প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা –২০১০।8 January 2010। তিতাস কোড ; ৪

 

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান,  primary job, primary question bank, primary question solved



প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা –২০১০। তিতাস কোড ; ৪


প্রশ্ন-0১. “গগণে গরজে মেঘ ঘন বরষা। কুলে একা বসে আছি নাহি ভরসা।” কোন কবির রচনা ?

  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • নবীনচন্দ্র সেন
  • গোলাম মোস্তফা
  • সুফী মোতাহার হোসেন

রবীন্দ্রনাথ ঠাকুর

ব্যাখ্যাঃ কবিতাংশটুকু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। এ অংশটুকু তাঁর বিখ্যাত কাব্যগ্রন্হ ‘সোনার তরী’ এর ‘সোনার তরী’ কবিতা থেকে নেওয়া হয়েছে।

প্রশ্ন-২. “হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?” এ উদ্বৃতাংশটি কোন কবির রচনা ?

  • কাজী নজরুর ইসলাম
  • বেগম সুফিয়া কামাল
  • গোলাম মোস্তফা
  • শামসুর রাহমান

বেগম সুফিয়া কামাল

ব্যাখ্যাঃউদ্ধৃতাংশটির রচয়িতা সুফিয়া কামাল। আলোচ্য কবিতাংশ তাঁর বিখ্যাত কবিতা। ‘তাহারেই পড়ে মনে’ থেকে নেয়া হয়েছে। কবিতাটি প্রথম ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকায় প্রকাশিত হয়। সুফিয়া কামালের উল্লেখ্যযোগ্য গ্রন্হ হচ্ছে- সাঁঝের মায়া, মায়া কাজল, কেয়ার কাঁটা, উদাত্ত পৃথিবী প্রভৃতি।

প্রশ্ন-০৩. 12x^2+7x-10 এর উৎপাদক- ?

  • (3x+5) (4x-2)
  • (3x-5)(4x+2)
  • (4x+5)(3x-2)
  • (4x-5)(3x+2)

(4x+5)(3x-2)

ব্যাখ্যাঃ

প্রশ্ন-০৪. x-1/x=5 হলে x^3-1/x^3=কত ?

  • 5
  • 2
  • 5\sqrt2
  • 2\sqrt5

2\sqrt5

ব্যাখ্যাঃ

প্রশ্ন-০৫. The jury found the prisoner guilty. এখানে ‘jury’ কোন প্রকারের Noun ?

  • Proper
  • Common
  • Collective
  • Abstract

Collective

ব্যাখ্যাঃ


প্রশ্ন-০৬. ‘Broad’ শব্দটির Abstract form হবে- ?

  • Breadth
  • Broadness
  • Broader
  • Broadship

Broadness

ব্যাখ্যাঃ

প্রশ্ন-০৭. মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে- ?

  • ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়
  • টেলিভিশন লাইনের সংযোগ সাধন হয়
  • টেলিফোন লাইনের সংযোগ সাধন হয়
  • রেডিও লাইনের সংযোগ সাধন হয়

ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়

ব্যাখ্যাঃ

প্রশ্ন-০৮. টেলিপ্রিন্টার একটি- ?

  • গ্রহণমুখ যন্ত্র
  • নির্গমনমুখ যন্ত্র
  • টাইপরাইটার
  • টারমিনাল

টাইপরাইটার

ব্যাখ্যাঃ

প্রশ্ন-০৯. ‘লালসালু’ উপন্যাসটি কে রচনা করেছেন ?

  • আবুল মনসুর আহমদ
  • আবুল ফজল
  • শহীদুল্লাহ কায়সার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

সৈয়দ ওয়ালীউল্লাহ

ব্যাখ্যাঃ ‘লালসালু’ উপন্যাসের রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ উপন্যাসটি ১৯৪৮ সালে প্রকাশিত হয়। এটি একটি সমাজ সচেতনতা উপন্যাস। কাঁদো নদী কাঁদো, চাঁদের অমাবস্যা তাঁর অন্য দুটি বিখ্যাত উপন্যাস।


প্রশ্ন-. ?

ব্যাখ্যাঃ

প্রশ্ন-১০. ‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন ?

  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • কাজী নজরুল ইসলাম
  • হাসান হাফিজুর রহমান
  • সত্যেন্দ্রনাথ দত্ত

রবীন্দ্রনাথ ঠাকুর

ব্যাখ্যাঃ

প্রশ্ন-১১. 2(3x+5)=-(x-31 কে সমাধান করলে x-এর মান হবে- ?

  • 5
  • 3
  • -2
  • -3

3

ব্যাখ্যাঃ

প্রশ্ন-১২. তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ১২০ হলে সংখ্যা তিনটির যোগফল হবে- ?

  • ১২
  • ১৫
  • ১৮
  • ২০

১৫

ব্যাখ্যাঃ

প্রশ্ন-১৩. The up train is late. এখানে ‘up’ শব্দটি- ?

  • Noun
  • Pronoun
  • Adverb
  • Adjective

Adjective

ব্যাখ্যাঃ ‘Up’ সাধারণত preposition। ‘Up’ শব্দটি noun (train) এর আগে বসে উক্ত noun কে modify করেছে তাই এখানে এটি Adjective এর ন্যায় কাজ করেছে।

প্রশ্ন-১৪. Sit down and rest a while এখানে ‘while’ শব্দটি- ?

  • Noun
  • Pronoun
  • Adjective
  • Adverb

Noun

ব্যাখ্যাঃ ‘While’ এর আগে Article ‘a’ থাকাতে বুঝা যাচ্ছে যে, এটি noun হিসেবে ব্যবহৃত হয়েছে।

প্রশ্ন-১৫. ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ কবে হয় ?

  • ৮ জুন
  • ৯ জুন
  • ১১ জুন
  • ১২ জুন

১১ জুন

ব্যাখ্যাঃ

প্রশ্ন-১৬. সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে- ?

  • পরভোজী
  • স্বভোজী
  • পরজীবী
  • মিথোজীবী

স্বভোজী

ব্যাখ্যাঃ

প্রশ্ন-১৭. ‘সাজাহান’ নাটকটির রচয়িতা কে ?

  • দ্বিজেন্দ্রলাল রায়
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • শাহাদৎ হোসেন
  • ইব্রাহিম খাঁ

দ্বিজেন্দ্রলাল রায়

ব্যাখ্যাঃ


প্রশ্ন-১৮. ‘কাঁকর মণি’ নাটকটি কে লিখেছেন ?

  • সিকান্দার আবু জাফর
  • ড. নীলিমা ইব্রাহিম
  • আনিস চৌধুরী
  • শওকত ওসমান

শওকত ওসমান

ব্যাখ্যাঃ

প্রশ্ন-১৯. কোনো পরীক্ষায় ১০০ জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর ৮০। যদি ২০% ছাত্রকে বাদ দেওয়া হয় তবে বাকি ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর হবে ৯০। ২০% ছাত্রের প্রাপ্ত গড় নম্বর কত ?

  • ৩২
  • ৩৬
  • ৪০
  • ৪২

৪০

ব্যাখ্যাঃ

প্রশ্ন-২০. 15টি খাসির মূল্য 5টি গরুর মূল্যের সমান। 2টি গরুর মূল্য 30,000 টাকা হলে 2টি খাসির মূল্য কত ?

  • 9,000 টাকা
  • 10,000 টাকা
  • 12,000 টাকা
  • 13,000 টাকা

9,000 টাকা

ব্যাখ্যাঃ

প্রশ্ন-২১. কোন বানানটি শুদ্ধ ?

  • Professional
  • Profesional
  • Proffesional
  • Proffessional

Professional

ব্যাখ্যাঃ

প্রশ্ন-২২. কোনটি শুদ্ধ বানান ?

  • Cleling
  • Cealing
  • Ceilling
  • Ceiling

Ceiling

ব্যাখ্যাঃ

প্রশ্ন-২৩. ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না- ?

  • শ্বসন
  • রেচন
  • সালোকসংশ্লেষণ
  • অভিস্রবন

সালোকসংশ্লেষণ

ব্যাখ্যাঃ

প্রশ্ন-২৪. জীনের রাসায়নিক উপাদান- ?

  • আরএনএ
  • ডিএনএ
  • ডিএনএ ও হ্যালিক্স
  • আরএনএ ও হ্যালিক্স

ডিএনএ

ব্যাখ্যাঃ

প্রশ্ন-২৫. শেখ মুজিবুর রহমানকে বন্দি করে করাচিতে নিয়ে যাওয়া হয় ৭১ এর- ?

  • ২৫ মার্চ রাতে
  • ২৬ মার্চ রাতে
  • ২৭ মার্চ রাতে
  • ২৮ মার্চ রাতে

২৫ মার্চ রাতে

ব্যাখ্যাঃ

প্রশ্ন-২৬. বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন- ?

  • আবু সাঈদ চৌধুরী
  • শেখ মুজিবুর রহমান
  • ক্যাপ্টেন মনসুর আলী
  • সৈয়দ নজরুল ইসলাম

সৈয়দ নজরুল ইসলাম

ব্যাখ্যাঃ

প্রশ্ন-২৭. “ আমাকে যেতে হবে” এখানে আমাকে কোন কারকে কোন বিভক্তি ?

  • কর্তায় ২য়া
  • কর্মে ২য়া
  • অপাদানে ২য়া
  • অধিকরণে ২য়া

কর্তায় ২য়া

ব্যাখ্যাঃ

প্রশ্ন-২৮. চোখ দিয়ে জল পড়ে। কোন কারকে কোন বিভক্তি ?

  • কর্মে ২য়া
  • করণে ২য়া
  • অপাদানে ৩য়া
  • অধিকরণে ৩য়া

অপাদানে ৩য়া

ব্যাখ্যাঃ

প্রশ্ন-২৯. কোনটি শুদ্ধ বানান ?

  • Dysentary
  • Dysentery
  • Disentary
  • Disentery

Dysentery

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৩০. কোনটি শুদ্ধ বানান ?

  • Constelation
  • Constelletion
  • Constellation
  • Consteletion

Constellation

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৩১. কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ ?

  • অনুতাপ
  • আপাদমস্তক
  • আটচালা
  • আমরা

আপাদমস্তক

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৩২. কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ ?

  • কাটাচোখা
  • কানাকানি
  • ঔষধি
  • ঋষিকবি

ঋষিকবি

ব্যাখ্যাঃ বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা এক সালে পদের সমাস হলেও তাকে বলা হয় কর্মধারয় সমাস। যেমন- নীলপদ্ম → নীল যে পদ্ম। ঋষিকপি → যিনি ঋষি তিনিই কবি। নরাধম → অধম যে নর।

প্রশ্ন-৩৩. মন্দার কারণে শ্রমিকদের দৈনিক বেতন 50% হ্রাস করা হলো। 1 বছর পর দৈনিক বেতন 80% বৃদ্ধি করা হয়। মন্দার পূর্বে দৈনিক বেতন 100 টাকা হলে বর্তমানে শ্রমিকের দৈনিক বেতন কত ?

  • 80 টাকা
  • 85 টাকা
  • 90 টাকা
  • 95 টাকা

90 টাকা

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৩৪. একজন ব্যবসায়ী একটি জিনিস বিক্রির জন্য এমনভাবে মূল্য নির্ধারণ করেন যে 10% ডিসকাউন্ট দিলেও তাঁর ক্রয়মূল্যের উপর 20% লাভ থাকে। জিনিসটির ক্রয়মূল্য 30 টাকা হলে, নির্ধারিত মূল্য কত ?

  • 36 টাকা
  • 40 টাকা
  • 42 টাকা
  • 45 টাকা

40 টাকা

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৩৫. ‘We shall be taking tea’ বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে- ?

  • Tea will be being taken by us.
  • Tea shall have been taken by us
  • Tea should be being taken by us.
  • Tea should be taken by us.

Tea will be being taken by us.

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৩৬.অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কী ?

  • ফোলিক এসিড
  • এমিনো এসিড
  • পেনিসিলি
  • ইনসুলিন

ইনসুলিন

ব্যাখ্যাঃ ইনসুলিন হরমোনের অভাবজনিত রোগ ডায়াবেটিস। অগ্ন্যাশয়ে যদি প্রয়োজনীয় ইনসুলিন তৈরি না হয় তখন রক্তে শর্করার পরিমাণ স্থায়ীভাবে বৃদ্ধি পায় এবং অতিরিক্ত শর্করা বা গ্লুকোজ প্রস্রাবের সাথে নির্গত হয়। ডায়াবেটিস রোগ মানবদেহের কিডনি বিনষ্ট করে।

প্রশ্ন-৩৭. কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায় ?

  • লিগনাইট
  • বিটুমিনাস
  • অ্যানথ্রাসাইট
  • পিট

অ্যানথ্রাসাইট

ব্যাখ্যাঃ কার্বন অধাতু এবং বিজারক। কার্বনের দানাদার রূপভেদ হলো গ্রাফাইট ও হীরক, অদানাদার রূপভেদ হলো কোক কার্বন, চারকোল ও কয়লা। প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ হীরক। গ্রাফাইট দ্বারা উড পেন্সিলের শিষ তৈরি করা হয়।

প্রশ্ন-৩৮. ‘উচ্ছ্বাস’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি ?

  • স্ফুরণ
  • উদ্ভাসিত
  • স্ফীতি
  • বিকাশ

উদ্ভাসিত

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৩৯. ‘কুল’ শব্দের সমার্থক শব্দ কোনটি ?

  • গোত্র
  • কিনারা
  • তীর
  • তট

গোত্র

ব্যাখ্যাঃ ‘কুল’ শব্দের সমার্থক → বংশ, গোত্র, জাতি, বর্ণ, সমূহ, শ্রেণি প্রভৃতি।

প্রশ্ন-৪০. ৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬ ……ধারাটির দশম পদ হবে- ?

  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭

১৭

ব্যাখ্যাঃ

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান, primary job, primary question bank, primary question solved, primary job preparation,primary job,primary job preparation english,primary teacher exam preparation,primary job preparation math,job preparation,primary job preparation 2021,primary exam preparation,primary bangla preparation,primary english preparation,primary teacher job exam preparation,primary exam update,primary job exam date,primary math preparation,primary job preparation 2020,primay bangla preparation,primary school job preparation

Post a Comment

Previous Post Next Post