম নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, নিবন্ধন, ১৬তম তম নিবন্ধন পরীক্ষা,  ১৬তম নিবন্ধন ২০১৯, ntrca, শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান ২০১৯

১৬ তম শিক্ষক নিবন্ধন ২০১৯| প্রশ্নপত্র সমাধান বাংলা

16th NTRCA School Question Solution, ১৬তম শিক্ষক নিবন্ধন English, ১৬তম নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, নিবন্ধন, ১৬তম তম নিবন্ধন পরীক্ষা,  ১৬তম নিবন্ধন ২০১৯, ntrca, শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান ২০১৯


1. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?

  • প্রমথ চৌধুরী
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • মোতাহার হোসেন চৌধুরী
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

2. বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি ?

  • টি
  • ৩টি
  • টি
  • টি

3. নিচের কোনটি '-ত্ব' বিধানের নিয়মে শুদ্ধ?

  • মাস্টার
  • পোশাক
  • জিনিস
  • পোস্ট মাস্টার

4. 'দ্যুলোক' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • দুঃ + লোক
  • দুই + লোক
  • দ্বি + লোক
  • দিব্ + লোক

5. সমাসবদ্ধ শব্দে সাধারণত -ত্ব বিধান খাটে না - এর উদাহরণ কোনটি?

  • অগ্রনায়ক
  • রতন
  • আপন
  • অনুষ্ঠান

6. 'পুকুরে মাছ আছে'- এখানে 'পুকুর' কোন অধিকরণ কারক?

  • বৈষয়িক অধিকরণ
  • ভাবাধিকরণ
  • অভিব্যাপক অধিকরণ
  • ঐকদেশিক অধিকরণ

7. ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে -

  • ধাতু প্রত্যয়
  • শব্দ প্রত্যয়
  • কৃৎ প্রত্যয়
  • তদ্ধিত প্রত্যয়

8. ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি?

  • আমাদের সেনারা যুদ্ধে অপরাজেয়
  • একদা প্রভাতে ভানুর প্রভাতে ফুটিল কমল কলি
  • চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়
  • প্রভাতে উঠিল রবি লোহিত বরণ

9. 'সম্মুখে অগ্রসর হয় অভ্যর্থনা" - এক কথায় প্রকাশ করলে কী হয়?

  • প্রত্যুদগমন
  • অগ্রগামী
  • শুভ পদার্পণ
  • স্বাগতম

10. 'পেয়ারা ' কোন ভাষা থেকে আগত শব্দ ?

  • বাংলা
  • পর্তুগীজ
  • ফারসি
  • হিন্দি

11. 'গুনহীনের ব্যর্থ আস্ফালন' অর্থটি কোন প্রবাদে ব্যক্ত হয়েছে?

  • কানা ছেলের নাম পদ্মলোচন
  • ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি
  • অসারের তর্জন-গর্জন সার
  • আসলে মুঘল নেই, ঢেঁকি ঘরে চাঁদোয়া

12. বিপরীতার্থে 'পরা' উপসর্গ যুক্ত শব্দ কোনটি?

  • পরাকাষ্ঠা
  • পরাক্লান্ত
  • পরায়ণ
  • পরাভব

13. 'তামার বিষ ' বাগধারটির অর্থ কী?

  • অর্থের কুপ্রভাব
  • অপচয়
  • ক্ষণস্থায়ী বস্তু
  • কৃপনের কড়ি

14. 'বীণাপাণি' সমস্ত পদটি কোন সমাস ?

  • ব্যধিকরণ বহুব্রীহি
  • ব্যতিহার বহুব্রীহি
  • মধ্যপদলোপী বহুব্রীহি
  • অলুক বহুব্রীহি

15. বাংলা বর্ণমালার উৎস কী?

  • তিব্বতি লিপি
  • ব্রাহ্মী লিপি
  • খরোষ্ঠী লিপি
  • দেবনাগরি লিপিউ

16. 'খ্রিস্টান ' কোন জাতীয় মিশ্র শব্দ?

  • ইংরেজি + বাংলা
  • ইংরেজি + আরবি
  • ইংরেজি + ফারসি
  • ইংরেজি + তৎসম

17. 'Call it a day' - এর যথার্থ অনুবাদ কোনটি?

  • পুনরায় শুরু করা
  • খুবই গুরুত্বপূর্ণ কাজ
  • কাউকে ডেকে আনা
  • একটি স্বরণীয় দিন

18. 'মরি ! মরি! কী সুন্দর প্রভাতের রুপ ' - এখানে অনন্বয়ী অব্যয় কিভাবে প্রকাশ পেয়েছে?

  • যন্ত্রণা
  • বিরক্তি
  • সম্মতি
  • উচ্ছ্বাস

19. সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কী?

  • কমা
  • দাঁড়ি
  • কোলন
  • সেমিকোলন

20. 'Book Post ' এর পারিভাষিক রুপ কোনটি?

  • ডাকঘর
  • খোলাডাক
  • উপবিধি
  • লেখস্বত্ব

21. কোনটি দেশি শব্দের উদাহরণ ?

  • লুঙ্গি
  • খােকা
  • সম্রাট
  • গঞ্জ

22. কোনটি রুপক কর্মধারয় সমাস ?

  • করকমল
  • কালস্রোত
  • করপল্লব
  • কচুকাটা

23. 'উষ্ণীয়' এর শব্দার্থ -

  • অত্যন্ত উষ্ণ
  • কুসুম কুসুম উষ্ণ
  • পাগড়ি
  • শীতের আমেজ

24. 'নাটিকা ' কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?

  • সমার্থে
  • ক্ষুদ্রার্থে
  • বৃহদার্থে
  • বিপরীতার্থে

25. 'শিরে - সংক্রান্তি ' বাগধারটির অর্থ কী?

  • আসন্ন -বিপদ
  • মাথা ব্যথা
  • মহাবিপদ
  • মাথার বোঝা


16th NTRCA School Question Solution, ১৬তম শিক্ষক নিবন্ধন English, ১৬তম নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, নিবন্ধন, ১৬তম তম নিবন্ধন পরীক্ষা,  ১৬তম নিবন্ধন ২০১৯, ntrca, শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান ২০১৯

Post a Comment

Previous Post Next Post