প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা –২০১২ (Preli Primary)-12 October 2012। নাগলিঙ্গম কোড ; o১। P-1

 

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান,  primary job, primary question bank, primary question solved


প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা –২০১২



প্রশ্ন-১. কাঁটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা।’ –এ উদ্ধৃতাংশটি কোন কবির রচনা ?

  • কাজী নজরুল ইসলাম
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • ফজলল করিম
  • মোহিতলাল মজুমদার

কাজী নজরুল ইসলাম

ব্যাখ্যাঃ আলোচ্য অংশটুকু কাজী নজরুল ইসলামের বিখ্যাত ‘দারিদ্র’ কবিতার অংশ বিশেষ। নজরুলের কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্হ – বিষের বাঁশি, সাম্যবাদী, অগ্নিবীণা প্রভৃতি।

প্রশ্ন-২. ‘নৌকাডুবি’ রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি- ?

  • গল্প
  • নাটক
  • উপন্যাস
  • প্রবন্ধ

উপন্যাস

ব্যাখ্যাঃ ‘নৌকাডুবি’ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত উপন্যাস। চোখের বালি, ঘরে-বাইরে, চতুরঙ্গ প্রভৃতি রবীন্দ্রনাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপন্যাস।

প্রশ্ন-৩. ‘সুবচন নির্বাসনে’ নাটকটির রচয়িতা কে ?

  • সৈয়দ শামসুল হক
  • আবদুল্লাহ আল মামুন
  • সেলিম আল দীন
  • কল্যাণ মিত্র

আবদুল্লাহ আল মামুন

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৪. কোনটি শুদ্ধ বানান ?

  • আদ্যোক্ষর
  • আদ্যাক্ষর
  • আদ্যক্ষর
  • আদ্যাখর

আদ্যাক্ষর

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৫. কোন বানানটি শুদ্ধ ?

  • ইন্দ্রজালিক
  • ঈন্দ্রজালীক
  • ঈন্দ্রজালিক
  • ঐন্দ্রজালিক

ইন্দ্রজালিক, ঐন্দ্রজালিক

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৬. ‘যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, -এক কথায় কী হবে ?

  • বনস্পতি
  • পরগাছা
  • বর্ণচোরা
  • আগাছা

বনস্পতি

ব্যাখ্যাঃ যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না = বনস্পতি। আপনার বর্ণ লুকায় যে = বর্ণচোরা। অন্য গাছকে আশ্রয় করে বাঁচে = পরগাছা।

প্রশ্ন-৭. ‘ভোজন করার ইচ্ছা’ –এক কথায় কী হবে ?

  • পেটুক
  • ভোজনবিলাসী
  • বুভুক্ষা
  • খাদক

বুভুক্ষা

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৮. কোন বানানটি শুদ্ধ ?

  • Vollantary
  • Voluntary
  • Valantory
  • Vuluntory

Voluntary

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৯. কোনটি শুদ্ধ বানান- ?

  • Accilerate
  • Accilerrate
  • Accelerate
  • accilarate

Accelerate

ব্যাখ্যাঃ


প্রশ্ন-১০. He was entrusted ––– the care of his uncle. –বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে- ?

  • with
  • at
  • to
  • in

to

ব্যাখ্যাঃ Entrust to – কাউকে কোনো ব্যক্তির আস্থায় সমর্পণ করা; Entrust with –কাউকে কোনো বস্তু বা দায়িত্ব দিয়ে বিশ্বাস করা।

প্রশ্ন-১১. I attend ––– office punctually. –বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে- ?

  • at
  • on
  • to
  • in

to

ব্যাখ্যাঃ

প্রশ্ন-১২. নিচের কোন বাক্যটি শুদ্ধ ?

  • Paper is made of wood.
  • Paper is made by wood.
  • Paper is made from wood.
  • Paper is made with wood

Paper is made from wood.

ব্যাখ্যাঃ



প্রশ্ন-১৩. নিচের কোনটি শুদ্ধ বাক্য?

  • He refused the debt.
  • I could not do justice to it.
  • I could not make justice to it
  • I took a bath.

I took a bath.

ব্যাখ্যাঃ He refused the debt বাক্যটির শুদ্ধ রূপ হবে– He denied the debt. I could not make justice to it বাক্যটিতে ন্যায়বিচার করা বুঝাতে ‘make justice’ এর স্থলে ‘do justice’ হবে।

প্রশ্ন-১৪. কোনটি ‘Authentic’ শব্দের সমার্থক শব্দ ?

  • Rare
  • Expensive
  • Fake
  • Genuine

Genuine

ব্যাখ্যাঃ

প্রশ্ন-১৫. নকোনটি ‘Feasible’ শব্দের সমার্থক শব্দ ?

  • Realistic
  • Practical
  • Impossible
  • Difficult

Practical

ব্যাখ্যাঃ

প্রশ্ন-১৬. পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬৩ বছর এবং তাদের বয়সের অনুপাত ৭ : ২। ৯ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল ?

  • ৬ : ১
  • ৭ : ১
  • ৮ : ১
  • ৯ : ১

৮ : ১

ব্যাখ্যাঃ

প্রশ্ন-১৭. যদি ক : খ = ৫ : ৪ এবং ক : গ = ৬ : ৫ হয়, তবে গ : খ = ?

  • ২৫ : ২৪
  • ২৪ : ২৫
  • ৩ : ২
  • কোনটিই নয়

২৫ : ২৪

ব্যাখ্যাঃ এখানে, ক : খ = (৫ : ৪) × ৬ = ৩০ : ২৪ ক : গ = (৬ : ৫) × ৫ = ৩০ : ২৫ ক : খ : গ = ৩০ : ২৪ : ২৫ সুতরাং গ : খ = ২৫ : ২৪

প্রশ্ন-১৮. পরীক্ষায় ‘ক’ –এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০, ৮৫ ও ৭৫। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮০ হয় ?

  • ৭৮
  • ৮২
  • ৮৮
  • ৯০

৯০

ব্যাখ্যাঃ

প্রশ্ন-১৯. একটি বানর ১৩ মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে ৩ মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নেমে আসে। বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে ?

  • ৮ সেকেন্ডে
  • ১০ সেকেন্ডে
  • ১১ সেকেন্ডে
  • ১২ সেকেন্ডে

১১ সেকেন্ডে

ব্যাখ্যাঃ

প্রশ্ন-২০. ১৫টি খাসির মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ৩০০০ টাকা হলে, ৩টি খাসির মূল্য কত ?

  • ১৪০০ টাকা
  • ১৫০০ টাকা
  • ১৬০০ টাকা
  • ১৮০০ টাকা

১৫০০ টাকা

ব্যাখ্যাঃ

প্রশ্ন-২১. ৪ বছর আগে ক ও খ এর গড় বয়স ছিল ১৮ বছর। ক, খ ও গ -এর বর্তমান গড় বয়স ২৪ বছর। ৮ বছর পর গ -এর বয়স কত হবে ?

  • ২৮ বছর
  • ৩৬ বছর
  • ৩৮ বছর
  • ৪০ বছর

৩৬ বছর

ব্যাখ্যাঃ

v

প্রশ্ন-২২. একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে, কত টাকা লাভ হয় ?

  • ১০০ টাকা
  • ১১০ টাকা
  • ১১৫ টাকা
  • ১২০ টাকা

১০০ টাকা

ব্যাখ্যাঃ

প্রশ্ন-২৩. একটি কোম্পানি দিনে প্রথম ১০০০ টাকা বিক্রির উপর ৫% লাভ করে এবং ১০০০ টাকার অতিরিক্ত বিক্রির উপর ৪% লাভ করে। দিনে মোট ৬০০০ টাকার জিনিস বিক্রি হলে, কোম্পানি সর্বমোট কত টাকা লাভ করে ?

  • ২১০ টাকা
  • ২২০ টাকা
  • ২২৫ টাকা
  • ২৫০ টাকা

২৫০ টাকা

ব্যাখ্যাঃ

প্রশ্ন-২৪. ‘হাত-ভারি’ বাগধারাটির অর্থ- ?

  • দাতা
  • কম-খরচ
  • কৃপণ
  • দরিদ্র

কৃপণ

ব্যাখ্যাঃ

v

প্রশ্ন-২৫. কোন সংখ্যাটি ক্ষুদ্রতম ?

  • ১/১১
  • ২/২১
  • ৩/৩১
  • root(০.০২)

১/১১

ব্যাখ্যাঃ

প্রশ্ন-২৬. কোন সংখ্যাটি বৃহত্তম ?

  • ০.৩
  • sqrt{(০.৩)}
  • ১/২
  • ২/৫

sqrt{(০.৩)}

ব্যাখ্যাঃ

প্রশ্ন-২৭. ‘জঙ্গম’ –এর বিপরীতার্থক শব্দ কী ?

  • অরণ্য
  • সমুদ্র
  • পর্বত
  • স্থাবর

স্থাবর

ব্যাখ্যাঃ জঙ্গম শব্দের অর্থ – চলমান, সচল, অস্থাবর। তাই এর বিপরীত শব্দ হবে – স্থাবর।

প্রশ্ন-২৮. বাংলাদেশে সর্বপ্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে ?

  • ১৯৭২
  • ১৯৭৩
  • ১৯৭৪
  • ১৯৭৮

১৯৭৪

ব্যাখ্যাঃ বাংলাদেশ পুলিশ বাহিনীতে প্রথম নারী সদস্য নিয়োগ দেওয়া হয় ৮ জুন, ১৯৭৪ সালে।



প্রশ্ন-২৯. বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি ?

  • বেনাপোল
  • সোনা মসজিদ
  • চট্টগ্রাম
  • সাতক্ষিরা

বেনাপোল

ব্যাখ্যাঃ বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোল। বেনাপোল মূলত যশোর জেলার শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম। মোট স্থল বাণিজ্যের ৯০% এই বেনাপোলের মাধ্যমে সংঘটিত হয়ে থাকে।

প্রশ্ন-৩০. নিউজিল্যান্ডের আদিবাসীদের কী বলা হয় ?

  • তাতারু
  • মাউরি
  • রেড উন্ডিয়ান
  • কুর্দি

মাউরি

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৩১. ‘পিসিকালচার’ বলতে কী বোঝায় ?

  • হাঁস-মুরগি পালন
  • মৌমাছি পালন
  • মৎস্য চাষ
  • রেশম

মৎস্য চাষ

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৩২. কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ ?

  • ইসলাম খান
  • মীর জুমলা
  • রাজা মানসিংহ
  • শায়েস্তা খান

শায়েস্তা খান

ব্যাখ্যাঃ মুঘল সুবেদার শায়েস্তা খান চট্টগ্রাম থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন এবং চট্টগ্রামের নাম রাখেন ইসলামাবাদ। →ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন সুবেদার ইসলাম খান।

প্রশ্ন-৩৩. পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে ?

  • চন্দ্রগুপ্ত মৌর্য
  • ধর্মপাল
  • রামপাল
  • আদিশুর

ধর্মপাল

ব্যাখ্যাঃ পাহাড়পুর বৌদ্ধ বিহারের অপর নাম সোমপুর বিহার।

প্রশ্ন-৩৪. কোন মুসলিম নারী সর্বপ্রথম নোবেল শান্তি পুরস্কার পান ?

  • শিরিন এবাদি
  • বেনজীর ভুট্টো
  • মনিকা আলী।
  • বেগম রোকেয়া

শিরিন এবাদি

ব্যাখ্যাঃ শিরিন এবাদি সর্বপ্রথম মুসলিম নারী হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার পান। শিরিন এবাদি ইরানের নাগরিক। তিনি ২০০৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন।

প্রশ্ন-৩৫. বাংলাদেশের সবচেয়ে পুরাতন ঐতিহাসিক স্থান কোনটি ?

  • সোনারগাঁ
  • পাহাড়পুর
  • মহাস্থানগড়
  • ময়নামতি

মহাস্থানগড়

ব্যাখ্যাঃ বাংলাদেশের সর্বপ্রাচীন নগরের নাম পুণ্ড্রনগর । এর বর্তমান নাম মহাস্থানগড়। এটি বগুড়া জেলায় করতোয়া নদীর তীরে অবস্থিত।

প্রশ্ন-৩৬. কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি ?

  • ছাগলে কিনা খায়
  • টাকায় টাকা আনে
  • আরিফ বই পড়ে
  • ডাক্তার ডাক

আরিফ বই পড়ে

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৩৭. কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ ?

  • দুর্ভিক্ষ (ভিক্ষার অভাব)
  • নীলকণ্ঠ (নীল কণ্ঠ যার)
  • দম্পতি (জায়া ও পতি)
  • একাদশ (একের অধিক দশ)

একাদশ (একের অধিক দশ)

ব্যাখ্যাঃ নীল কণ্ঠ যার = নীলকণ্ঠ (বহুব্রীহি সমাস), জায়া ও পতি = দম্পতি (দ্বন্দ্ব সমাস), ভিক্ষার অভাব = দুর্ভিক্ষ (অব্যয়ীভাব সমাস)।

প্রশ্ন-৩৮. অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি ?

  • বুলবুলিতে ধান খেয়েছে
  • গোয়ালে গরু আছে
  • সৎপাত্রে কন্যা দান কর
  • পরাজয়ে ডরে না বীর

গোয়ালে গরু আছে

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৩৯. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ ?

  • সুবর্ণ (সু বর্ণ যার)
  • বৃষ্টি ধৌত (বৃষ্টিতে ধৌত)
  • ক্রোধানল (ক্রোধ রূপ অনল)
  • হররোজ (রোজ রোজ)

সুবর্ণ (সু বর্ণ যার)

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৪০. ‘ইতস্তত’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ?

  • ইত + তত
  • ইতঃ + তত
  • ইতস্ + তত
  • ইত + স্তত

ইতঃ + তত

ব্যাখ্যাঃ

প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা –২০১২ (Preli Primary)-12 October 2012। নাগলিঙ্গম কোড ; o১। P-1

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান, primary job, primary question bank, primary question solved, primary job preparation,primary job,primary job preparation english,primary teacher exam preparation,primary job preparation math,job preparation,primary job preparation 2021,primary exam preparation,primary bangla preparation,primary english preparation,primary teacher job exam preparation,primary exam update,primary job exam date,primary math preparation,primary job preparation 2020,primay bangla preparation,primary school job preparation

Post a Comment

Previous Post Next Post