বাগধারা-বাংলা ব্যাকরণ-সকল প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য। BCS, BANK, OTHER EXAM

 

বাগধারা,বাগধারা কি, bcs, psc, বাংলা বাগধারা,বাংলা ব্যাকরণ বাগধারা,বাগধারা ও প্রবাদ প্রবচন,বাগধারা কাকে বলে,বাগধারা মনে রাখার টেকনিক,বাগধারা দিয়ে বাক্য রচনা,বাগধারা কৌশল,বাগধারা মনে রাখার কৌশল

বাগধারা-বাংলা ব্যাকরণ-সকল প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য। BCS, BANK, OTHER EXAM


ü  গা করা=উদ্যোগী হওয়া

ü  গােকুলের ষাঁড় =স্বেচ্ছাচারী

ü  গড্ডলিকা প্রবাহ =অন্ধ অনুকরণ

ü  গোঁফ খেজুরে=নিতান্ত অলস

ü  গোবরে পদ্মফুল= নীচ কূলে মহৎ ব্যক্তি

ü  গােবর গণেশ=মূর্খ

ü  গভীর জলের মাছ =যার অনেক বুদ্ধি আছে

ü  গরমাগরম=টাটকা

ü  গৌরিদান=বাল্যবিবাহ

ü  গৌরচন্দ্রিকা=ভূমিকা

ü  গোল্লায় যাওয়া=নষ্ট হওয়া

ü  গলায় গামছা=অপমান করা

ü  গুড়ে বালি=আশায় নৈরাশ্য

ü  গায়ে ফু দিয়ে বেড়ানাে=কোন দায়িত্ব গ্রহণ না করা

ü  গায়ে মাখা=গুরুত্ব দেয়া

ü  গোঁয়ার গােবিন্দ= কাণ্ডজ্ঞানহীন


ü  ঘুঘু চরানো=সর্বনাশ করা

ü  ঘাটের মড়া=অতি বৃদ্ধ

ü  ঘটিরাম=নেকামি/ অপদার্থ

ü  ঘণ্টাগরুড়=অকর্মণ্য অকর্মণ্য লোক

ü  ঘর থাকতে বাবুই ভেজা=সুযোগ থেকেও নষ্ট

ü  ঘোড়া রোগ=সাধ্যের অতীত সাধ

ü  ঘোড়ার কামড়=দৃঢ় লোক



ü  চক্ষুদান=চুরি

ü  চোখ কপালে তোলা=বিস্মিত হওয়া

ü  চোখ খােলা রাখা=সতর্ক থাকা

ü  চোখের মণি=অত্যন্ত প্রিয়

ü  চোখের বালি =শত্রু

ü  চাঁদের হাট=আনন্দের প্রাচুর্য

ü  চিনির বলদ=ভারবাহী কিন্তু ফলভােগী নয়

ü  চিনির পুতুল=পরিশ্রমী

ü  চর্বিত চর্বন=পুনরাবৃত্তি

ü  চোরা বালি=প্রচ্ছন্ন বিপদ

ü  চুলায় দেওয়া=সর্বনাশ করা

ü  চল্লিশের কোঠা=উনচল্লিশ

ü  চিড়ে চ্যাপ্টা=নাজেহাল

ü  ছাই চাপা আগুন=গােপন গুণ

ü  ছক্কা-পাঞ্জা করা= বড়াই করা

ü  ছকড়া-নকড়া=সস্তা দর

ü  ছা-পো্ষা=অত্যন্ত গরীব

ü  ছেলের হাতের মোয়া=সহজপ্রাপ্য

ü  হেঁড়া চুলে খোঁপা বাঁধা=পরকে আপন করার চেষ্টা

বাগধারা,বাগধারা কি, bcs, psc, বাংলা বাগধারা,বাংলা ব্যাকরণ বাগধারা,বাগধারা ও প্রবাদ প্রবচন,বাগধারা কাকে বলে,বাগধারা মনে রাখার টেকনিক,বাগধারা দিয়ে বাক্য রচনা,বাগধারা কৌশল,বাগধারা মনে রাখার কৌশল,বাগধারা মনে রাখার উপায়,কিছু গুরুত্বপূর্ণ বাগধারা,বাগধারা থেকে বাগধারা,বাগধারা ও বাগবিধি,বারবার আসা বাগধারা,বিগত বছরের বাগধারা,বাগধারা বই,কৌশলে মনে রাখুন সমজাতীয় বাগধারা,#বাগধারা,বাগধারা মনে রাখার উপায়,গুরুত্বপূর্ণ বাগধারা,বাগধারা ও প্রবাদ - for bcs,বাগধারা বাংলা

ü  জগদ্দল পাথর= গুরুভার

ü  জুতাে সেলাই থেকে চণ্ডিপাঠ=ছােট বড় যাবতীয় কাজ করা

ü  জিলিপির প্যাচ=কুটিল

ü  ঝাঁকের কৈ=একই স্বভাবের লোক

ü  ঝােলের লাউ অম্বলের কদু =সব পক্ষের মন যুগিয়ে চলা

ü  ঝড়ো কাক=দুর্দশাগ্রস্ত ব্যক্তি

ü  টুপভুজঙ্গ=নেশাগ্রস্ত

ü  ঠোট কাটা=স্পষ্টবাদী।



Tags: বাগধারা,বাগধারা কি, bcs, psc, বাংলা বাগধারা,বাংলা ব্যাকরণ বাগধারা,বাগধারা ও প্রবাদ প্রবচন,বাগধারা কাকে বলে,বাগধারা মনে রাখার টেকনিক,বাগধারা দিয়ে বাক্য রচনা,বাগধারা কৌশল,বাগধারা মনে রাখার কৌশল,বাগধারা মনে রাখার উপায়,কিছু গুরুত্বপূর্ণ বাগধারা,বাগধারা থেকে বাগধারা,বাগধারা ও বাগবিধি,বারবার আসা বাগধারা,বিগত বছরের বাগধারা,বাগধারা বই,কৌশলে মনে রাখুন সমজাতীয় বাগধারা,#বাগধারা,বাগধারা মনে রাখার উপায়,গুরুত্বপূর্ণ বাগধারা,বাগধারা ও প্রবাদ - for bcs,বাগধারা বাংলা

Post a Comment

Previous Post Next Post