জীবের বৃদ্ধি ও বংশগতি। Class 8| জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর। MCQ সমাধান

 


জীবের বৃদ্ধি ও বংশগতি। Class 8| জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর


প্রশ্নঃ কোষ বিভাজন কাকে বলে?

যে পদ্ধতিতে মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে।

প্রশ্নঃ কোষ কি ?

কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক

প্রশ্নঃ মাইটোসিস কোষ বিভাজন কয়টি ধাপে সম্পন্ন হয়?

 পাঁচটি ধাপে

প্রশ্নঃ জীবদেহে কয় ধরনের কোষ বিভাজন দেখা যায় ?

জীবদেহে তিন ধরনের কোষ বিভাজন দেখা যায়

প্রশ্নঃ জীব দেহ কি দিয়ে গঠিত ?

জীব দেহ অসংখ্য কোষ দিয়ে গঠিত

প্রশ্নঃ নিউক্লিক এসিড কত প্রকার ?

নিউক্লিক অ্যাসিড দুই প্রকার


প্রশ্নঃ টিস্যু কি?

টিস্যু হলো একগুচ্ছ কোষ যা একই উৎস থেকে উৎপত্তি লাভ করে নিবিড় ভাবে অবস্থান করে এবং মিলিতভাবে একই কাজ সম্পন্ন করে

প্রশ্নঃ ব্যাকটেরিয়ার কোষ এ কি ধরনের কোষ বিভাজন ঘটে ?

ব্যাকটেরিয়ার কোষ এ অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়

প্রশ্নঃ অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে ?

যে কোষ বিভাজন পদ্ধতিতে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুই বা ততোধিক অপত্য কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে

প্রশ্নঃ ক্রোমাটিড কাকে বলে?

 মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপে প্রত্যেকটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হওয়ার পর যে দুটি সমান আকৃতির সুতার মতো অংশের গঠন করে তাদের প্রত্যেককে ক্রোমাটিড বলে।

প্রশ্নঃ ক্যারিওকাইনেসিস কাকে বলে ?

মাইটোসিস কোষ বিভাজনের নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনোসিস বলে।

প্রশ্নঃ সেন্ট্রোমিয়ার কি ?

মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপে ক্রোমাটিড দুটি যে নির্দিষ্ট স্থানে পরস্পর যুক্ত থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলে

প্রশ্নঃ সাইটোকাইনেসিস কি ?

কোষের সাইটোপ্লাজমের বিভাজন হলো সাইটোকাইনেসিস।

প্রশ্নঃ ইন্টারফেস কাকে বলে?

 ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষের নিউক্লিয়াস এর কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয় কোষের এই অবস্থাকে বলা হয় ইন্টারফেস।

প্রশ্নঃ মিয়োসিস কি?

মিয়োসিস হলো এক প্রকার কোষ বিভাজন যার মাধ্যমে একটি প্রকৃত কোষ বিশেষ প্রক্রিয়ায় বিভক্ত হয়ে মাতৃকোষে তুলনায় অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ঠ চারটি অপত্য কোষে পরিণত হয়।

প্রশ্নঃ হ্যাপ্লয়েড কি?

 এক প্রস্থ বিশিষ্ট ক্রোমোজোমকে হ্যাপ্লয়েড বলে।

প্রশ্নঃ ক্রোমোজোম কাকে বলে ?

নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্ট সংখ্যক সুতার মত যে অংশগুলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে তাকে ক্রোমোজোম বলে।

প্রশ্নঃ বংশগতি কাকে বলে ?

পিতা-মাতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান-সন্ততিতে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে

 


Post a Comment

Previous Post Next Post