চক্রবৃদ্ধি মুনাফা। অষ্টম শ্রেণী। অধ্যায়-২.২। সম্পূর্ণ সমাধান+সৃজনশীল সমাধান

চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা সৃজনশীল সমাধান, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, চক্রবৃদ্ধি মুনাফা class 8, chapter 2.2, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি মুনাফার সৃজনশীল অংক, সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র

চক্রবৃদ্ধি মুনাফা। অষ্টম শ্রেণী। অধ্যায়-২.২। সম্পূর্ণ সমাধান+সৃজনশীল সমাধান

অষ্টম শ্রেণীর গণিত চক্রবৃদ্ধি মুনাফা অধ্যায় সমাধান হ্যান্ডনোট pdf. অষ্টম শ্রেণীর গণিত নোট | সাধারণ গণিত নোট Pdf-2021. চক্রবৃদ্ধি মুনাফা-অষ্টম শেণী।


এ অধ্যায় শেষে যা যা শিখবে:

  • মুনাফা কি তা বলতে পারবে।
  • সরল মুনাফার হার ব্যাখ্যা করতে পারবে এবং এ সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে।
  • চক্রবৃদ্ধি মুনাফার হার ব্যাখ্যা করতে পারবে এবং এ সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে।
  • ব্যাংকের হিসাব বিবরণী বুজতে ও ব্যাখ্যা করতে পারবে।
  • সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারবে।

  • যে সব সমস্যার সমাধান থাকবে তা একনজরে দেখে নেই====>

০৭। বার্ষিক ১০% মুনাফায় ৮০০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় কর। 

০৮। বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৫০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার

পার্থক্য কত হবে ? | 

০৯। একই হার মুনাফায় কোনাে মূলধনের এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬৫০০ টাকা ও দুই

বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬৭৬০ টাকা হলে, মূলধন কত ? ১০। বার্ষিক শতকরা ৮.৫০ টাকা চক্রবৃদ্ধি মুনাফায় ১০০০০ টাকার ২ বছরের সবৃদ্ধিমূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় কর।

১১। কোনাে শহরের বর্তমান জনসংখ্যা ৬৪ লক্ষ । শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ২৫ জন হলে, ২ বছর পর ঐ শহরের জনসংখ্যা কত হবে ? 

১২। এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক ৮% চক্রবৃদ্ধি মুনাফায় ৫০০০ টাকা ঋণ

নিলেন। প্রতিবছর শেষে তিনি ২০০০ টাকা করে পরিশােধ করেন । ২য় কিস্তি পরিশােধের

পর তাঁর আর কত টাকা ঋণ থাকবে ? 


১৩। একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনাে মূলধন এক বছরান্তে সবৃদ্ধিমূল ১৯৫০০ টাকা এবং দুই

বছরান্তে সবৃদ্ধিমূল ২০২৮০ টাকা হল । 

ক. মুনাফা নির্ণয়ের সূত্র লিখ ।

খ. মূলধন নির্ণয় কর । 

গ. একই হারে উক্ত মূলধনের জন্য ৩ বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর ।


১৪। শিপ্রা বড়য়া কোনাে ব্যাংকে ৩০০০ টাকা জমা রেখে ২ বছর পর মুনাফাসহ ৩৬০০ টাকা

পেয়েছেন ।

ক. সরল মুনাফার হার নির্ণয় কর। 

খ. আরও ৩ বছর পর মুনাফা-আসল কত হবে ? 

গ. ৩০০০ টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে ২ বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হতাে ?



সমাধান নিম্নে দেওয়া হলোঃ






চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা সৃজনশীল সমাধান, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, চক্রবৃদ্ধি মুনাফা class 8, chapter 2.2, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি মুনাফার সৃজনশীল অংক, সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র, চক্রবৃদ্ধির মুনাফা বের করার সহজ কৌশল, সহজ উপায়ে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের পদ্ধতি, সরল ও চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার অংক করার সহজ পদ্ধতি, মুনাফার অংক, ক্যালকুলেটর ছাড়া চক্রবৃদ্ধি মুনাফার অংক, মুনাফা, ক্যালকুলেটর ছাড়া চক্রবৃদ্ধি মুনাফার অংক করার সহজ পদ্ধতি






সম্পূর্ণ সমাধান হ্যান্ডনোট আকারে পেতে নিচের বাটনটিতে ক্লিক কর========>



ডাউনলোড করতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের মতামত জানাতে ভুলবেনা কিন্তু। পর্যায়ক্রমে সব অধ্যায়ের হ্যান্ডনোট আমরা দিবো। তোমরা আমাদের সাথেই থেকো আর সবাইকে শেয়ার করে জানিয়ে দিও।
আজ চক্রবৃদ্ধি মুনাফা অধ্যায় এখানেই শেষ করছি।অন্যান্য অধ্যায়গুলো পেতে আমাদের আগের পোস্টগুলো দেখো।

আমাদের এই প্রচেষ্টা সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জন্য। তোমরা সামান্যটুকু উপকৃত হলেও আমাদের চেষ্টা সার্থক বলে মনে হবে।





Tags: চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা সৃজনশীল সমাধান, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, চক্রবৃদ্ধি মুনাফা class 8, chapter 2.2, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি মুনাফার সৃজনশীল অংক, সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র, চক্রবৃদ্ধির মুনাফা বের করার সহজ কৌশল, সহজ উপায়ে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের পদ্ধতি, সরল ও চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার অংক করার সহজ পদ্ধতি, মুনাফার অংক, ক্যালকুলেটর ছাড়া চক্রবৃদ্ধি মুনাফার অংক, মুনাফা, ক্যালকুলেটর ছাড়া চক্রবৃদ্ধি মুনাফার অংক করার সহজ পদ্ধতি

1 Comments

Previous Post Next Post