Primary Question 2019 (সাধারণ জ্ঞান) | প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৮-০৬-২০১৯

 

Primary Question 2019 (সাধারণ জ্ঞান)

Primary Question 2019 (সাধারণ জ্ঞান) | প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৮-০৬-২০১৯

আজকে Primary Question 2019 এর সাধারণ জ্ঞান ( ২৮-০৬-২০১৯) অংশের সম্পূর্ণ সমাধান থাকছে। Primary exam question solution সম্পূর্ণ পাবেন আমাদের সাইটে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৯ এর  সাধারণ জ্ঞান অংশ সমাধান থাকছে আজ।


1.

বাংলাদেশের টেরিটরিয়াল সমুদ্রসীমা কত?

  • ২২ নটিক্যাল মাইল
  • ১২ নটিক্যাল মাইল
  • ২২০ নটিক্যাল মাইল
  • ২০০ নটিক্যাল মাইল

2.

তিস্তা বাঁধ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

  • দিনাজপুর
  • নীলফামারী
  • লালমনিরহাট
  • কুড়িগ্রাম

3.

ভলিবল খেলার উৎপত্তি হয় কোন দেশে?

  • জাপান
  • ফ্রান্স
  • ইংল্যান্ড
  • যুক্তরাষ্ট্র

4.

কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়?

  • ডেনমার্ক
  • নরওয়ে
  • সুইডেন
  • ইতালি

5.

জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • লন্ডন
  • ওয়াশিংটন
  • নিউইয়র্ক
  • প্যারিস

6.

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন?

  • ১৯৫২ সালের ২১ সেপ্টেম্বর
  • ১৯৬৫ সালের ২৩ জুন
  • ১৯৬৬ সালের ফেব্রুয়ারি
  • ১৯৪৮ সালের ২৩ জুন

7.

বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হতো?

  • চট্টগ্রাম কক্সবাজার
  • দিনাজপুর রংপুর
  • কুমিল্লা নোয়াখালী
  • রাজশাহী বগুড়া

8.

স্যাটেলাইট প্রেরণকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম?

  • ৫০তম
  • ৫৭তম
  • ৬৫তম
  • ১২৯তম
প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষার প্রশ্ন সমাধান 2019 পড়ালিখা২৪.কম প্রকাশিত হয়েছে। প্রাথমিক সহকারী শিক্ষকের চাকরির পরীক্ষার আগের বছরের প্রশ্নপত্র ও সমাধান আমাদের ওয়েবসাইটে www.poralikha24.com এ পেয়ে যাবেন।

9.

কোন দেশের সরকার প্রধানকে চ্যান্সেলর বলা হয়?

  • ফিনল্যান্ড
  • জার্মানি
  • লুক্সেমবার্গ
  • নরওয়ে

10.

'মোনালিসা' চিত্রটির চিত্রকর কে?

  • পাবলো পিকাসো
  • ভিনসেন্ট ভ্যানগগ
  • কামরুল হাসান
  • লিওনার্দো দ্য ভিঞ্চি

11.

ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?

  • নেপোলিয়ন
  • ফিলিপস
  • দ্বাদশ লুই
  • ষোড়শ লুই

12.

ভার্সাই নগরী কোথায় অবস্থিত?

  • আমেরিকা
  • ফ্রান্স
  • জার্মানি
  • ইংল্যান্ড

13.

বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম কি?

  • সোনাদিয়া
  • ভোলা
  • সেন্ট মার্টিন
  • হাতিয়া

14.

বার্সেলোনা নগরী কোথায়?

  • ইতালি
  • গ্রিস
  • পর্তুগাল
  • স্পেন

15.

বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ কোনটি?

  • জাপান
  • বাংলাদেশ
  • ভারত
  • ভিয়েতনাম

16.

মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি রাশিয়ার নিকট থেকে ক্রয় করা হয়?

  • ফ্লোরিডা
  • নিউজার্সি
  • আলাস্কা
  • টেক্সাস

17.

পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কী?

  • রয়টার্স
  • বিবিসি
  • সানা
  • তাস

18.

কোন দেশের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত করা হয় না?

  • ভ্যাটিকান
  • সৌদি আরব
  • আইসল্যান্ড
  • গ্রিনল্যান্ড

1.

ইনসুলিন কি?

  • এক ধরনের এনজাইম
  • এক ধরনের কৃত্রিম অঙ্গ
  • এক ধরনের হরমোন
  • এক ধরনের অন্ত্র

2.

কোনটি গ্রিনহাউজ ইফেক্ট সৃষ্টির সহায়ক?

  • সিএনজি
  • নিওন
  • হিলিয়াম
  • সিএফসি


Post a Comment

Previous Post Next Post