৮ম। জীবের বৃদ্ধি ও বংশগতি। ২০ টি গুরুত্বপূর্ণ mcq প্রশ্ন সমাধান। 100% কমন

 


জীবের বৃদ্ধি ও বংশগতি। ২০ টি গুরুত্বপূর্ণ mcq প্রশ্ন সমাধান

৮ম শেণী। বিজ্ঞান ২য় অধ্যায়। কোষ বিভাজন

[বি:দ্র: সুন্দরভাবে দেখার জন্য মোবাইলের Portraiট/landscape মোড চালু করে দেখো]

১. প্রতিটি জীব দেহ কি দ্বারা গঠিত?

       ক) হাত               খ) কোষ            গ) ফুসফুস                ঘ) হৃৎপিন্ড


২. কোনটির বিভাজনে নিউক্লিয়াস ডাম্বেল আকার ধারণ করে?


 ক) ভ্রুণমূল           খ) ছত্রাক            গ) মুকুল                  ঘ) কান্ড


৩. প্রত্যক্ষ কোষ বিভাজন ঘটে কোথায়?

 ক) ইষ্ট               খ) কান্ড               গ) ভ্রুণমূল                ঘ) জনন মাতৃকোষ


৪. জীবদেহে কয় ধরনের কোষ বিভাজন দেখা যায়?

ক) ২                   খ) ৩                  গ) ৪                        ঘ) ৫


৫. নিচের কোনটিতে অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে?

ক) মানুষ             খ) হাইড্রা             গ) অ্যামিবা             ঘ) কেছো


৬. কোন কোষটিতে মাইটোসিস বিভাজন ঘটে না?

 ক) কান্ডে            খ) মুকুলে            গ) মূলের অগ্রভাগে    ঘ) স্থায়ী টিস্যুর কোষে


৭. কোনটিতে মাইটোসিস কোষ বিভাজন ঘটে ?

ক) ব্যাকটেরিয়া     খ) ইস্ট                গ) ছত্রাক                  ঘ) ঝিনুক


৮. মাইটোসিস বিভাজনের কয়টি পর্যায়ে সম্পন্ন হয়?

ক)                   খ) ৩                   গ) ৪                        ঘ) ৫


৯. ক্যারিওকাইনেসিস পর্যায়টি কয়টি ধাপে বিভক্ত?

 ক) ৩                  খ) ৪                   গ)৫                        ঘ) ৬


১০. মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপটি দীর্ঘস্থায়ী হয় ?

ক) প্রফেজ          খ) প্রো-মেটাফেজ গ) টেলোফেজ          ঘ) অ্যানাফেজ


১১. কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়াস এর আকার বড় হয় ?

ক) প্রো-মেটাফেজ খ) প্রফেস           গ) মেটাফেজ            ঘ) টেলোফেজ


১২. কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়াস প্রায় বিলুপ্ত হয়?

) প্রো-মেটাফেজ                  খ) প্রফেস                গ) মেটাফেজ          ঘ)টেলোফেজ


১৩. মাইটোসিসের কোন ধাপে স্পিন্ডল যন্ত্র গঠিত হয়?

) প্রো-মেটাফেজ                  খ) প্রফেস                গ) মেটাফেজ          ঘ) টেলোফেজ


১৪. অপত্য ক্রোমোজোম গুলো বিপরীত মেরুতে আসে কোন ধাপে?

ক) প্রো-মেটাফেজ খ) প্রফেস            গ) মেটাফেজ            ঘ) টেলোফেজ


১৫. মিয়োসিস কোষ বিভাজন এর একটি কোষ থেকে কয়টি অপত্য কোষ সৃষ্টি হয়?

           ক) ৬                  খ) ৪                  গ) ২                        ঘ) ১

 

১৬. নিচের কোনটিতে মিয়োসিস কোষ বিভাজন ঘটে ?

           ক) ভ্রুণমুকুল        খ) মূলের অগ্রভাগে গ) মুকুল                ঘ)  পরাগধানী


১৭. জিনতত্ত্বের জনক কে

           গ্রেগর জোহান মেন্ডেল


১৮. মানুষের চামড়ার রং নিয়ন্ত্রণ করে কোনটি ?

 ক) সেন্ট্রোমিয়ার    খ) নিউক্লিয়াস       গ) ডিএনএ              ঘ) আরএনএ


১৯. মানব দেহে কত জোড়া ক্রোমোজোম থাকে?

ক) ২২                 খ) ২৩               গ) ২৪                      ঘ) ২৫


২০. বংশগতির ভৌত ভিত্তি কি ?

ক) ক্রোমোজোম খ) জিন                গ) ডিএনএ               ঘ) আরএনএ


পড়া শেষে অবশ্যই তোমাদের মতামত জানাতে ভুলবেনা কিন্তু। শুভকামনা তোমাদের জন্য।

Post a Comment

Previous Post Next Post