সম্ভাবনা (Probability) | বহুনির্বাচনী প্রশ্ন সমাধান | উচ্চতর গণিত নবম দশম শ্রেণি

 


সম্ভাবনা (Probability) | বহুনির্বাচনী প্রশ্ন সমাধান


প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয় অনেক ভালো আছো। তোমাদের পরীক্ষার প্রস্তুতির কথা মাথায় রেখে আজ উচ্চতর গণিত চতুর্দশ অধ্যায় সম্ভাবনার (Probability) বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ গুলো নিচে দেওয়া হলো। 


প্রশ্ন-০১:একটি ছক্কা নিক্ষেপ করলে  উঠার সম্ভাবনা কত?

                     ক) ১/৬              খ) ১/৩                গ) ২/৩           ঘ) ১/২

প্রশ্ন-০২: একটি ঝুড়িতে 4 টি লাল , 5 টি সাদা ও 9 টি কালো বল আছে। দৈবভাবে একটি মার্বেল নেয়া হলো। মার্বেলটি হলুদ হবার সম্ভাবনা কত?

                       ক) 0                খ) 2/9                গ) 5/18          ঘ) ½

প্রশ্ন-০৩: মার্বেলটি কালো এবং লাল হওয়ার সম্ভাবনার যোগফল কত?

                       ক) 1/9              খ) ½                  গ) 7/9            ঘ) 13/18

প্রশ্ন-০৪: একটি ছক্কা নিক্ষেপ করলে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত?

                       ক) 1/3              খ) ½                 গ) 2/3            ঘ) 1

প্রশ্ন-০৫: চারটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো। সবচেয়ে বেশিবার হেড পাওয়ার সংখ্যা কত?

                       ক) 1                  খ) 2                   গ) 3               ঘ) 4

প্রশ্ন-০৬: একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলে 6 পাওয়ার সম্ভাবনা কত?

                        ক) 1/6            খ) 2/6                 গ) 3/6            ঘ) 4/6

প্রশ্ন-০৭: একটি থলেতে 12 টি নীল 16 টি সাদা এবং 20 টি কালো বল আছে। একটি বল দৈবভাবে নেওয়া হলো বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত?

                        ক) 1/16            ক) 1/12              গ) ¼              ঘ) 1/3

প্রশ্ন-০৮: 5 টাকার চারটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে নমুনাবিন্দু বিন্দু কয়টি হবে?

                        ক) 4                খ) 10                  গ) 16            ঘ) 20

প্রশ্ন -০৯: একটি নিরপেক্ষ মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলে সবচেয়ে বেশিবার T পাওয়ার সম্ভাবনা কত?

                        ক) ¼              খ) ½                   গ) ¾              ঘ) 1


প্রশ্ন-১০: দুটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে দুটি হেড না আসার সম্ভাবনা কত?

                        ক) 1                খ) ¾                  গ) ½              ঘ) ¼

প্রশ্ন-১১: একটি নিরপেক্ষ মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলো দুইটি হেড একটি টেল পাওয়ার সম্ভাবনা কত?

                        ক) 1/8             খ) 3/8               গ) ½              ঘ) 5/8

প্রশ্ন-১২: কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত?

                        ক) 1/8             খ) 3/8                 গ) 5/8            ঘ) 7/8

প্রশ্ন-১৩: একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে বিজোড় সংখ্যা অথবা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত?

                        ক) ¼               খ) 1/3                 গ) ½              ঘ) 2/3

প্রশ্ন-১৪: সম্ভাবনার সর্বোচ্চ মান কত?

                        ক) 0                খ) 1                   গ) 2               ঘ) অসীম

প্রশ্ন-১৫: তিনটি মুদ্রা নিক্ষেপ করা হলে যে নমুনা ক্ষেত্র তৈরী হয় এর মধ্যে কোন H না পাওয়ার সম্ভাবনা কত?

                        ক) ¼               খ) 3/8                 গ) ½              ঘ) 1/8


দৃষ্টি আকর্ষণঃ তোমাদের যদি বুজতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে অথবা ফেইসবুক পেজে মেসেজ করে জানাতে পারো। আর PDF আকারে পেতে চাইলেও মেসেজ দিতে পারো।  শুভকামনা রইলো তোমাদের জন্য।

Post a Comment

Previous Post Next Post