প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা –২০১২। (Preli Primary)-12 October 2012। নাগলিঙ্গম কোড ; o১। P-2

 

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান,  primary job, primary question bank, primary question solved


প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা –২০১২

প্রশ্ন-৫১. বার্ষিক শতকরা ৬.০০ টাকা হার সুদে কত সময় ৪৫০ টাকা সুদে-আসলে ৫৫৮ টাকা হবে ?

  • ৩ বছর
  • ৪ বছর
  • ৫ বছর
  • ৬ বছর

৪ বছর

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৫২. একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তের ক্ষেত্রফলের সমান। বর্গের পরিসীমা ২৪ সে.মি. এবং আয়তের প্রস্থ ৪ সে.মি. হলে, আয়তের পরিসীমা হবে- ?

  • ১৬ সে.মি.
  • ২০ সে.মি.
  • ২৪ সে.মি.
  • ২৬ সে.মি.

২৬ সে.মি.

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৫৩. একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে বৃত্তটির ক্ষেত্রফল হবে- ?

  • দ্বিগুণ
  • তিন গুণ
  • চার গুণ
  • একই থাকবে

চার গুণ

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৫৪. DOS (কম্পিউটার সংক্রান্ত) কী ?

  • Disk Operating System
  • Data Operation Service
  • Data Operation System
  • এর কোনোটিই নয়

Disk Operating System

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৫৫. ‘পূর্বাশা’ দ্বীপের অপর নাম- ?

  • নিঝুম দ্বীপ
  • দক্ষিণ তালপট্টি দ্বীপ
  • কুতুবদিয়া দ্বীপ
  • সেন্টমাটিন দ্বীপ

দক্ষিণ তালপট্টি দ্বীপ

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৫৬. রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয় ?

  • বিটা রশ্মি
  • গামা রশ্মি
  • কিসমিক রশ্মি
  • মৃদু রঞ্জন রশ্মি

মৃদু রঞ্জন রশ্মি

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৫৭. মধ্যযুগের গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ?

  • কুমিল্লা
  • বগুড়া
  • রাজশাহী
  • চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৫৮. ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে ?

  • ১৭৫৭
  • ১৭৬৯
  • ১৭৮৯
  • ১৮১০

১৭৮৯

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৫৯. কত বছর পর পর হ্যালির ধূমকেতু আবির্ভূত হয় ?

  • ৬৫ বছর
  • ৭০ বছর
  • ৭৬ বছর
  • ৮০ বছর

৭৬ বছর

ব্যাখ্যাঃ


প্রশ্ন-৬০. ‘বাঙালি’ নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ?

  • বগুড়া
  • ফরিদপুর
  • গোপালগঞ্জ
  • কুড়িগ্রাম

বগুড়া

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৬১. কোন ধাতু তরল অবস্থায় থাকে ?

  • Au
  • Hg
  • Cu
  • Na

Hg

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৬২. শৈবাল কোন জাতীয় উদ্ভিদ ?

  • স্বভোজী
  • মৃতজীবী
  • পরভোজী
  • পরাশ্রয়ী

স্বভোজী

ব্যাখ্যাঃ শৈবাল স্বভোজী কারণ এর দেহে ক্লোরোফিল নামক সবুজ কণিকা রয়েছে যা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরিতে সহায়তা করে।

প্রশ্ন-৬৩. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত ?

  • পদ্মা
  • গড়াই
  • মহানন্দা
  • করতোয়া

করতোয়া

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৬৪. আলোর গতি ও বেতার তরঙ্গের গতি- ?

  • সমান নয়
  • বেতার তরঙ্গের গতি বেশি
  • আলোর গতি বেশি
  • সমান

সমান

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৬৫. আয়নার পিছনে কোন ধাতুটি ব্যবহৃত হয় ?

  • অ্যালুমিনিয়াম
  • জিঙ্ক
  • মার্কারি
  • কপার

মার্কারি

ব্যাখ্যাঃ আয়নার তৈরিতে কাঁচের একপাশে ধাতুর প্রলেপ দিতে হয়। আগে পারদ বা মারকারি (Hg) ব্যবহৃত হত। কিন্তু এখন রুপা ব্যবহৃত হয়। একে সিলভারিং বলে।

প্রশ্ন-৬৬. মানবদেহের কোন অংশে নিউমোনিয়া রোগ হয় ?

  • গলায়
  • ফুসফুসে
  • নাকে
  • হৃৎপিণ্ডে

ফুসফুসে

ব্যাখ্যাঃ নিউমোনিয়া জীবাণু মানুষের ফুসফুস এবং শ্বাসতন্ত্রকে আক্রান্ত করে। ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং টিবির জীবাণুর মাধ্যমে নিউমোনিয়া রোগ ছড়ায়।

প্রশ্ন-৬৭. বাংলাদেশের রাজধানী হিসেবে সোনারগাঁও-এর পত্তন করেন- ?

  • সম্রাট আকবর
  • শাহজাদা আযম
  • ঈশা খান
  • সুবেদার ইসলাম খান

ঈশা খান

ব্যাখ্যাঃ সোনাগাঁও এর পূর্ব নাম ‘সুবর্ণগ্রাম’। এটি নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। ঈশা খান বাংলাদেশের রাজাধানী হিসেবে সোনারগাঁও পত্তন করেন।

প্রশ্ন-৬৮. মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত ?

  • দক্ষিণ-পূর্ব
  • উত্তর-পূর্ব
  • পূর্ব
  • পশ্চিম

দক্ষিণ-পূর্ব

ব্যাখ্যাঃ


প্রশ্ন-৬৯. পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে- ?

  • মুন্সিগঞ্জের নিকট
  • ভৈরবের নিকট
  • চাঁদপুরের নিকট
  • গোয়ালন্দের নিকট

গোয়ালন্দের নিকট

ব্যাখ্যাঃ গোয়ালন্দ-পদ্মা ও যমুনার মিলনস্থল; বগুড়া-করতোয়া ও বাঙালির মিলনস্থল; নারায়ণগঞ্জ- শীতলক্ষ্যা ও ধলেশ্বরীর মিলনস্থল।

প্রশ্ন-৭০. ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে- ?

  • আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে
  • উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে
  • ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরকে
  • ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে

উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৭১. গ্রেট বেরিয়ার রিফ কোথায় অবস্থিত ?

  • প্রশান্ত মহাসাগরে
  • আটলান্টিক মহাসাগরে
  • ভারত মহাসাগরে
  • পারস্য মহাসাগরে

প্রশান্ত মহাসাগরে

ব্যাখ্যাঃ গ্রেট ও ব্যারিয়ার রিফ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম প্রবাল রিফ যা ২৯০০ এর বেশি একক রিফের সমন্বয়ে গঠিত। রিফটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের উপকূল ঘেঁষা প্রশান্ত মহাসাগরের কোরাল সাগরে অবস্থিত। UNESCO এটিকে ১৯৮১ সালে বিশ্ব হেরিটেজ সাইটেও অন্তর্ভুক্ত করে।

প্রশ্ন-৭২. প্রবল জোয়ারের কারণ, এ সময়- ?

  • চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে
  • পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
  • সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে
  • সূর্য ও চন্দ্র পৃথিবী সাথে সমকোণ করে থাকে

সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৭৩. পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ- ?

  • পানিতে আর্সেনিক পরিমাণ হ্রাস
  • পরিবেশ দূষণ হ্রাস
  • ডেঙ্গু জ্বরের প্রকোপ কমানে
  • উৎপাদন খরচের আধিক্য

পরিবেশ দূষণ হ্রাস

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৭৪. মালদ্বীপ গঠিত হয়েছে কীভাবে ?

  • একটি বড় দ্বীপ নিয়ে
  • দুইটি ছোট দ্বীপ নিয়ে
  • চারটি দ্বীপ নিয়ে
  • অনেকগুলো দ্বীপ নিয়ে

অনেকগুলো দ্বীপ নিয়ে

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৭৫. ১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন ?

  • ইব্রাহিম লোদী
  • শিবাজী
  • বৈরাজ খাঁ
  • রনা প্রতাপ সিংহ

ইব্রাহিম লোদী

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৭৬. আমাদের দেশে পরিবেশ দূষণের প্রধান কারণ কোনটি ?

  • দ্রুত জনসংখ্যা বৃদ্ধি
  • গাছপালা কাটা
  • পাহাড় কাটা
  • নদী ভরাট করা

দ্রুত জনসংখ্যা বৃদ্ধি

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৭৭. লালবাগ কেল্লার আদি নাম- ?

  • পরীবিবির দুর্গ
  • আজম দুর্গ
  • আওরঙ্গবাদ দুর্গ
  • শায়েস্তা খা দুর্গ

আওরঙ্গবাদ দুর্গ

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৭৮. আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে ?

  • ৩%
  • ৪%
  • ৫%
  • ৫.৫%

৫%

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৭৯. কোন বাংলাদেশি সর্বপ্রথম এভারেস্টের চূড়ায় আরোহণ করেন ?

  • মুসা ইব্রাহিম
  • নিশাত মজুমদার
  • এম. এ. মহিত
  • ওয়াসফিয়া নাজনীন

মুসা ইব্রাহিম

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৮০. নিশাত মজুমদার কত তারিখে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন ?

  • ১৮ মে, ২০১২
  • ১৯ মে, ২০১২
  • ২১ মে, ২০১২
  • ২২ মে, ২০১২

১৯ মে, ২০১২

ব্যাখ্যাঃ

Primary question bank solved

Post a Comment

Previous Post Next Post