Primary Question 2022 (Bangla) | প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২২-০৪-২০২২

 

Primary Question 2022 (Bangla)

Primary Question 2022 (Bangla) | প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২২-০৪-২০২২

আজকে Primary Question 2022 এর বাংলা ( ২২-০৪-২০২২) অংশের সম্পূর্ণ সমাধান থাকছে। Primary exam question solution সম্পূর্ণ পাবেন আমাদের সাইটে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২ এর বাংলা অংশ সমাধান থাকছে আজ।

1.

সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলিপঙতিটি কার?

  • মদনমোহন তর্কালংকার
  • কালিপ্রসন্ন সিংহ
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • অক্ষয়কুমার দত্ত

2.

কার্যে বিরতিঅর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?

  • হাত করা
  • হাত গুটান
  • হাত থাকা
  • হাত আসা

3.

আমার ঘরের চাবি পরের হাতেগানটির রচয়িতা কে?

  • লালন শাহ
  • হাসন রাজা
  • পাগলা কানন
  • রাধারমণ দত্ত

4.

অনির্বচনীয়শব্দের অর্থ-

  • সুনিশ্চিত
  • নির্বাচনযোগ্য নয়
  • বর্ণনাতীত
  • অনিশ্চিত

5.

আবাহনশব্দের বিপরীত কোনটি?

  • আরোহন
  • মিলন
  • বিসর্জন
  • স্নান

6.

যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না’- বাক্যটির বাক্যসংকোচন নিচের কোনটি?

  • অজ্ঞাতকুলশীল
  • বংশপরিচয়হীন
  • কুলবংশহীন
  • অজ্ঞাতকুলীন

Primary Question 2022 (Bangla)-২২-০৪-২০২২

7.

নিচের কোন বাক্যটি শুদ্ধ?

  • সূর্য পূর্বদিকে উদয়মান হয়
  • সূর্য পূর্বদিকে উদিয়ামান হয়
  • সূর্য পূর্বদিকে উদয় হয়
  • সূর্য পূর্বদিকে উদিত হয়

8.

অনুগমনশব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?

  • গমনের পশ্চাৎ
  • গমনের অগ্র
  • অনুরূপ গমন
  • পরস্পর গমন

9.

মেধাবীশব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?

  • মেধা+ বিন্
  • মেধা +বি
  • মেধা+বী
  • মেধা+আবী

10.

কলকল রবে নদী বইছে। এখানেকল কলকোন অব্যয়?

  • সমুচ্চয়ী
  • অনুসর্গ
  • অনস্বয়ী
  • অনুকার

11.

"রূপ্সার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়কবিতার চরণে কবি কোন রূপসার কথা বলেছেন?

  • রূপসী ডিঙা
  • রূপসী বাংলা
  • রূপসা নদী
  • গ্রামবাংলার নদী

12.

কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?

  • ভূবন
  • শূণ্য
  • ত্রিভুজ
  • পূন্য

13.

নিচের কোনটি বিদেশি শব্দ?

  • কান
  • কাজ
  • কাঁচি
  • কলম

14.

অহরহশব্দের সন্ধি বিচ্ছেদ -

  • অহ+রহঃ
  • অহ+অহঃ
  • অহঃ+অহ
  • অহঃ+রহ

15.

মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে’- উক্তিটি কার?

  • মুনীর চৌধরী
  • হুমায়ন আজাদ
  • মীর মশাররফ হোসেন
  • স্বর্ণকুমারী দেবী

16.

প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে’- গানটির গীতিকার-

  • শেখ ওয়াহিদ
  • কিরণ রায়
  • শাহ আব্দুল করিম
  • কাঙ্গালিনী সুফিয়া

17.

কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?

  • পদ্মাগোখরা
  • পদ্মপুরাণ
  • পদ্মাবর্তী
  • পদ্মরাগ

18.

গৌরবশব্দের প্রকৃতি- প্রত্যয় নিচের কোনটি?

  • গৌর +অব
  • গুরু+অব
  • গুরু +ঞ্চ
  • গুরু +ষ্ণ

19.

কালবৈশাখীর ইংরেজি -

  • Dark Westerlies
  • West Westerlies
  • North Westerlies
  • Black Westerlics

20.

খনার বচনে প্রাধান্য পেয়েছে -

  • শিল্প
  • কৃষি
  • সাহিত্য
  • বিজ্ঞান


primary exam date 2023, primary exam question 2022, primary exam result, primary circular 2023, প্রাথমিক শিক্ষক নিয়োগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা



Post a Comment

Previous Post Next Post