১৫ তম শিক্ষক নিবন্ধন ২০১৯ (স্কুল সমপর্যায়-২)| প্রশ্নপত্র সমাধান বাংলা

 


১৫ তম শিক্ষক নিবন্ধন ২০১৯ (স্কুল সমপর্যায়-২)| প্রশ্নপত্র সমাধান বাংলা

15th NTRCA School Question Solution, ১৫তম শিক্ষক নিবন্ধন English, ১৫তম নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, নিবন্ধন, ১৫তম তম নিবন্ধন পরীক্ষা,  ১৫তম নিবন্ধন ২০১৮, ntrca, শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান ২০১৯

1. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি নয়?

  • মস্যাধার
  • অন্যান্য
  • মার্তন্ড
  • কুলটা

2.‘ঠাকুরশব্দের লিঙ্গান্তর কোনটি?

  • ঠাকুরাইন
  • ঠাকুরানী
  • ঠাকুরণী
  • ঠাকুরণি

3. নিচের কোনটির পুরুষবাচক শব্দ আছে?

  • দাই
  • এয়ো
  • সারী
  • সধবা

4. যে মেয়ের বিয়ে হয়নি- এর বাক্য সংকোচন কোনটি?

  • মৃতবৎসা
  • কৃতদার
  • অনুজা
  • অনূঢ়া

5.’খাতকশব্দটির বিপরীত শব্দ কোনটি?

  • প্রসারণ
  • চেতন
  • মহাজন
  • উত্তমর্ণ

6.‘অহিশব্দের সমার্থক শব্দ কোনটি?

  • অচল
  • সাপ
  • চাঁদ
  • দিন

7. কোনটি চাঁদের সমার্থক শব্দ?

  • হিমাংশু
  • সবিতা
  • চিকুর
  • শৈল

8. কোন প্রাদি সমাসের উদাহরণ ?

  • গৃহস্থ
  • ছা- পোষা
  • শতাব্দী
  • প্রগতি

9. কানে কানে যে কথা = কানাকানি - এখানে কানাকানি কোন ধরনের বহুব্রীহি সমাস?

  • সমানাধিকরণ বহুব্রীহি
  • ব্যতিহার বহুব্রীহি
  • ব্যাধিকরণ বহুব্রীহি
  • মধ্যপদলোপী বহুব্রীহি

10. বিভক্তি যুক্ত শব্দকে কী বলে?

  • পদ
  • প্রাতিপদিক
  • অক্ষর
  • বাক্য

11. হনন করার ইচ্ছা- এর বাক্য সংকোচন কোনটি?

  • লিপ্সা
  • জিঘাংসা
  • কৃতঘ্ন
  • জিতেন্দ্রিয়

12. অপ্রাণিবাচক শব্দের উত্তর বিভক্তি হবে

  • কে
  • রে
  • তে
  • শূন্য

13. খিলিপান ( এর ভিতরে ) দিয়ে ওষুধ খাবে - কোন কারক?

  • কারক কারক
  • অপাদান কারক
  • অধিকরণ কারক
  • কর্ম কারক

14. প্রকৃত বাংলা ব্যঞ্জনসন্ধি কোন নিয়মে হয়ে থাকে?

  • সমীভবন
  • বিষমীভবর
  • অপিনিহিত
  • অসমীকরণ

15. সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

  • ধ্বনিতত্ত্বে
  • রূপতত্ত্বে
  • বাক্যতত্ত্বে
  • অর্থতত্ত্বে

16. In the good book___ অর্থ কী?

  • সুন্দর দেখতে
  • সুনজরে
  • শুভ কামনা
  • ভালো চাই

17. Man is the architect of his own life- এর সঠিক অনুবাদ কোনটি?

  • মানুষ তার নিজ জীবনের স্থপতি
  • মানুষ জীবনের স্থপতি
  • মানুষ জীবনের স্থপতি
  • মানুষ জীভনের নির্মাতা

18. নিচের কোন বাক্যটি সঠিক?

  • খানা দুই কম্বল চেয়েছিলাম
  • দেশ গোটা ছারখার হয়ে গেছে
  • গোটা সাতেক আম এনো
  • কমলালেবু গোটা দুই আছে

19. নিচের কোন বানানটি সঠিক?

  • ভাগিরথি
  • ভাগিরথী
  • ভাগীরথি
  • ভাগীরথী

20.‘হাড়-হাভাতে’ - বাগধারাটির অর্থ কী?

  • হতভাগ্য
  • নিরেট মূর্খ
  • চক্ষুশূল
  • নিতান্ত অলস

21.’তামার বিষবাগধারাটির অর্থ কোনটি?

  • অহংকার
  • ক্ষণস্থায়ী
  • অর্থের কুপ্রভাব
  • টনক নড়া

22. বিরামচিহ্ন কেন ব্যবহৃত হয়?

  • বাক্য সংকোচনের জন্য
  • বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য
  • বাক্যের সৌন্দর্যের জন্য
  • বাক্যকে অলংকৃত করার জন্য

23. কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে?

  • দাঁড়ি
  • সেমিকোলন
  • কোলন
  • হাইফেন

24. কোনটি সাধুভাষার ক্ষেত্রে প্রযোজ্য?

  • সহজবোধ্য
  • নাট্য সংলাপে ব্যবহার
  • তদ্ভব শব্দবহুল
  • তৎসম শব্দবহুল

25. ভাষার মূল উপাদান কোনটি?

  • ধ্বনি
  • শব্দ
  • বাক্য
  • অর্থ

 

15th NTRCA School Question Solution, ১৫তম শিক্ষক নিবন্ধন English, ১৫তম নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, নিবন্ধন, ১৫তম তম নিবন্ধন পরীক্ষা,  ১৫তম নিবন্ধন ২০১৮, ntrca, শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান ২০১৯

Post a Comment

Previous Post Next Post