১৬ তম শিক্ষক নিবন্ধন ২০১৯ (স্কুল সমপর্যায়-২)| প্রশ্নপত্র সমাধান বাংলা

 

১৬তম নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, নিবন্ধন, ১৬তম তম নিবন্ধন পরীক্ষা,  ১৬তম নিবন্ধন ২০১৯, ntrca, শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান ২০১৯

১৬ তম শিক্ষক নিবন্ধন ২০১৯ (স্কুল সমপর্যায়-২)| প্রশ্নপত্র সমাধান বাংলা

16th NTRCA School Question Solution, ১৬তম শিক্ষক নিবন্ধন English, ১৬তম নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, নিবন্ধন, ১৬তম তম নিবন্ধন পরীক্ষা,  ১৬তম নিবন্ধন ২০১৯, ntrca, শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান ২০১৯


1. বাংলা সাধু ভাষার জনক কে?

  • হরলাল রায়
  • . সুনীতি কুমার চট্টোপাধ্যায়
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • রবীন্দ্রনাথ ঠাকুর

2. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত সুনির্দিষ্ট?

  • কথা ভাষা
  • লেখ্য ভাষা
  • সাধু ভাষা
  • চলিত ভাষা

3. ‘মেঘশব্দের সমার্থক শব্দ কোনটি?

  • অম্বুদ
  • ভু-ধর
  • শূন্য
  • নীর

4. বিরাম চিহ্নের প্রবর্তক কে?

  • প্রথম চৌধুরী
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • আব্দুল হাকিম

5. সমাসবদ্ধ পদের অংশগুলোর বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়?

  • কোলন
  • সেমিকোলন
  • কমা
  • হাইফেন

6. ‘খয়ের খাঁবাগধারাটির অর্থ কী?

  • মন্দভাগ্য
  • তুচ্ছ পদার্থ
  • চাটুকার
  • নির্বোধ

7. ‘গঙ্গাশব্দের সমার্থক শব্দ কোনটি?

  • গোমতি
  • কৃষ্ণবেণী
  • কাবেরী
  • সবগুলো

8. ‘চন্দ্রশব্দের সমার্থক শব্দ কোনটি?

  • সোম
  • ভূষণ
  • নকশা
  • নভঃ

9. ‘নৈসর্গিকশব্দের বিপরীত শব্দ কোনটি?

  • নকল
  • ঐহিক
  • কৃত্রিম
  • তামসিক

10. নিচের কোন বানানটি শুদ্ধ ?

  • পিপীলিকা
  • পিপিলিকা
  • পীপিলীকা
  • পিপীলীকা

11. কোন বানানটি শুদ্ধ ?

  • শমীচিন
  • সমীচীন
  • সমিচীন
  • শমীচীন

12. কোন বাক্যটি শুদ্ধ?

  • দারিদ্রতাই প্রধান সমস্যা
  • দাদ্রিতাই আমাদের মূল সমস্যা
  • দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা
  • দারিদ্রতাই আমাদের প্রধান সমস্যা

13. ‘তপোবনকোন সমাস?

  • দ্বন্দ্ব সমাস
  • চতুর্থী তৎপুরুষ সমাস
  • প্রাদি সমাস
  • বহুব্রীহি সমাস

14. সন্ধির প্রধান কাজ কী?

  • ধ্বনি পরিবর্তন
  • অর্থের পরিবর্তন
  • পদের পরিবর্তন
  • বাক্য সংকোচন

15. সমাস গঠন প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষপন্ন পদটির নাম কী?

  • সমস্যমান পদ
  • সমস্তপদ
  • ব্যাসবাক্য
  • উত্তরপদ

16. ‘তিলে তৈল হয়বাক্যেতিলেকোন কারক?

  • কর্ম কারক
  • করণ কারক
  • অপাদান কারক
  • অধিকরণ কারক

17. ‘সিংহাসনকোন সমাস?

  • দ্বন্দ্ব সমাস
  • মধ্যপদলোপী কর্মধারয়
  • মধ্যপদলোপী বহুব্রীহি
  • অব্যয়ীভাব সমাস

18. ‘রেলগাড়িটি স্টেশন ছেড়েছেবাক্যে  ষ্টেশনকোন কারকে কোন বিভক্তি ?

  • অপাদানে শূন্য
  • করণে মূন্য
  • কর্তায় শূন্য
  • অধিকরণে শূন্য

19. ‘মেঘের ধ্বনিএর বাক্য সংকোচন কোনটি?

  • মৃন্ময়
  • জীমূতমন্দ্র
  • জীমূতেন্দ্র
  • শানকি

20. ‘সপ্তকান্ড রামায়ণবাগধারাটির অর্থ কী?

  • বৃহৎ বিষয়
  • গ্রন্থ
  • ছোটগল্প
  • কোনোটিই নয়

21. ‘সিদুঁরে মেঘবাগধারাটির অর্থ কী?

  • বড় বিপদ
  • অল্পে ভয়
  • বিপদের আশঙ্কা
  • আকাশ লাল

22. ‘লবণশব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

  • লে+অন
  • লব+ অন
  • লো+অন
  • +বন

23. নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?

  • কুলটা
  • যোগিনী
  • রজকী
  • চাতকী

24. ‘কালসাপকোন সমাস?

  • নিত্য সমাস
  • দ্বন্দ্ব সমাস
  • বহুব্রীহি সমাস
  • কর্মধারয় সমাস

25. Watery grave' এর অর্থ কী?

  • পানির নালা
  • সলিল সমাধি
  • পানিযুক্ত কবর
  • কোনোটি নয়

16th NTRCA School Question Solution, ১৬তম শিক্ষক নিবন্ধন English, ১৬তম নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, নিবন্ধন, ১৬তম তম নিবন্ধন পরীক্ষা,  ১৬তম নিবন্ধন ২০১৯, ntrca, শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান ২০১৯

Post a Comment

Previous Post Next Post