সমাস (somas)। বিগত চাকরির পরীক্ষার সব প্রশ্ন একসাথে। somas bangla grammar-2

 

সমাস, সমাস মনে রাখার সহজ উপায়, সমাস hsc, সমাসের, সমাস নির্ণয়ের সহজ উপায়, সমাস, সমাস কাকে বলে, সমাস চেনার সহজ উপায়, ‍somas in bangla grammar, somas bangla grammar, somas bcs, somas hsc

সমাস (somas)। বিগত চাকরির পরীক্ষার সব প্রশ্ন একসাথে। somas bangla grammar-2


প্রশ্ন-১. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ?

  • দুধেভাতে
  • আমরণ
  • অনাসক্ত
  • অন্যায়

দুধেভাতে

প্রশ্ন-২. সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষণের যে সমাস হয়, তাকে কি সমাস বলে ?

  • তৎপুরুষ
  • দ্বিগু
  • অ-প্রধান
  • বহুব্রীহি

দ্বিগু

প্রশ্ন-৩. হারামনি' কোন সমাস (হারিয়েছে যে মনি) ?

  • অব্যয়ীভাব
  • বহুব্রীহি
  • কর্মধারয়
  • তৎপুরুষ

কর্মধারয়


প্রশ্ন-৪. ব্যাসবাক্যটির সমাস নির্ণয় করুন। কাজলের মত কালো- ?

  • উপমিত কর্মধারয়
  • মধ্যপদলোপী কর্মধারয়
  • উপমান কর্মধারয়
  • উপমান বহুব্রীহি

উপমান কর্মধারয়

প্রশ্ন-৫. নিচের কোনটি দ্বিগু সমাস সিদ্ধ শব্দ ?

  • তৈলাক্ত
  • ষড়ঋত
  • ক্রোধানল
  • দম্পতি

ষড়ঋতু

প্রশ্ন-৬. কোনটি ঈষৎ অর্থে অব্যয়ীভাব সমাস ?

  • প্রতিচ্ছবি
  • প্রতিবাদ
  • আনত
  • অনুগমন

আনত

প্রশ্ন-৭. 'তুষারধবল' কোন সমাসের উদাহরণ ?

  • মধ্যপদলোপী কর্মধারয়
  • উপমান কর্মধারয়
  • উপমিত কর্মধারয়
  • সাধারণ কর্মধারয়

উপমান কর্মধারয়

প্রশ্ন-৮. 'বেওয়ারিশ' কোন সমাস ?

  • তৎপুরুষ
  • কর্মধারয়
  • অব্যয়ীভাব
  • নঞ্ তৎপুরুষ

অব্যয়ীভাব


প্রশ্ন-৯. যে বহুব্রীহি সমাসের পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য তাকে কোন সমাস বলে ?

  • অলুক বহুব্রীহি
  • সংখ্যাবাচক বহুব্রীহি
  • মধ্যপদলোপী বহুব্রীহি
  • ব্যাধিকরণ বহুব্রীহি

ব্যাধিকরণ বহুব্রীহি

প্রশ্ন-১০. প্রথমে উপসর্গ ও পরে কৃদন্ত পদযোগে এবং অব্যয় এর সঙ্গে নামপদযোগে সৃষ্ট হয়- ?

  • নিত্য সমাস
  • অব্যয়ীভাব সমাস
  • প্রাদী সমাস
  • উপমিত কর্মধারয় সমাস

প্রাদী সমাস

প্রশ্ন-১১. ব্যাসবাক্যের অপর নাম কী ?

  • বিগ্রহ বাক্য
  • উত্তরপদ
  • চর্যাপদ
  • পূর্বপদ

বিগ্রহ বাক্য

প্রশ্ন-১২. কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ ?

  • কাটাচোখা
  • কানাকানি
  • ঔষধি
  • ঋষিকবি

ঋষিকবি

প্রশ্ন-১৩. সংখ্যাবাচক শব্দ পূর্বপদে বসে কোন সমাস হয় ?

  • বহুব্রীহি
  • তৎপুরুষ
  • দ্বিগু
  • কর্মধারয়

দ্বিগু

প্রশ্ন-১৪. 'পুরুষসিংহ' শব্দটি কোন সমাস ?

  • ৬ষ্ঠী তৎপুরুষ
  • রূপক
  • উপমান
  • উপমিত

উপমিত

প্রশ্ন-১৫. উপাচার্য শব্দটি কোন শ্রেণীর সমাস ?

  • প্রাদি তৎপুরুষ
  • বহুব্রীহি
  • অলুক তৎপুরুষ
  • উপপদ তৎপুরুষ

প্রাদি তৎপুরুষ

প্রশ্ন-১৬. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ ?

  • চিরসুখী
  • বেহায়া
  • মশা-মাছি
  • পলান্ন

পলান্ন


প্রশ্ন-১৭. 'মহাকীর্তি' এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?

  • মহতী যে কীর্তি
  • মহা যে কীর্তি
  • মহান যে কীর্তি
  • মহান কীর্তি যার

মহতী যে কীর্তি

প্রশ্ন-১৮. যে সমাসে পদগুলি নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের প্রয়োজন হয় না, তাকে কোন সমাস বলে ?

  • নিত্য সমাস
  • অলুক সমাস
  • প্রাদি সমাস
  • অব্যয়ীভাব

নিত্য সমাস

প্রশ্ন-১৯. পূর্বপদের বিভক্তি লোপ হয়ে যে সমাস হয় তাকে বলে - ?

  • তৎপুরুষ
  • বহুব্রীহি
  • কর্মধারয়
  • দ্বিগু

তৎপুরুষ

প্রশ্ন-২০. তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান ?

  • পরপদ
  • পূর্বপদ
  • উভয়পদ
  • অন্যপদ

পরপদ

প্রশ্ন-২১. কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ ?

  • ইন্দ্রজিৎ
  • একরোখা
  • কালান্তর
  • ইহকাল

ইহকাল

প্রশ্ন-২২. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ ?

  • গায়ে হলুদ
  • চালকুমড়া
  • ছয়নি
  • ছায়াছবি

চালকুমড়া

প্রশ্ন-২৩. 'মেঘশূন্য' (মেঘ দ্বারা শূন্য) কোন সমাস ?

  • অব্যয়ীভাব
  • বহুব্রীহি
  • কর্মধারয়
  • তৎপুরুষ

তৎপুরুষ

প্রশ্ন-২৪. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে ?

  • সমস্যমান পদ
  • সমস্তপদ
  • উত্তরপদ
  • পূর্বপদ

সমস্যমান পদ

প্রশ্ন-২৫. 'রাজপুত্র' কোন সমাসের উদাহরণ ?

  • দ্বন্দ্ব
  • কর্মধারয়
  • বহুব্রীহি
  • তৎপুরুষ

তৎপুরুষ


প্রশ্ন-২৬. 'মীনের মত অক্ষি যার'- কোন সমাস ?

  • মধ্যপদলোপী বহুব্রীহি
  • অলুক বহুব্রীহি
  • ব্যতিহার বহুব্রীহি
  • সমানাধিকরণ বহুব্রীহি

মধ্যপদলোপী বহুব্রীহি

প্রশ্ন-২৭. সমাসবদ্ধ পদের পরবর্তী পদকে কি বলে ?

  • পূর্বপদ
  • পরপদ
  • বিষেশ্য পদ
  • বিশেষণ পদ

পরপদ

প্রশ্ন-২৮. 'সবান্ধব' কোন সমাস ?

  • অব্যয়ীভাব
  • বহুব্রীহি
  • তৎপুরুষ
  • দ্বন্দ্ব

বহুব্রীহি

প্রশ্ন-২৯. 'পুষ্পসৌরভ' কোন সমাসের উদাহরণ ?

  • মধ্যপদলোপী কর্মধারয়
  • ষষ্ঠী তৎপুরুষ
  • দ্বিতীয়া তৎপুরুষ
  • পঞ্চমী তৎপুরুষ

দ্বিতীয়া তৎপুরুষ

প্রশ্ন-৩০. কোনটি ঈষৎ অর্থে অব্যয়ীভাব সমাস ?

  • আজীবন
  • আরক্তিম
  • আগাছা
  • আলুনী

আরক্তিম

প্রশ্ন-৩১. কোনটি উপমিত কর্মধারয়- এর উদাহরণ ?

  • ঘনশ্যাম
  • করপল্লব
  • কুসুমকোমল
  • স্নেহনীড়

করপল্লব

প্রশ্ন-৩২. কোন শব্দটি তৎপুরুষ সমাস ?

  • কালিকলম
  • মাতাপিতা
  • মধুমাখা
  • দশানন

মধুমাখা

প্রশ্ন-৩৩. 'বউ ভাত' শব্দটি কোন সমাস ?

  • অব্যয়ীভাব
  • বহুব্রীহি
  • মধ্যপদলোপী কর্মধারয়
  • দ্বন্দ্ব

মধ্যপদলোপী কর্মধারয়

প্রশ্ন-৩৪. ‘সিংহাসন’ শব্দটি কোন সমাস ?

  • ষষ্ঠী তৎপুরুষ
  • মধ্যপদলোপী কর্মধারয়
  • নিমিত্তার্থে ষষ্ঠী
  • নিত্য সমাস

মধ্যপদলোপী কর্মধারয়

প্রশ্ন-৩৫. কোনটি ‘নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের’ সমস্ত পদ ?

  • দ্বিপ
  • দীপ
  • দ্বীপ
  • দিপ

দ্বীপ

প্রশ্ন-৩৬. মধ্যপদলোপী কর্মধারয় এর দৃষ্টান্ত ?

  • ঘর থেকে ছাড়া-ঘরছাড়া
  • অরুণের মত রাঙ্গা-অরুণরাঙা
  • হাসিমাখা মুখ-হাসিমুখ
  • ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী-ক্ষণস্থায়ী

হাসিমাখা মুখ-হাসিমুখ

somas bangla grammar

বহুব্রীহি সমাস,দ্বিগু সমাস,সমাস ।। পাঠ ২,সমাস শর্টকাট,সমাসের শর্টকাট টেকনিক,কর্মধারয় সমাস,সমাসের প্রকারভেদ,সমাসের কৌশল,সহজে সমাস নির্ণয়,অলুক সমাস,নিত্য সমাস,সমাস ক্লাস,সেতার সমাস,প্রাদি সমাস,সমাস নির্ণয়,বিসিএস সমাস,সমস্তপদ দেখেই সমাস নির্ণয়,সমাস নির্ণয়,সমাস ব্যাকৰণ,সমাসের নিয়ম, সমাস, সমাস মনে রাখার সহজ উপায়, সমাস hsc, সমাসের, সমাস নির্ণয়ের সহজ উপায়, সমাস, সমাস কাকে বলে, সমাস চেনার সহজ উপায়, ‍somas in bangla grammar, somas bangla grammar, somas bcs, somas hsc

Post a Comment

Previous Post Next Post