৮ম | ব্যাপন অভিস্রবণ ও প্রস্বেদন | অধ্যায়- ০৩| ১৪ টি গুরুত্বপূর্ণ Mcq সমাধান

 


৮ম-অধ্যায়- ০৩। ব্যাপন অভিস্রবণ ও প্রস্বেদন। ১৪ টি গুরুত্বপূর্ণ Mcq


১. মাত্রা বাড়লে সাধারণত ব্যাপন হার?

    ক. বাড়ে                        খ. কমে

    গ. পরিবর্তিত হতে পারে  ঘ. অপরিবর্তিত থাকে

২. নিচের কোনটি উদ্ভিদের অত্যাবশ্যকীয় কাজ?

    ক. শোষণ                       খ. ব্যাপন

    গ. ইমবাইবিশন                ঘ. সালোকসংশ্লেষণ

৩. উদ্ভিদ দেহে দূষিত পানি বাষ্পাকারে প্রস্বেদনের মাধ্যমে দেহ থেকে কোন প্রক্রিয়ায় বের করে দেয়?

    ক. অভিস্রবণ                  খ. ব্যাপন

    গ. সালোকসংশ্লেষণ        ঘ. ইমবাইবিশন

৪. বেলি ফুলের গন্ধ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ায়?

    ক. ব্যাপন                      খ. অভিস্রবণ

    গ. প্রস্বেদন                     ঘ. ইমবাইবিশন

৫. নিচের কোনটি অভেদ্য পর্দা?

    ক. কোষ পর্দা                  খ. কিউটিন যুক্ত কোষ প্রাচীর

    গ. মাছের পটকার পর্দা     ঘ. ডিমের খোসার ভেতরের পর্দা

৬. কোনটি অভেদ্য পর্দা?

ক. কোষ প্রাচীর                   খ. কোষ পর্দা

গ. পলিথিন                        ঘ. মাছের পটকার পর্দা

৭. কোন পর্দা দিয়ে দ্রব্ ও দ্রাবক চলাচল করতে পারে?

    ক. পলিথিন                     খ. কোষ প্রাচীর

    গ. কোষ পর্দা                   ঘ. মাছের পটকার পর্দা


৮. কোনটি অর্ধভেদ্য পর্দা?

    ক. পলিথিন                     খ. কোষ প্রাচীর

    গ. কোষ পর্দা               ঘ. মাছের পটকার পর্দা

৯. শুকনো কিসমিস পানিতে রাখলে ফুলে ওঠে কোন প্রক্রিয়ায়?

    ক. ব্যাপন                        খ. অভিস্রবণ

    গ. প্রস্বেদন                     ঘ. ইমবাইবিশন

১০. শাপলা ফুল ফুটতে কোন প্রক্রিয়ায় সাহায্য করে?

    ক. ব্যাপন                        খ. অভিস্রবণ

    গ. প্রস্বেদন                     ঘ. ইমবাইবিশন

১১. কলয়েড ধর্মী পদার্থ নিচের কোনটি?

    ক. পলিথিন                     খ. জিলেটিন

    গ. কিউটিন                      ঘ. ভেসলিন

১২. উদ্ভিদ কোন প্রক্রিয়ায় মূলরোম এর সাহায্যে মাটি হতে পানি শোষণ করে?

    ক. ব্যাপন                        খ. অভিস্রবণ

    গ. প্রস্বেদন                     ঘ. ইমবাইবিশন

১৩. প্রস্বেদন প্রধানত কোনটির মাধ্যমে হয়?

    ক. কিউটিকল                  খ. পত্ররন্ধ্র

    গ. লেন্টিসেল                  ঘ. মূলরোম

১৪. কোনটি উদ্ভিদের জন্য Necessary Evil.

    ক. ব্যাপন                        খ. অভিস্রবণ

    গ. প্রস্বেদন                    ঘ. ইমবাইবিশন


পড়া শেষে অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। তোমাদের জন্য শুভকামনা।


[অভিস্রবণ ও প্রস্বেদন,ব্যাপন অভিস্রবণ ও প্রস্বেদন,প্রস্বেদন,ব্যাপন mcq,অভিস্রবণ mcq,অভিস্রবণ ও প্রস্বেদন পর্ব সৃজনশীল,ব্যাপন ও অভিস্রবণ কাকে বলে,ব্যাপন ও অভিস্রবণের মধ্যে পার্থক্য,অভিস্রবণের গুরুত্ব,ব্যাপন অভিস্রবণ প্রস্বেদন ইমবাইবোশন অষ্টম শ্রেণি বিজ্ঞান অষ্টম শ্রেণি বিজ্ঞান,অভিস্রবণ প্রক্রিয়া,প্রস্বেদন class 8,প্রস্বেদন কাকে বলে,প্রস্বেদন পরিক্ষা,অভিস্রবণ কাকে বলে,অভিস্রবণ পরিক্ষা,প্রস্বেদনের গুরুত্ব,প্রস্বেদন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল,ব্যাপন কি,ব্যাপন চাপ]

Post a Comment

Previous Post Next Post