প্রাণীজগতের শেণীবিন্যাস। অষ্টম শেণী। ১ম অধ্যায়। জ্ঞানমূলক প্রশ্ন সমাধান। MCQ

 

প্রাণীজগতের শেণীবিন্যাস, classification of animals, class 8 science, science first chapter, mcq solution


প্রাণীজগতের শেণীবিন্যাস। অষ্টম শেণী। ১ম অধ্যায়

জ্ঞানমূলক প্রশ্ন সমাধান

প্রশ্নঃ  শ্রেণিবিন্যাস কী

বিশাল জীবজগতকে সহজে সুশৃংখলভাবে জানার জন্য এদের বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতি হল শ্রেণীবিন্যাস

প্রশ্নঃ শ্রেণিবিন্যাসের জনক কে

শ্রেণিবিন্যাসের জনক ক্যারোলাস লিনিয়াস

প্রশ্নঃ দ্বিপদ নামকরণ কাকে বলে

গন এবং প্রজাতিকে নাম নিয়ে কোন প্রাণীর বৈজ্ঞানিক নামকরণ কে দ্বিপদ নামকরণ বলে

প্রশ্নঃ শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন একক কি

শ্রেণীর নাশের সর্বনিম্ন একক হল প্রজাতি

প্রশ্নঃ বৈজ্ঞানিক নামকরণ কি

নামকরণের আন্তর্জাতিক প্রথা অনুসারে প্রথমে গনের নাম এবং পরে প্রজাতির নাম ব্যবহার করে 20 এর নামকরণ করা হয় তাকে বৈজ্ঞানিক নামকরণ বলে।

প্রশ্নঃ  ফিতাকৃমি কোন পর্বের প্রাণী

ফিতাকৃমি প্লাটিহেলমিন্থেস পর্বের প্রাণী


প্রশ্নঃ  ফিতা কৃমির রেচন অঙ্গ কি

ফিতা কৃমির রেচন অঙ্গ হচ্ছে শিখা অঙ্গ

প্রশ্নঃ  সিলোম কাকে বলে

বহুকোষী প্রাণীর পৌষ্টিক নালী এবং দেহপ্রাচীর এর মধ্যবর্তী স্থানকে সিলোম বলে

প্রশ্নঃ  সিলেন্টেরন কাকে বলে

নিডারিয়া পর্বের প্রাণীদের দেহগহ্বরকে সিলেন্টেরন বলে

প্রশ্নঃ  হিমোসিল কি

আর্থোপোডা পর্বের প্রাণীদের দেহে রক্ত পূণ্য গহবর কে হিমোসিল বলে

প্রশ্নঃ  নিডোব্লাস্ট কি

নিডারিয়া পর্বের প্রাণীদের এক্টোডার্ম এ অবস্থিত বৈশিষ্ট্যপূর্ণ কোষই হচ্ছে নিডোব্লাস্ট যা শিকার ধরা আত্মরক্ষা ইত্যাদি কাজে অংশ নেয়।

প্রশ্নঃ  অরীয় প্রতিসম প্রাণী কাকে বলে

যেসব প্রাণীদের দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিক সমান দুই অংশে ভাগ করা যায় তাদেরকে অরীয় প্রতিসম প্রাণী বলে

প্রশ্নঃ  উভচর প্রাণী কাকে বলে

মেরুদন্ডী প্রাণীর মধ্যে যারা জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানিতে থাকে ও মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এবং পরিণত বয়সে ডাঙ্গায় বাস করে তাদের উভচর প্রাণী বলে

প্রশ্নঃ  মানুষের বৈজ্ঞানিক নাম লিখ

মানুষের বৈজ্ঞানিক নাম হল Homo Sapiens

প্রশ্নঃ  নেমাটোডা পর্বের দুটি বৈশিষ্ট্য লিখ

1. দেহ নলাকার দ্বারা আবৃত ও ত্বক দ্বারা আবৃত অসম্পূর্ণ

2. পৌষ্টিক নালী সম্পূর্ণ ও পায়ুছিদ্র উপস্থিত

প্রশ্নঃ  কুনোব্যাঙকে উভচর প্রাণী বলা হয় কেন

কুনোব্যাঙ জীবনের প্রথম অবস্থায় অর্থাৎ ব্যাঙ্গাচি থাকা অবস্থায় পানিতে বাস করে এবং মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় আবার পরিণত বয়সে এলাকায় বাস করে এবং ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় এই বৈশিষ্ট্যগুলোর উভচর প্রাণীর সাথে মিল রয়েছে তাই কুনোব্যাঙকে উভচর প্রাণী বলা হয়

প্রশ্নঃ  শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো

 শ্রেণিবিন্যাস এর সাহায্যে পৃথিবীর সকল উদ্ভিদ ও প্রাণী সম্বন্ধে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে অল্প পরিশ্রমে অল্প সময়ে জানা যায় । উদ্ভিদ ও প্রাণীর নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিন্যাস অপরিহার্য । শ্রেণিবিন্যাস এর মাধ্যমে প্রাণীকুল ও উদ্ভিদজগতের বিভিন্ন বিশিষ্ট, গঠন এবং পারস্পরিক সম্পর্কের ধারণা লাভ করা যায়। তাই শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা অপরিসীম।


Post a Comment

Previous Post Next Post