প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা –২০১০। (Preli Primary)-8 January 2010। তিস্তা কোড ; ০৪

 

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান,  primary job, primary question bank, primary question solved


প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা –২০১০



প্রশ্ন-১. “এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক।” –পঙক্তিটি কোন কবির রচনা ?

  • কাজী নজরুল ইসলাম
  • কবি জসীমউদ্দীন
  • আবদুল
  • সুফিয়া কামাল

কবি জসীমউদ্দীন

ব্যাখ্যাঃ

প্রশ্ন-২. গাহি তাহাদের গান- ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান।– পঙ্গক্তিটি কোন কবির রচনা ?

  • কাজী নজরুল ইসলাম
  • কায়কোবাদ
  • গোলাম মোস্তফা
  • সত্যেন্দ্রনাথ দত্ত

কাজী নজরুল ইসলাম

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৩. 2x^2-xy-6y^2 এর উৎপাদক- ?

  • (2x+3y)(x-2y)
  • (2x-3y)(x+2y)
  • (x+3y)(2x-2y)
  • (2x-3y)(2x+2y)

(2x+3y)(x-2y)

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৪. a+(1/a)=sqrt3 হলে a^3+(1/a^3)= কত ?

  • 3\sqrt3
  • 0
  • 2\sqrt3
  • 9

0

ব্যাখ্যাঃ


প্রশ্ন-৫. Dhaka is a big city. এখানে ‘city’ শব্দটি কোন প্রকারের Noun ?

  • Proper
  • Common
  • Collective
  • Material

Common

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৬. ‘King’ শব্দটির Abstract form হবে- ?

  • Kingship
  • King
  • Kinghood
  • উপরের কোনটিই নয়

Kingship

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৭. কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে- ?

  • হার্ডওয়্যার ও সফটওয়্যার
  • কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ ও স্মৃতি অংশ
  • হার্ডওয়্যার ও অপারেটিং সিস্টেম প্রক্রিয়াকরণ
  • সফটওয়্যার ও কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ

হার্ডওয়্যার ও সফটওয়্যার

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৮. কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, তাকে বলে- ?

  • অকটাল
  • দশমিক
  • হেক্সা ডেসিমেল
  • বাইনারি

বাইনারি

ব্যাখ্যাঃ

প্রশ্ন-০৯. ‘বরফ গলা নদী’ উপন্যাসটির রচয়িতা কে ?

  • আবু ইসহাক
  • শওকত ওসমান
  • জহির রায়হান
  • শহীদুল্লাহ কায়সার

জহির রায়হান

ব্যাখ্যাঃ ‘বরফ গলা নদী’ উপন্যাসের রচয়িতা – জহির রায়হান। এটি ১৯৬৯ সালে প্রকাশিত হয়। তাঁর কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস – হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, শেষ বিকালের মেয়ে প্রভৃতি।

প্রশ্ন-১০. ‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন ?

  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • এয়াকুব আলী
  • কাজী নজরুল ইসলাম
  • সিকানদার আবু জাফর

কাজী নজরুল ইসলাম

ব্যাখ্যাঃ

প্রশ্ন-১১. 3(3x-4)=2(4x-3) কে সমাধান করলে x - এর মান হবে- ?

  • 6
  • -4
  • -6
  • 3

6

ব্যাখ্যাঃ

প্রশ্ন-১২. তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ২১০ হলে, সংখ্যা তিনটির যোগফল হবে- ?

  • ১২
  • ১৪
  • ১৬
  • ১৮

১৮

ব্যাখ্যাঃ

প্রশ্ন-১৩. After the storm comes the calm, এখানে ‘after’ শব্দটি- ?

  • Pronoun
  • Adverb
  • Preposition
  • Conjunction

Preposition

ব্যাখ্যাঃ

প্রশ্ন-১৪. Suddenly one of the wheels came off, এখানে ‘off’ শব্দটি- ?

  • Adjective
  • Adverb
  • Preposition
  • Pronoun

Adverb

ব্যাখ্যাঃ


প্রশ্ন-১৫. ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে মোট কয়টি দেশ অংশগ্রহণ করছে ?

  • ৯২
  • ৯৪
  • ৯৬
  • ২০৪

২০৪

ব্যাখ্যাঃ

প্রশ্ন-১৬. যে সকল উদ্ভিদে কখনও ফুল হয় না, তাদের বলা হয়- ?

  • অপুষ্পক উদ্ভিদ
  • সপুষ্পক উদ্ভিদ
  • মিথোজীবী উদ্ভিদ
  • স্বভোজী উদ্ভিদ

অপুষ্পক উদ্ভিদ

ব্যাখ্যাঃ যে সকল উদ্ভিদে ফুল ও ফল হয় এবং বীজ দ্বারা বংশবিস্তার করে তাকে সপুষ্পক উদ্ভিদ বলে। অন্যদিকে যে সকল উদ্ভিদে ফুল হয় না তাদের বলা হয় অপুষ্পক উদ্ভিদ।

প্রশ্ন-১৭. ‘ডাকঘর’ নাটকটির রচয়িতা কে ?

  • শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
  • মমতাজউদ্দীন আহমদ
  • ওবায়েদ উল হক
  • রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর

ব্যাখ্যাঃ

প্রশ্ন-১৮. ‘কিত্তনখোলা’ নাটকটির রচয়িতা কে ?

  • জিয়া হায়দার
  • সেলিম আল দীন
  • দীনবন্ধু মিত্র
  • ইব্রাহিম খলিল

সেলিম আল দীন

ব্যাখ্যাঃ বিশিষ্ট নাট্যকার সেলিম আল দীনের (১৯৪৮-২০০৮) কতিপয় নাটক: বাসন (১৯৮২), কেরামতমঙ্গল (১৯৮৩), কিত্তনখোলা (১৯৮৩), মুনতাসীর ফ্যান্টাসি (১৯৮৫), চাকা (১৯৯০), যৈবতী কন্যার মন (১৯২২), হাতহদাই (১৯৯৭)।

প্রশ্ন-১৯. একজন বাঁধাইকারক একদিনে ১২০টি বই এবং তার সহকর্মী একদিনে ১/৪ অংশ বই বাঁধাই করতে পারে। যদি তারা পালাক্রমে একজন দিনে একা কাজ করে তবে ৭৫০ টি বই বাঁধাই করতে তাদের কতদিন লাগবে। ?

  • ৬ দিন
  • ৮ দিন
  • ১০ দিন
  • ১২ দিন

১০ দিন

ব্যাখ্যাঃ

প্রশ্ন-২০. 3টি গরুর মূল্য 9টি খাসির মূল্যের সমান। 2টি গরুর মূল্য 24,000 টাকা হলে, 2টি খাসির মূল্য কত ?

  • 8,000 টাকা
  • 9,000 টাকা
  • 9,500 টাকা
  • 10,000 টাকা

8,000 টাকা

ব্যাখ্যাঃ

প্রশ্ন-২১. কোন বানানটি শুদ্ধ ?

  • Assesment
  • Alleviation
  • Asesment
  • Assessment

Assessment

ব্যাখ্যাঃ

প্রশ্ন-২২. কোনটি শুদ্ধ বানান ?

  • Aleviation
  • Alleviation
  • Alliviation
  • Aliviation

Alleviation

ব্যাখ্যাঃ

প্রশ্ন-২৩. উদ্ভিদ কোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালিকে বলে- ?

  • বাষ্পীভবন
  • শ্বসন
  • প্রস্বেদন
  • ব্যাপন

প্রস্বেদন

ব্যাখ্যাঃ

প্রশ্ন-২৪. জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে- ?

  • ক্রোমোসোম
  • নিউক্লিওলাস
  • নিউক্লিওপ্লাজম
  • প্লাস্টিড

ক্রোমোসোম

ব্যাখ্যাঃ

প্রশ্ন-২৫. বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়- ?

  • ২ মার্চ ১৯৭১
  • ৭ মার্চ ১৯৭১
  • ২৬ মার্চ ১৯৭১
  • ১৭ এপ্রিল ১৯৭১

২ মার্চ ১৯৭১

ব্যাখ্যাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশের পতাকা সর্বপ্রথম উত্তোলন করা হয় ২ মার্চ ১৯৭১ সালে। ছাত্র সংগ্রাম পরিষদের ডাকা বিশাল ছাত্র সমাবেশে তৎকালীন ডাকসু ভিপি আ স ম আব্দুর রব পতাকা উত্তোলন করেন। বাংলাদেশে ২ মার্চ ‘পতাকা উত্তোলন দিবস’পালিত হয়।

প্রশ্ন-২৬. স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট- ?

  • সৈয়দ নজরুল ইসলাম
  • মুহম্মদ উল্লাহ্
  • আবু সাঈদ চৌধুরী
  • শেখ মুজিবুর রহমান

শেখ মুজিবুর রহমান

ব্যাখ্যাঃ

প্রশ্ন-২৭. ‘অহঙ্কার পতনের মূল’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

  • কর্মে শূন্য
  • করণে শূন্য
  • অপাদানে শূন্য
  • অধিকরণে শূন্য

করণে শূন্য

ব্যাখ্যাঃ

প্রশ্ন-২৮. কি সাহসে ওখানে গেলে? –বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

  • কর্তায় ৭মী
  • কর্মে ৭মী
  • করণে ৭মী
  • অপাদানে ৭মী

করণে ৭মী

ব্যাখ্যাঃ

প্রশ্ন-২৯. কোন বানানটি শুদ্ধ ?

  • Colaboration
  • Colaboretion
  • Collaboration
  • Colleboration

Collaboration

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৩০. কোনটি শুদ্ধ বানান ?

  • Exhilaration
  • Exilaration
  • Exhilaretion
  • Exilaretion

Exhilaration

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৩১. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ?

  • অন্যায়
  • অনাসক্ত
  • আমরণ
  • অহি-নকুল

অহি-নকুল

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৩২. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ- ?

  • ওলকপি
  • কবিগুরু
  • আটঘাট
  • উনপাঁজুরে

উনপাঁজুরে

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৩৩. একজন বিক্রেতা ১২.৫% ক্ষতিতে একটি জিনিস বিক্রি করেন। যে মূল্যে তিনি জিনিসটি বিক্রি করলেন, তার চেয়ে ৩০ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্যের উপর তাঁর ২৫% লাভ হত। জিনিসটির ক্রয় মূল্য কত ?

  • ৭৫ টাকা
  • ৮০ টাকা
  • ৮৫ টাকা
  • ৯০ টাকা

৮০ টাকা

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৩৪. একজন ফল ব্যবসায়ী প্রতি ডজন ১৫০ টাকা দরে কিছু আম এবং প্রতি ডজন ১০০ টাকা দরে সমান সংখ্যক আপেল কিনলেন। ডজন প্রতি ১৪০ টাকা দরে সব ফল বিক্রি করলে, তাঁর কত লাভ হবে ?

  • ৮%
  • ১০%
  • ১২%
  • ১৫%

১২%

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৩৫. ‘We ought to obey our parrents’ – বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে- ?

  • Our parents ought to be obeyed by us
  • Our parents may be obeyed by us
  • Your parents is to be obeyed by you
  • Our parents are to be obeyed by us

Our parents ought to be obeyed by us

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৩৬. টেস্টিং সল্ট-এর রাসায়নিক নাম কী ?

  • সোডিয়াম বাইকার্বনেট
  • পটাশিয়াম বাইকার্বনেট
  • সোডিয়াম মনোগ্লুটামেট
  • সোডিয়াম সিলিকেট

সোডিয়াম মনোগ্লুটামেট

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৩৭. দেয়াশলাই কাঠিতে কোনটি থাকে না ?

  • জিঙ্ক ও বেরিয়াম লবণ
  • ক্যালসিয়াম সিলিকেট
  • পটাশিয়াম সিলিকেট
  • সবকটিই

ব্যাখ্যাঃ দেয়াশলাই কাঠিতে থাকে পটাসিয়াম ক্লোরাইট রেড ফসফরাস এবং সালফার।

প্রশ্ন-৩৮. ‘ইতি’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি ?

  • অবসান
  • বরেণ্য
  • শেষ
  • বিরাম

বরেণ্য

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৩৯. ‘নদী’ শব্দের সমার্থক শব্দ কোনটি ?

  • সরিৎ
  • বারিধি
  • উদক
  • অম্বু

সরিৎ

ব্যাখ্যাঃ

প্রশ্ন-৪০. ৩, ৬, ৪, ৯, ৫, ১২, ৬, …… ধারাটির দশম পদ হবে- ?

  • ১৪
  • ১৬
  • ১৮
  • ২০

১৮

ব্যাখ্যাঃ

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান, primary job, primary question bank, primary question solved, primary job preparation,primary job,primary job preparation english,primary teacher exam preparation,primary job preparation math,job preparation,primary job preparation 2021,primary exam preparation,primary bangla preparation,primary english preparation,primary teacher job exam preparation,primary exam update,primary job exam date,primary math preparation,primary job preparation 2020,primay bangla preparation,primary school job preparation

Post a Comment

Previous Post Next Post