যিলহজের প্রথম দশক। Original PDF Download-Zillhojjer Prothom Doshok

 



যিলহজের প্রথম দশক। Original PDF Download

আল্লাহ তাআলাই প্রতিটি মাস সৃষ্টি করেছেন। আর রমজানকে নির্ধারণ করেছেন তাঁর বান্দাদেরকে বাড়তি পুরস্কার দেওয়ার জন্য। ঠিক একইভাবে আল্লাহ যখন দিবস সৃষ্টি করলেন, তখন যিলহজের প্রথম দশ দিনকে শ্রেষ্ঠত্ব দিলেন বাকি দিনগুলোর ওপর। ইবাদতের এই মৌসুম অনেকগুলো উপকার নিয়ে আসে । যেমন : আমাদের ভুলগুলো শুধরানোর সুযোগ, আমাদের অপূর্ণতাগুলোকে পূর্ণতা দান করার সুযোগ। অথবা হাতছাড়া হওয়া ইবাদত পূরণ করে নেওয়ার সুযোগ । 

যিলহজের প্রথম দশক। Original PDF Download-Zillhojjer Prothom Doshok


অনেকে হয়তো রমজান বা তার পরের কিছু ইবাদত হাতছাড়া করে ফেলেছেন আর পরে আফসোস করেছেন । এখন আমাদের সেই ইবাদতগুলো পুষিয়ে নেওয়ার একটা সুযোগ এল। প্রতিটি বিশেষ সময়েরই কিছু না কিছু বিশেষ ইবাদত থাকে। যেন এগুলোর দ্বারা বান্দা তার রবের নৈকট্য অর্জন করতে পারে। অনুরূপভাবে যিলহজের এই বিশেষ দিনগুলোরও এমন কিছু ইবাদত রয়েছে, যেগুলোর মাধ্যমে আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা নিজ অনুগ্রহ ও রহমত বর্ষণ করেন। কামিয়াব তো সেই বান্দা, যে কিনা এইসব বিশেষ মাস, দিন আর মুহূর্তগুলো সর্বোচ্চ কাজে লাগিয়ে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করে।

Post a Comment

Previous Post Next Post