সমাস (somas)। বিগত চাকরির পরীক্ষার সব প্রশ্ন একসাথে। somas bangla grammar-3

 

সমাস, সমাস মনে রাখার সহজ উপায়, সমাস hsc, সমাসের, সমাস নির্ণয়ের সহজ উপায়, সমাস, সমাস কাকে বলে, সমাস চেনার সহজ উপায়, ‍somas in bangla grammar, somas bangla grammar, somas bcs, somas hsc


সমাস (somas)। বিগত চাকরির পরীক্ষার সব প্রশ্ন একসাথে।


প্রশ্ন-১. 'দিগম্বর' (দিক অম্বর যার) কোন সমাস ?

  • অব্যয়ীভাব
  • কর্মধারয়
  • বহুব্রীহি
  • তৎপুরুষ

বহুব্রীহি

প্রশ্ন-২. 'ছায়াশীতল' কোন সমাস(ছায়াতে শীতল) ?

  • তৎপুরুষ
  • বহুব্রীহি
  • কর্মধারয়
  • দ্বিগু

তৎপুরুষ

প্রশ্ন-৩. কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ ?

  • একাদশ (একের অধিক দশ)
  • দম্পতি (জায়া ও পতি)
  • নীলকণ্ঠ (নীল কণ্ঠ যার)
  • দুর্ভিক্ষ (ভিক্ষার অভাব)

একাদশ (একের অধিক দশ)

প্রশ্ন-৪. কোনটি অব্যয়ীভাব সমাসে উদাহরণ ?

  • খোশমেজাজ
  • প্রতিদিন
  • অকাল
  • সেতার

প্রতিদিন

প্রশ্ন-৫. 'কাজল কালো' কোন সমাসের উদাহরণ ?

  • উপমিত কর্মধারয়
  • অলুক দ্বন্দ্ব
  • উপমান কর্মধারয়
  • মধ্যপদলোপী কর্মধারয়

উপমান কর্মধারয়


প্রশ্ন-৬. 'রক্তপতাকা' ও 'রক্তলাল' শব্দ দুটি যথাক্রমে কোন কোন কর্মধারয় সমাস ?

  • উপমিত ও রূপক
  • উপমিত ও উপমান
  • রূপক ও উপমান
  • উপমান ও উপমিত

রূপক ও উপমান

প্রশ্ন-৭. নিচের সমাসবদ্ধ পদগুলোর মাঝে কোনটি ‘ব্যতিহার বহুব্রীহি’র উদাহরণ ?

  • দশহাতি
  • হাতাহাতি
  • দশানন
  • দ্বিপদ

হাতাহাতি

প্রশ্ন-৮. ‘চিরসুখী’ কোন সমাস ?

  • দ্বন্দ্ব
  • দ্বিগু
  • দ্বিতীয়া তৎপুরুষ
  • অব্যয়ীভাব

দ্বিতীয়া তৎপুরুষ

প্রশ্ন-৯. খেচর কোন সমাস ?

  • দ্বন্দ্ব
  • বহুব্রীহি
  • উপপদ তৎপুরুষ
  • কর্মধারয়

উপপদ তৎপুরুষ

প্রশ্ন-১০. ’কদাচার’ শব্দটি কোন সমাস ?

  • কর্মধারয়
  • তৎপুরুষ
  • বহুব্রীহি
  • দ্বন্দ্ব

কর্মধারয়

প্রশ্ন-১১. 'বিষাদসিন্ধু' কোন কর্মধারয় সমাস ?

  • মধ্যপদলোপী
  • রূপক
  • উপমিত
  • উপমান

রূপক


প্রশ্ন-১২. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ?

  • সিংহাসন
  • ভাই-বোন
  • কানাকানি
  • গাছপাকা

ভাই-বোন

প্রশ্ন-১৩. ‘জমাখরচ’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি ?

  • জমা ও খরচ
  • জমাকে খরচ
  • জমা থেকে খরচ
  • জমার খরচ

জমা ও খরচ

প্রশ্ন-১৪. কোন সমাসের সমস্যমানপদের বিভক্তি লোপ পায় না ?

  • অলুক
  • প্রাদি
  • উপপদ
  • নিত্য

অলুক

প্রশ্ন-১৫. ‘বইপড়া’ কোন সমাস ?

  • তৎপুরুষ
  • দ্বন্দ্ব
  • অব্যয়ীভাব
  • দ্বিগু

তৎপুরুষ



প্রশ্ন-১৬. পূর্বপদে উপসর্গ বসে যে সমাস হয় তাকে বলে- ?

  • রূপক সমাস
  • নিত্য সমাস
  • প্রাদী সমাস
  • অলুক সমাস

প্রাদী সমাস

প্রশ্ন-১৭. কোনটি উপপদ তৎপুরুষের উদাহরণ ?

  • ছেলেধরা
  • উপগ্রহ
  • বিলাত ফেরত
  • প্রতিবাদ

ছেলেধরা

প্রশ্ন-১৮. 'যে চালাক সেই চতুর' কোন সমাস ?

  • দ্বন্দ সমাস
  • দ্বিগু সমাস
  • তৎপুরুষ সমাস
  • কর্মধারয় সমাস

কর্মধারয় সমাস

প্রশ্ন-১৯. 'ন্যায়সঙ্গত' কোন সমাস ?

  • দ্বিগু
  • তৎপুরুষ
  • দ্বন্দ্ব
  • কর্মধারয়

তৎপুরুষ

প্রশ্ন-২০. ত্রিকাল কোন সমাসের উদাহরণ ?

  • ব্যতিহার বহুব্রীহি
  • দ্বিগু
  • অব্যয়ীভাব
  • বহুব্রীহি

দ্বিগু

প্রশ্ন-২১. নিচের কোনটি রূপক সমাসের উদাহরণ নয় ?

  • দিলদরিয়া
  • মোমবাতি
  • শোকানল
  • মোহনিন্দ্রা

মোমবাতি

প্রশ্ন-২২. সমাসবদ্ধ শব্দ ‘আনত’ কোন সমাসের উদাহরণ ?

  • বহুব্রীহি
  • কর্মধারয়
  • সুপসুপা
  • অব্যয়ীভাব

অব্যয়ীভাব

প্রশ্ন-২৩. কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ ?

  • কাজ-কর্ম
  • খাসমহল
  • মুখোমুখি
  • উপকূল

মুখোমুখি

প্রশ্ন-২৪. ‘হরবোলা’ কোন সমাস ?

  • দ্বিগু
  • বহুব্রীহি
  • উপপদ তৎপুরুষ
  • কর্মধারয়

উপপদ তৎপুরুষ

প্রশ্ন-২৫. 'রোজ রোজ = হররোজ'- সমাসটি কোন অর্থে নিষ্পন্ন ?

  • অভাব
  • পৌনঃপুনিকতা
  • নৈকট্য
  • সাদৃশ্য

পৌনঃপুনিকতা

somas in bangla grammar

সমাস, সমাস মনে রাখার সহজ উপায়, সমাস hsc, সমাসের, সমাস নির্ণয়ের সহজ উপায়, সমাস, সমাস কাকে বলে, সমাস চেনার সহজ উপায়, ‍somas in bangla grammar, somas bangla grammar, somas bcs, somas hsc

Post a Comment

Previous Post Next Post